ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
ষষ্ঠ শ্রেণি

বাংলা প্রথম পত্র

  • লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা
notdefined
notdefined
শেয়ার
বাংলা প্রথম পত্র

গদ্য

কতকাল ধরে : আনিসুজ্জামান

সৃজনশীল প্রশ্ন

নুজহাত শীতের ছুটিতে মায়ের সঙ্গে গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। যে কয়েকটা দিন তারা গ্রামে ছিল, সে কয় দিন নানি তাদের খাওয়ার জন্য সরু চালের ভাত, পোলাও-কোর্মা, রুই মাছ ও নুজহাতের প্রিয় গলদা চিংড়ি আর নানা রকম ফল-ফুল ও পিঠা-পায়েসের ব্যবস্থা করেছিলেন। নুজহাত খেতে না চাইলে নানা বলতেন, ‘খাও খাও, এককালে এসবই ছিল বাঙালির নিত্য প্রিয় খাবার।’

ক) ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’ আনিসুজ্জামানের কী ধরনের রচনা?

উত্তর : মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের গবেষণাগ্রন্থ ধরনের রচনা।

 

খ) ‘প্রজারা রইল পেছনে পড়ে’ — কেন? বুঝিয়ে লেখো।

উত্তর : রাজরাজড়াদের আগমন এবং তাদের তৈরি নিয়ম-কানুনের ফলে প্রজারা পেছনে পড়ে রইল।

আনিসুজ্জামানের ‘কতকাল ধরে’ রচনায় ইতিহাসের পট পরিবর্তনের কথা বলা হয়েছে। এককালে এ দেশে যখন রাজরাজড়া ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি।

লোকজন নিজেরাই যুক্তি-পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাত। তারপর তেইশ-চব্বিশ শ বছর আগে রাজা যখন এ দেশে এলেন, তাঁর সঙ্গে মন্ত্রী, সামন্ত-মহাসামন্তের দল এলো। অনেক লোক-লস্কর কাজে বহাল করা হলো, অনেক নিয়ম-কানুন, বিধিব্যবস্থা চালু হলো। সে সময় এককথায় কারো গর্দান যেত, কেউ বা বড়লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে।
আর তখন থেকেই ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, ফলে প্রজারা রইল পেছনে পড়ে।

 

গ) উদ্দীপকটি ‘কতকাল ধরে’ প্রবন্ধের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর : উদ্দীপকটি ‘কতকাল ধরে’ প্রবন্ধের বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

‘কতকাল ধরে’ রচনায় বাঙালির প্রিয় খাবারের বর্ণনা দেওয়া হয়েছে। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য।

সরু সাদা চালের গরম ভাতের কদর সবচেয়ে বেশি ছিল। বাঙালি সেকালে কলার পাতায় গরম ভাতের সঙ্গে গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ, লাউ, বেগুন ইত্যাদি তরিতরকারি যেমন প্রচুর খেত, তেমনি খানিকটা দুধও। ইলিশ মাছ তো প্রিয় বস্তু ছিলই, সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে শুঁটকিরও চল ছিল। ছাগলের মাংস সবাই খেত। তবে উৎসব-আয়োজনে বা বিয়েবাড়িতে হরিণ ও পাখির মাংস দেখা যেত। ক্ষীর, দই, পায়েস, ছানা—এসব ছিল বাঙালির নিত্য প্রিয়। আম-কাঁঠাল, তাল-নারকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠাপুলি, বাতাসা, কদমা এসবের। মসলা দেওয়া পান খেতেও সবাই ভালোবাসত।

উদ্দীপকের নুজহাত নানাবাড়িতে বেড়াতে গেলে তাদের নানি প্রতিদিন যেসব খাবার খাওয়াতেন, তা সাধারণত উৎসব-আয়োজনেই খাওয়া হয়। নুজহাত খেতে না চাইলে নানা বলতেন—ওসবই আসলে বাঙালির প্রিয় খাবার। উদ্দীপকের এই দিকটি ‘কতকাল ধরে’ রচনার উপর্যুক্ত বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

 

ঘ) উদ্দীপকটি ‘কতকাল ধরে’ প্রবন্ধের একটি খণ্ডচিত্র মাত্র—মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর : ‘কতকাল ধরে’ প্রবন্ধে সংক্ষেপে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে, যার একটি মাত্র দিক শুধু উদ্দীপকে বর্ণিত হয়েছে।

‘গতকাল ধরে’ প্রবন্ধে বাংলাদেশের প্রায় আড়াই হাজার বছরের পুরনো ইতিহাস তুলে ধরা হয়েছে। তেইশ-চব্বিশ শ বছর আগে রাজরাজড়াদের আগমন থেকেই ইতিহাস লেখার সূচনা হয়। প্রাচীন কালের পুরুষরা পরত ধুতি-চাদর, মেয়েরা শাড়ি-ওড়না। সাধারণ লোক পড়ত কাঠের খড়ম। সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। সাধারণ পরিবারের মেয়েরা পরত হাতে শাখা, কানে কচি কলাপাতার মাকড়ি, গলায় ফুলের মালা। কুস্তি ছিল সেকালের পুরুষদের প্রিয় খেলা। নারীদের ছিল সাঁতার। তবে পুরুষেরা শিকারও করত। ধনীরা দেখত হাতি-ঘোড়ার খেলা; গরিবরা মজা পেত ভেড়া, মোরগ-মুরগির লড়াই দেখে। জল-স্থল উভয় পথেই তারা যাতায়াত করত। বেশির ভাগ লোকই থাকত কাঠ-খড়-মাটি-বাঁশের তৈরি বাড়িতে। বড় লোকেরাই শুধু ইট-কাঠের বাড়ি করত। সেকালে রাজরাজড়া ছিল, এখন নেই; কিন্তু ধনী-দরিদ্র এখনো আছে। সেকালেও সাধারণ মানুষ স্বপ্ন দেখত সরু চালের সাদা গরম ভাতের। একালেও তারা তাই দেখছে।

উদ্দীপকে খাবারের যে বর্ণনা দেওয়া হয়েছে, তাতে ‘কতকাল ধরে’ প্রবন্ধে শুধু খাদ্যাভ্যাসের দিকই প্রতিফলিত হয়েছে, প্রবন্ধের উপর্যুক্ত দিকগুলোর কথা বলা হয়নি।

তাই বলা যায়, উদ্দীপকটি ‘কতকাল ধরে’ প্রবন্ধের একটি খণ্ডচিত্র মাত্র।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি

শেয়ার

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        রাসায়নিক বিক্রিয়া কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

২।        সংযোজন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

৩।        তুঁতের সংকেত কী?

  উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।

 

 

৪।        পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?

  উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।

৫।        প্রশমন বিক্রিয়া কী?

  উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

৬।        তুঁতে কী?

  উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।

৭।        দহন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।

৮।        বিযোজন কী?

  উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।

৯।

       হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?

    উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?

  উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

২।        যৌতুক কী?

  উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।

৩।        তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?

  উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।

৪।

       ন্যায্য মজুরির দাবিতে কোথায় নারী শ্রমিকরা প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।

৫।        মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

৬।

       কিসের জন্য নারী নির্যাতন ক্ষতিকর?

  উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।

৭।        কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?

  উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

৮।        নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?

  উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

৯।        স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?

  উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।

১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?

  উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।

১১।       ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।

১২।       রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?

  উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।

১৩।       নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?

  উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় :  জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২০।  নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?

  ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে   ঘ. ভ্রূণে

২১।  চিত্রে  Y অংশটি যা সৃষ্টি করে তা হলো

  i. শস্যকলা   ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. ii I iii

  উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২২।  নিচের  P অংশটি নিষেকের পর পরিণত হয়

  ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে    ঘ. ভ্রুণে

২৩।

  চিত্র  XY-এর ক্ষেত্রে

  i. MN মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে

  ii. MP-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে

  iii. PN মিলিত হলে চারাগাছ হতে পারে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

  উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২৪।  নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়

  i. জাইগোট    ii. ভ্রূণ   iii. শস্যকলা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

 

  উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক। 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ