চলতি অনুপাতের আদর্শ মান ২ : ১ বলতে বোঝায়—
ক) প্রতি ১ টাকা দায়ের বিপরীতে ২ টাকার সম্পদ
খ) প্রতি ২ টাকা দায়ের বিপরীতে ১ টাকার সম্পদ
গ) প্রতি ১ টাকা আয়ের বিপরীতে ২ টাকার ব্যয়
ঘ) প্রতি ২ টাকা আয়ের বিপরীতে ১ টাকার ব্যয়
১৭। কার্যকরী মূলধন বলতে বোঝায়—
ক) মালিক কর্তৃক বিনিয়োজিত মূলধন
খ) মূলধন বাদ উত্তোলন
গ) চলতি সম্পত্তি বাদ চলতি দায়
ঘ) স্থায়ী সম্পত্তি বাদ চলতি সম্পত্তি
১৮। দীর্ঘমেয়াদি দায় ২০,০০০ টাকা, চলতি সম্পদ ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ : ২ হলে মোট দায় কত?
ক) ৩৫,০০০ টাকা খ) ৩০,০০০ টাকা
গ) ২৫,০০০ টাকা ঘ) ২০,০০০ টাকা
১৯। অদাবীকৃত লভ্যাংশ, পেনশন তহবিল ও কল্যাণ তহবিল কোন ধরনের দায়?
ক) চলতি খ) তরল
গ) স্থায়ী ঘ) অস্থায়ী
২০। চলতি মূলধন বলতে কী বোঝায়?
ক) মোট সম্পদ—মোট দায়
খ) মোট সম্পদ—চলতি দায়
গ) চলতি সম্পদ—চলতি দায়
ঘ) তরল সম্পদ—তরল দায়
২১। কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে?
ক) কার্যকরী মূলধন খ) বিনিয়োজিত মূলধন
গ) প্রারম্ভিক মূলধন ঘ) সংরক্ষিত মূলধন
২২। চলতি সম্পদ—মজুদ পণ্য—অগ্রিম খরচ = কী?
ক) তরল সম্পদ
খ) অলীক সম্পদ
গ) স্থায়ী সম্পদ
ঘ) অস্পর্শনীয় সম্পদ
২৩। কোনটি চলতি দায়?
ক) অগ্রিম আয়
খ) অগ্রিম খরচ
গ) মূলধন
ঘ) বন্ধকি ঋণ
২৪। চলতি অনুপাতের আদর্শ মান কত?
ক) ১ : ১ খ) ১ : ২
গ) ২ : ১ ঘ) ২ : ৩
২৫। নিচের কোনটি চলতি সম্পদ?
ক) দেনাদার খ) সুনাম
গ) আসবাবপত্র
ঘ) ট্রেডমার্ক
২৬। কোনো প্রতিষ্ঠানের চলতি অনুপাত ২ : ১.৫, চলতি দায়ের পরিমাণ ২৭,০০০ টাকা হলে, চলতি সম্পত্তির পরিমাণ কত টাকা?
ক) ৩০,০০০ টাকা খ) ৩৬,০০০ টাকা
গ) ২৪,০০০ টাকা ঘ) ২০,২৫০ টাকা
২৭। বিক্রয় ৩০,০০০ টাকা এবং ক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২৫ % হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক) ৬,০০০ টাকা
খ) ৭,৫০০ টাকা
গ) ২২,৫০০ টাকা ঘ) ২৪,০০০ টাকা
২৮। কোন উপাদানটি চলতি অনুপাত নির্ণয়ে ব্যবহৃত হয়?
ক) বেতন খ) ভাড়া
গ) বকেয়া মজুরি
ঘ) বকেয়া তলব
২৯। চলতি অনুপাত ২ : ১, তড়িৎ অনুপাত ২.৫ : ১, চলতি সম্পত্তি ১,০০,০০০ টাকা হলে ব্যাংকে জমাতিরিক্ত কত টাকা?
ক) ৬০,০০০ খ) ৫০,০০০
গ) ৪০,০০০ ঘ) ১০,০০০
৩০। ঋণদাতাগণ কোন অনুপাতটি বিশ্লেষণের গুরুত্ব দিয়ে থাকেন?
ক) প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত
খ) সম্পত্তি আবর্তন অনুপাত
গ) মজুদ আবর্তন অনুপাত
ঘ) সচ্ছলতার অনুপাত
৩১। ‘X’ কোম্পানির হাতে নগদ ১০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, সুনাম ১৫,০০০ টাকা, দেনাদার ১০,০০০ টাকা। কোম্পানির চলতি অনুপাত কত?
ক) ১ : ১ খ) ২ : ১
গ) ৩ : ১ ঘ) ৪ : ১
৩২। নাসির কোম্পানির কার্যকরী মূলধন ৮,০০,০০০ টাকা, কারবারের চলতি অনুপাত ৩ : ১ হলে, চলতি সম্পদের পরিমাণ কত?
ক) ৪,০০,০০০ টাকা খ) ৬,০০,০০০ টাকা
গ) ৮,০০,০০০ টাকা ঘ) ১২,০০,০০০ টাকা
৩৩। নিচের কোনটি চলতি দায়?
ক) ঋণপত্র খ) বন্ধকি ঋণ
গ) শেয়ার অধিহার ঘ) প্রদেয় বিল
৩৪। একটি কম্পানির নগদ তহবিল ৫,০০০ টাকা; ব্যাংকে জমার পরিমাণ ১০,০০০ টাকা; মজুদ পণ্য ৫,০০০ টাকা; দেনাদার ২০,০০০ টাকা; প্রদেয় বিল ১০,০০০ টাকা; পাওনাদার ২০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা। কোম্পানির নির্ণীত ত্বরিত অনুপাত কত?
ক) ১.১৪ : ১
খ) ১.১৭ : ১
গ) ১.৩৩ : ১
ঘ) ১.৪০ : ১
৩৫। মজুদ আবর্তন অনুপাতের আদর্শমান হচ্ছে—
ক) ৬ বার খ) ৭ বার
গ) ৮ বার ঘ) ৯ বার
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ।