মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। ভাস্কো-দা-গামা কত সালে কালিকট বন্দরে আসেন?
ক. ১৪৯৬ খ. ১৪৯৭
গ. ১৪৯৮ ঘ. ১৪৯৯
২। ইস্ট ইন্ডিয়া কম্পানি বাণিজ্য কেন্দ্র স্থাপন করে—
i. কলকাতায় ii. মাদ্রাজে
iii. মুম্বাইতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। দিনেমাররা কোন দেশের অধিবাসী?
ক. হল্যান্ড খ. ফ্রান্স
গ. সুইডেন ঘ. ডেনমার্ক
৪।
ভাষা আন্দোলনের তাৎপর্য হলো—
i. বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি
ii. স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা
iii. স্বাধীনতা লাভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কম্পানি কত সালে দেওয়ানি লাভ করে?
ক. ১৬৫৫ খ. ১৬৫৬
গ. ১৭৫৭ ঘ. ১৭৬৫
৬। ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়?
ক. ১৭৭০ খ. ১৭৭২
গ. ১৭৭৩ ঘ. ১৭৭৪
৭। শহীদ আসাদ দিবস পালিত হয়?
ক. ১০ জানুয়ারি
খ. ১৫ জানুয়ারি
গ. ২০ জানুয়ারি
ঘ. ২৫ জানুয়ারি
৮।
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কোনটি?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ৭ মার্চ
গ. ২৬ মার্চ ঘ. ১৬ ডিসেম্বর
৯। ছয় দফার ক্ষেত্রে প্রযোজ্য—
i. লাহোরে উত্থাপিত হয়
ii. ৫-৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়
iii. এটি ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
ক. ইসলাম খান খ. সিরাজউদ্দৌলা
গ. আলীবর্দী খান ঘ. মীর কাসিম
১১। পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক দুরবস্থার কারণ হলো—
i. ব্যবসায় বাণিজ্যের নিম্নগতি
ii. শিল্প উৎপাদন হ্রাস
iii. শিক্ষার অবমূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল ও আরমান দুজনে একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসায়-বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের হঠকারিতার কারণে সমস্ত মূলধনই কামাল একা লুটে নেয় এবং ব্যবসায় পরিচালনার দায়িত্ব এককভাবে গ্রহণ করে।
১২। অনুচ্ছেদে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশ্বাসঘাতকের মিল রয়েছে?
ক. মীরজাফর খ. মোহনলাল
গ. লর্ড ক্লাইভ ঘ. মীর মদন
১৩। উক্ত বিশ্বাসঘাতক তাত্ক্ষণিকভাবে কী সুবিধা পান?
ক. বাংলার দেওয়ানি
খ. এক কোটি টাকা
গ. বাংলার সিংহাসন
ঘ. রাজস্ব আদায়ের ক্ষমতা
১৪। মহারানি ভিক্টোরিয়াকে কে ‘ভারত সম্রাজ্ঞী’ হিসেবে ঘোষণা করেন?
ক. লর্ড ক্যানিং খ. লর্ড নর্থব্রুক
গ. লর্ড মেয়ো ঘ. লর্ড লিটন
১৫। হান্টার কমিশন গঠন করা হয় কত সালে?
ক. ১৮৭৯ খ. ১৮৮২
গ. ১৮৮৫ ঘ. ১৮৯১
১৬।
বঙ্গভঙ্গের ফলে বাংলায় কতটি প্রদেশ সৃষ্টি হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৭। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?
ক. জব্বার খ. সালাম
গ. বরকত ঘ. রফিক
১৮। গণ=অভ্যুত্থান দিবস পালিত হয় কত তারিখ?
ক. ১৪ জানুয়ারি খ. ১৮ জানুয়ারি
গ. ২০ জানুয়ারি ঘ. ২৪ জানুয়ারি
১৯। ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
ক. ফ্রান্স খ. ইতালি
গ. নেদারল্যান্ড ঘ. জার্মানি
২০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
ক. ৩ খ. ৫
গ. ৭ ঘ. ৯
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
কুড়িগ্রাম জেলার ‘তারামন বিবি’ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে বিভিন্ন পদ্ধতিতে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
২১। উদ্দীপকে উল্লিখিত খেতাবটি কতজন নারীকে প্রদান করা হয়েছে?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৪ জন ঘ. ৫ জন
২২। উদ্দীপক দ্বারা প্রমাণিত হয়—
i. মুক্তিযুদ্ধ ছিল শুধু পুরুষদের প্রতিরোধ আন্দোলন
ii. মুক্তিযুদ্ধে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে
iii. নারীরা সম্মানসূচক খেতাবে ভূষিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক. চন্দ্রিমা উদ্যান
খ. সোহরাওয়ার্দী উদ্যান
গ. ওসমানী উদ্যান
ঘ. কোনোটিই নয়
২৪। ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা কতটি ছিল?
ক. ৩০০ খ. ৩১০
গ. ৩১২ ঘ. ৩১৩
২৫। পূর্ব পাকিস্তানের উপকূলভাগে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে কবে?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭৭ সালে
গ. ১৯৯০ সালে ঘ. ১৯৯২ সালে
২৬। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭০ সালে ১ ডিসেম্বর
খ. ১৯৭০ সালে ৭ ডিসেম্বর
গ. ১৯৭০ সালে ১১ ডিসেম্বর
ঘ. ১৯৭০ সালে ১৩ ডিসেম্বর
উত্তর : ১. গ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ
৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ
১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ক
১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ক
২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ।