kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

একাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএকাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

সপ্তম অধ্যায়

বেতন ও মজুরি বিবরণী

[গতকালের পর]

৪০।  প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের ১০%, নিয়োগকর্তার দান ৫% হলে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত টাকা লিখতে হবে?        

     ক) ১৫%    

     খ) ১০%

     গ) ৬%

     ঘ) ৫%

৪১।  ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কোনটির অংশ?

     ক) মোট উপার্জনের

     খ) মোট কর্তনের

     গ) মোট উপার্জন ও মোট কর্তনের

     ঘ) নিট মজুরির

৪২।  সাধারণত কখন বেতন প্রদান করা হয়?

     ক) বছরান্তে       

     খ) মাসান্তে  

     গ) পক্ষান্তে        

     ঘ) সপ্তাহান্তে

৪৩।  কর্মকর্তা ও কর্মচারীকে প্রদত্ত মূল বেতনসহ অন্যান্য ভাতা ও সুবিধাদির যোগফলকে কী বলে?

     ক) মজুরি   

     খ) বেতন   

     গ) ভাতা    

     ঘ) বোনাস

৪৪।  প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যয় নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে কোন সংক্রান্ত হিসাব সংরক্ষণ করা অপরিহার্য?

     ক) মজুরি         

     খ) বেতন   

     গ) ওভারটাইম

     ঘ) বোনাস

৪৫।  প্রতিষ্ঠান বা মজুরি বোর্ড বা সরকার কর্তৃক নির্ধারিত পে-স্কেলের প্রথম ধাপ বা বর্ধিত বেতনসহ প্রথম ধাপকে কী বলে?

     ক) মূল বেতন

     খ) মহার্ঘ ভাতা

     গ) ওভারটাইম

     ঘ) বোনাস

৪৬।  প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থান সুবিধা প্রদান করা না হলে তার পরিবর্তে কী প্রদান করা হয়?

     ক) মূল বেতন

     খ) মহার্ঘ ভাতা

     গ) বাড়িভাড়া ভাতা   ঘ) বাড়িভাড়া

৪৭।  প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের কারখানা বা অফিসে আসা যাওয়ার জন্য যে ভাতা দেওয়া হয় তাকে কী বলে?

     ক) মূল বেতন

     খ) মহার্ঘ ভাতা

     গ) যাতায়াত ভাতা    ঘ) বাড়িভাড়া ভাতা

৪৮।  প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের ও তাদের পরিবারের সদস্যদের রোগ নিরাময়ের জন্য যে ভাতা দেওয়া হয় তাকে কী বলে?

     ক) মূল বেতন

     খ) মহার্ঘ ভাতা

     গ) যাতায়াত ভাতা    ঘ) চিকিৎসা ভাতা

৪৯।  শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের যে পরিমাণ অর্থ কর্তন করা হয় প্রতিষ্ঠানও সমপরিমাণ অর্থ যোগ করে যে ফান্ডে জমা করে তাকে কী বলে?

     ক) কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড

     খ) সরকারি প্রভিডেন্ট ফান্ড

     গ) বেসরকারি প্রভিডেন্ট ফান্ড

     ঘ) বিশেষ ফান্ড

৫০।  ঈদ, পূজা, বড়দিন ইত্যাদি ধর্মীয় উৎসব পালনের জন্য শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের যে ভাতা দেওয়া হয় তাকে কী বলে?

     ক) মূল বেতন

     খ) মহার্ঘ ভাতা

     গ) উৎসব ভাতা    

     ঘ) বাড়িভাড়া ভাতা

৫১।  শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের ছুটিকালীন যে মজুরি/বেতন প্রদান করা হয় তাকে কী বলে?

     ক) উৎসাহ বোনাস   খ) ছুটিকালীন মজুরি

     গ) উৎসব ভাতা    

     ঘ) বাড়িভাড়া ভাতা

৫২।  কারখানার ভেতরে ও বাইরে এবং দেশে-বিদেশে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ বাবদ যে ব্যয় হয় তাকে কী বলে?

     ক) উৎসাহ বোনাস   খ) ছুটিকালীন মজুরি

     গ) উৎসব ভাতা    

     ঘ) শিক্ষানবিশ ভাতা

৫৩।  শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের মূল মজুরি/বেতন, মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা ইত্যাদি সুবিধার যোগফলকে কী বলে?

     ক) মোট মজুরি/বেতন খ) মোট মহার্ঘ ভাতা

     গ) মোট বাড়িভাড়া ভাতা     ঘ) মোট যাতায়াত ভাতা

৫৪।  নিট বেতন নির্ণয় করার ক্ষেত্রে যে দফাসমূহ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের মোট মজুরি/বেতন থেকে কেটে রাখা হয় তাকে কী বলে?

     ক) মজুরি/বেতনের কর্তন     খ) মহার্ঘ ভাতার কর্তন

     গ) বাড়িবাড়া ভাতার কর্তন    ঘ) যাতায়াত ভাতার কর্তন

৫৫।  শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ণয়ের পদ্ধতি হলো    

     i. ঘণ্টা হার  

     ii. মিশ্র হার

     iii. কার্য হার

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii         খ) i ও iii

     গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৫৬।  মোট মজুরি থেকে কর্তন করা হয়—  

     i. প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান

     ii. প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান

     iii. কল্যাণ তহবিলে কর্মীর দান

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   

     খ) i ও iii

     গ) ii ও iii  

     ঘ) i, ii ও iii

৫৭।  অনার্থিক সুবিধা হলো—

     i. শিক্ষা         

     ii. বোনাস

     iii. প্রশিক্ষণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii         খ) i ও iii

     গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৪০. ক ৪১. গ ৪২. খ ৪৩. খ ৪৪. খ ৪৫. ক ৪৬. গ ৪৭. গ ৪৮. ঘ ৪৯. ক ৫০. গ ৫১. খ ৫২. ঘ ৫৩. ক ৫৪. ক ৫৫. খ ৫৬. গ ৫৭. খ।

মন্তব্য