ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭
এসএসসি বিশেষ প্রস্তুতি

বাংলা প্রথম পত্র

  • লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা
notdefined
notdefined
শেয়ার
বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও :

    সার্থক জীবন আর

    বাহুবল তার হে,

    বাহুবল তার।

    আত্মনাশে যেই করে

    দেশের উদ্ধার হে,

    দেশের উদ্ধার!

১।  কবিতাংশের বক্তব্য ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্র

 যথাযথভাবে প্রতিফলিত হয়েছে?

    ক) বুধা               খ) মিঠু  

    গ) মধু               ঘ) আলী

২।  প্রতিফলিত দিকটি হলো—

    i. স্বদেশপ্রেম  

    ii. মানবপ্রেম

    iii. স্বাধীনতা আকাঙ্ক্ষা

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii             ঘ) i, ii ও iii

৩।

  ‘দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র’—বহিপীর নাটকে কে এ উক্তিটি করেছে?

    ক) হাতেম                 খ) বহিপীর

    গ) হাশেম             ঘ) খোদেজা

৪।  ‘এমন ঝড় কখনো দেখিনি’। — উক্তিটি কার?

    ক) খোদেজার           খ) বহিপীরের

    গ) তাহেরার            ঘ) হাশেমের

৫।  ‘বহিপীর’ নাটকের কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে?

    ক) উনিশ শতকের        খ) উনিশ শতকের শেষ ভাগের

    গ) বিশ শতকের             ঘ) বিশ শতকের শেষ ভাগের

৬।

  মুরিদের কাছে বহিপীর কী পান?

    i. সম্মান

    ii. আদর-যত্ন

    iii. অর্থ-সম্পদ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii             ঘ) i, ii ও iii

৭।  নাটকের প্রাণ কোনটি?

    ক) সংলাপ             খ) কাহিনি

    গ) চরিত্র              ঘ) পরিবেশ

৮।  নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?

    ক) দুই               খ) তিন  

    গ) চার               ঘ) পাঁচ

৯।  ‘বহিপীর’ কোন ঋতুর প্রেক্ষাপটে লেখা?

    ক) গ্রীষ্ম              খ) বর্ষা  

    গ) শরৎ              ঘ) হেমন্ত

১০।

‘আমি কি বকরি-ঈদের গরু-ছাগল নাকি?’ তাহেরার এ উক্তিতে প্রকাশ পেয়েছে—

    i. বাস্তবতা ও যুক্তি  

    ii. বৃদ্ধের সঙ্গে বিয়েতে কিশোরীর প্রচণ্ড দ্রোহ    

    iii. নারীর ব্যক্তিস্বাধীনতা

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) র ও iii

    গ) ii ও iii             ঘ) i, ii ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে ১১ ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও

    ‘নদীর একূল ভাঙে, ওকূল গড়ে এইতো নদীর খেলা

    সকালবেলা আমির যে ভাই, ফকির সন্ধ্যাবেলা।’

১১। উদ্দীপকের পরিস্থিতি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

    ক) তাহেরা             খ) খোদেজা

    গ) বহিপীর             ঘ) হাতেম

১২। উক্ত সাদৃশ্যের কারণ হলো—

    ক) হারানো নববধূকে খুঁজে পেয়েও কাছে না পাওয়া

    খ) অনেক চেষ্টায়ও জমিদারি রক্ষায় ব্যর্থ হওয়া

    গ) সন্তানকে নিজের আকাঙ্ক্ষা বোঝাতে অক্ষম হওয়া

    ঘ) ইচ্ছার বিরুদ্ধে অসম বিয়ের শিকার হওয়া

১৩।

‘মা ঘাট থেকে আসেনি তো?’— দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে—

    ক) সতর্কতা            খ) অভিমান

    গ) সন্দেহ             ঘ) ভয়

১৪। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা?

    ক) অবিভক্ত ভারতবর্ষ      খ) বিভাগ-উত্তর বাংলা

    গ) স্বৈরাচারী পাকিস্তান     ঘ) অবহেলিত ও উপেক্ষিত পূর্ব বাংলা

১৫। ‘কানাকুয়ো’ কখন ডাকে?

    ক) রাতের বেলায়        খ) সন্ধ্যাবেলায় 

    গ) ভোরবেলায়          ঘ) দুপুরবেলায়

১৬। ‘আংরাখা’ শব্দের অর্থ কী?

    ক) লম্বা ও ঢিলেঢালা পোশাক খ) চাতক পাখি

    গ) পাহাড়ের নাম         ঘ) ঝরনার নাম

১৭। ‘ধরি মাছ না ছুঁই পানি’—প্রবাদটির অর্থ হচ্ছে—

    i. পানি না ছুঁয়ে মাছ ধরা

    ii. সাপও মরবে লাঠিও ভাঙবে না

    iii. কৌশলে কার্যসিদ্ধি করা

    নিচের কোনটি সঠিক?

    ক) i                খ) ii  

    গ) iii              ঘ) i ও ii

১৮। রানার দস্যুকে ভয় করে কেন?

    ক) পিঠের বোঝা ছিনিয়ে নেবে খ) রানারের সময় নষ্ট করবে   

    গ) রানারকে হত্যা করবে    ঘ) রানারকে বিতাড়িত করবে

১৯। ‘এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে’—এ চরণে ক্ষুদিরাম আর সূর্য সেন হলেন—

    i. বিপ্লবী

    ii. দেশপ্রেমিক

    iii. ব্রিটিশবিরোধী সৈনিক

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) ii ও iii

    গ) i ও iii          ঘ) i, ii ও iii

২০। ‘বুধা’ সৈনিকদের জন্য পেয়ারা নিয়েছিল কেন?

    ক) ক্যাম্প পরিদর্শন করতে খ) সৈনিকদের উপহার দিতে

    গ) বুধা রাজাকার বলে     ঘ) শান্তিবাহিনীতে যোগ দিতে

২১। ‘ঝর্ণার গান’ কবিতায় ঝরনার উচ্ছলতার বিপরীতে কোন চরণটি রয়েছে?

    ক) নিজের পায় বাজাই তাল/ দিবস-রাত সাঁঝ সকাল

    খ) ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়/ ভয় দ্যাখায়, চোখ পাকায়  

    গ) শিথিল সব শিলার পর/ চরণ থুই দোদুল মন  

    ঘ) সুন্দরের তৃষ্ণা যার/আমরা ধাই তার আশেই

    ‘আগের কাজ আগে তো তুমি সারো

    পরের কথা ভাবিও পরে আরো’

২২। পঙিক্তটিতে ‘জুতা-আবিষ্কার’— কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?

    ক) রাজার বিচক্ষণতা      খ) রাজার নির্বুদ্ধিতা  

    গ) মন্ত্রীর দায়িত্বহীনতা     ঘ) মন্ত্রীর তোষামোদি

২৩। ‘সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি’ —‘বঙ্গবাণী’ কবিতার উক্ত চরণে বাংলা ভাষার হেয়কারীদের প্রতি কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

    ক) তীব্র ঘৃণা           খ) অবজ্ঞা    

    গ) উৎকণ্ঠা             ঘ) নিস্পৃহতা

২৪। ‘আমার পরিচয়’ কবিতায় অসাধরণ এক প্রেরণা সঞ্চারী শব্দমালা কোনটি?

    ক) সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই       

    খ) আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি  

    গ) সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই  

    ঘ) জয় বাংলা

২৫। ‘পরো না দুখের ফাঁস’—বলতে ‘জীবন-সংগীত’ কবিতায় কবি কী বুঝিয়েছেন?

    ক) সুখের কল্পনা করে লাভ নেই খ) দুঃখ বাড়িয়ে লাভ নেই

    গ) দুঃখকে ছোট করে না দেখা   ঘ) জীবন দুঃখ-কষ্টে ভরা

২৬। কার পদভারে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?

    ক) থুত্থুড়ে বুড়োর        খ) মোল্লাবাড়ির বিধবার    

    গ) তেজি তরুণের        ঘ) দক্ষ মাঝির

২৭। ‘আশা’ কবিতায় কবি কিভাবে মানুষের আয়ু কমে যাওয়ার কথা বলেছেন?  

    ক) অনিদ্রায়       

    খ) বিভিন্ন রোগ-বালাইয়ে  

    গ) নিজের দুঃখ-কষ্টকে বড় করে দেখার মাধ্যমে       

    ঘ) বিত্ত সুখের দুর্ভাবনায়

২৮। ‘মুক্তির পথ যুদ্ধের রথ জেনে

    ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে’

    উদ্দীপকের ভাব নিচের কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

    ক) স্বাধীনতা—এ শব্দটি কিভাবে আমাদের হলো

    খ) সাহসী জননী বাংলা    

    গ) আমার পরিচয়   

    ঘ) তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

২৯। সাদৃশ্যপূর্ণ দিকটি উক্ত কবিতার যে চরণে ফুটে উঠেছে তা হলো—

    i. নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক

        এই বাংলায়

        তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা

    ii. আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে   

    iii. যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি

    নিচের কোনটি সঠিক?

    ক) i                খ) ii  

    গ) iii              ঘ) i ও iii

৩০। নির্মলেন্দু গুণের ছোটগল্প কোনটি?

    ক) কালো মেঘের ভেলা    খ) বাবা যখন ছোট ছিলেন 

    গ) চাষাভূষার কাব্য       ঘ) আপন দলের মানুষ

৩১। গভীর জীবনবোধ ও আশাবাদ কার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে?

    ক) সুকান্ত ভট্টাচার্য        খ) আহসান হাবীব   

    গ) শামসুর রাহমান      ঘ) সৈয়দ শামসুল হক

    ‘মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না

    পরো পরো যুদ্ধের সজ্জা’

৩২। উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

    ক) মধু               খ) আলী

    গ) শাহাবুদ্দিন           ঘ) বুধা

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ক  ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. ঘ ৩১. খ ৩২. ঘ।

 

সৃজনশীল প্রশ্ন্ন

বহিপীর : সৈয়দ ওয়ালীউল্লাহ

১। সালাম সাহেব একজন ধনাঢ্য ব্যবসায়ী। অর্থ-সম্পদের অভাব না থাকলেও তিনি কাউকে অর্থ দিয়ে সাহায্য করেন না। তাঁর বন্ধু খালিদ সাহেব তা জেনেও বিপদে পড়ে তাঁর কাছে অর্থ সাহায্যের জন্য যান। কিন্তু সালাম সাহেব মিষ্টি কথায় বন্ধুকে জানিয়ে দেন, কিছুদিন আগেই তিনি সব অর্থ ব্যবসায় লাগিয়ে ফেলেছেন। ধনী বন্ধুর এই অজুহাত খালিদ সাহেবকে হতাশ করে তোলে।

ক) ‘দ্য ডিসগাইজ’ নাটকটি বাংলায় কোন নামে সঞ্চায়িত হয়?

উত্তর : ‘দ্য ডিসগাইজ’ নাটকটি বাংলায় ‘কাল্পনিক সংবদল’ নামে সঞ্চায়িত হয়।

খ) হাতেম আলী শহরে গিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর : হাতেম আলী তাঁর জমিদারি রক্ষা করার জন্য তাঁর বন্ধু আনোয়ার উদ্দীনের কাছে অর্থ সাহায্য চাইতে শহরে গিয়েছিলেন।

‘বহিপীর’ নাটকের হাতেম আলী একজন ক্ষয়িষ্ণু জমিদার। রেশমপুরে তাঁর যে জমিদারি আছে তা সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে। তবু তা থেকে যৎসামান্য যা আয় হতো তাই দিয়ে কোনো প্রকারে মানমর্যাদা রেখে ভরণপোষণ চলত। কিন্তু সেই জমিদারিও সান্ধ্য আইনে নিলামে উঠেছে। তাই জমিদারি রক্ষার জন্য শহরে গিয়েছিলেন বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছে সাহায্য চাইতে।

গ) উদ্দীপকের খালিদ সাহেবের হতাশা ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর : উদ্দীপকের খালিদ সাহেব ‘বহিপীর’ নাটকের জমিদার হাতেম আলী চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

‘বহিপীর’ নাটকের হাতেম আলী রেশমপুরের জমিদার। সূর্যাস্ত আইনে তাঁর জমিদারি নিলামে উঠেছে। স্ত্রী-পুত্রের কাছে সেই দুঃসংবাদ গোপন করে নিজের শারীরিক অসুস্থতার জন্য শহরে চিকিৎসা করাতে যাচ্ছেন কথাটা বলে তাঁর শহুরে বন্ধু আনোয়ার উদ্দিনের কাছে যান জমিদারি উদ্ধারের জন্য প্রয়োজনীয় সাহায্য চাইতে। কিন্তু তাঁর বন্ধু তাঁকে কোনো রকম সাহায্য করতে পারবেন না বলে জানিয়ে দেন। হাতেম আলীর জমিদারি সূর্যাস্ত আইনে ঠিকই নিলামে উঠবে আর তিনি তাঁর ছেলেকে ছাপাখানা করার জন্য যে টাকা দিতে চেয়েছিলেন তা আর পারবেন না বলে বহিপীরের কাছে তাঁর হতাশার কথা ব্যক্ত করেন।

উদ্দীপকের খালিদ সাহেবও বিপদের সময় বন্ধু সালাম সাহেবের কাছে আর্থিক সাহায্য চেয়ে হতাশ হন। খালিদ সাহেবের এই হতাশার দিকটি ‘বহিপীর’ নাটকের জমিদার হাতেম আলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

ঘ) উদ্দীপকের বক্তব্য কি ‘বহিপীর’ নাটকের মূল বক্তব্যকে স্পর্শ করেছে? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও।

উত্তর : ‘বহিপীর’-এ সূর্যাস্ত আইনে জমিদারি হারানোর কাহিনি বর্ণিত হলেও বাঙালি মুসলমান সমাজে পীরপ্রথা কতটা জেঁকে বসেছিল, তার একটি বিশ্বস্ত দলিল হলো এই নাটক।

‘বহিপীর’ নাটকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেঁকে বসা পীরপ্রথা, কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের চিত্র ফুটে উঠেছে। এই নাটকের পীর সাহেবকে সবাই অসম্ভব ভয় পায় ও মান্য করে। গ্রামের সাধারণ মানুষ তাদের পীরকে পেলে যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাঁকে সেবা করার জন্য অস্থির হয়ে পড়ে তার উদাহরণ তাহেরার বাবা ও সৎমা। তাঁরা মেয়ের অমতে বুড়ো এক পীরের সঙ্গে তাহেরার বিয়ে দিলে সে পালিয়ে জমিদার হাতেম আলীর শহরগামী বজরায় ওঠে। জমিদার পুত্র হাশেম আলী ছাড়া অন্য সবাই ভয়ে ও কুসংস্কারে ওই বহিপীরের পক্ষে অবস্থান নেয়। কিন্তু নাটকটি শেষ পর্যন্ত আলোর পথ দেখায়। হাশেম আলী ও তাহেরা প্রচলিত প্রথা ভেঙে বেরিয়ে আসে। কুসংস্কার, অন্ধ বিশ্বাসের ফলে মানবিকতার জয় হয়।

অন্যদিকে উদ্দীপকে শুধু অর্থ সাহায্য না পেয়ে খালিদ সাহেবের হতাশার কথা ব্যক্ত হয়েছে, যা হাতেম আলীর বক্তব্যকে নির্দেশ করে।

উপর্যুক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, ‘বহিপীর’ নাটকের মূল বক্তব্যে পীরপ্রথা ও দিন বদলের যে সংকেত দেওয়া হয়েছে তা উদ্দীপকে সম্পূর্ণ অনুপস্থিত।

 

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

শামসুর রাহমান

২। চুনিয়া একটি ছোট্ট আদিবাসী গ্রাম। চুনিয়ার গ্রামবাসীরা কখনো হিংস্রতা, রক্তপাত দেখেনি। চুনিয়াবাসীরা শুধু জানে মানুষকে ভালোবাসতে। মানব সমাজে আজ যে হিংসা, হানাহানি, রক্তপাত দেখা যায়, চুনিয়ায় এসব নেই। সবাই এখানে তাই সুখে থাকে। চুনিয়াবাসীরা বিশ্বাস করে, মানুষ মারণাস্ত্র ফেলে, হিংসা-দ্বেষ ভুলে পরস্পর সৎ পরিবেশী হবে। কেন না মানবতার পক্ষে দাঁড়ানোই হচ্ছে মানব সভ্যতার মূল কথা।

ক) শামসুর রাহমানের কবিতায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে?

উত্তর : শামসুর রাহমানের কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে।

খ) ছাত্রাবাস, বস্তি উজাড় হলো কেন? ব্যাখ্যা করো।

উত্তর : পাকিস্তানি সেনাবাহিনীর বীভৎস ও ভয়ংকর আক্রমণে ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।

শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বলা হয়েছে—১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর বীভৎস ও ভয়ংকর আক্রমণ চালায়। তারা ঢাকা শহরের বুকে জলপাই রঙের দানবাকৃতির ট্যাঙ্ক নামিয়ে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে নির্বিচারে সেখানকার মানুষকে হত্যা করে। তাদের সেই আক্রমণে ছাত্রদের ছাত্রাবাস, গরিব মানুষের থাকার জায়গা সামান্য বস্তিও রক্ষা পায়নি।

গ) উদ্দীপকের চুনিয়া গ্রামবাসীদের সঙ্গে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর : উদ্দীপকের চুনিয়া গ্রামবাসীদের শান্তিকামিতার সঙ্গে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার পাকিস্তানিদের হত্যাযজ্ঞের বৈসাদৃশ্য রয়েছে।

‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বলা হয়েছে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। এ দেশের স্বাধীনতার জন্য সাকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায়-সম্ভ্রম বিসর্জিত হয়েছে, হরিদাসীর মতো অনেকেই সিঁথির সিঁদুর হারিয়েছে অর্থাৎ বিধবা হয়েছে, নবজাতক হারিয়েছে তার পিতা-মাতাকে। এই স্বাধীনতা মোল্লাবাড়ির বধূকে স্বামীহারা করে দগ্ধ ঘরের সামনে দাঁড় করিয়েছে, পথে নামিয়েছে শূন্য থালা হাতে হাড্ডিসার অনাথ কিশোরীকে। স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে শাহবাজপুরের জোয়ান কৃষক সগীর আলী, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কেষ্ট দাস, মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া, ঢাকার রিকশাওয়ালা রুস্তম শেখ প্রমুখ শ্রমজীবী ও সাধারণ মানুষ।

অন্যদিকে চুনিয়ার গ্রামবাসীরা কখনো হিংস্রতা, রক্তপাত দেখেনি, তারা শুধু মানুষকে ভালোবাসতেই জানে। উদ্দীপকের চুনিয়াবাসীদের শান্তিকামিতার এই দিকটি ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার পাকিস্তানিদের ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

ঘ) বৈসাদৃশ্যগত দিকটি তুলে ধরাই কি ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার মূল লক্ষ্য? বিশ্লেষণ করো।

উত্তর : মানুষের জন্মগত অধিকার স্বাধীনতাকে পাকিস্তানিদের হাত থেকে ছিনিয়ে অনার যে দৃঢ় প্রত্যয় কবিতায় উচ্চারিত হয়েছে, উদ্দীপকের বৈসাদৃশ্যগত দিকটিতে তা নেই।

‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বলা হয়েছে যে স্বাধীনতা শুধু শব্দমাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব, যা মানুষের জন্মগত। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতাকে হরণ করেছিল। সেই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ১৯৭১ সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে পাকিস্তানি যুদ্ধবাজরা যে শুধু রক্তগঙ্গা বইয়ে দিয়েছে তা নয়, এর জন্য অনেক নারীকে দিতে হয়েছে সহায়, সম্বল, সম্ভ্রম বিসর্জন, হতে হয়েছে বিধবা ও এতিম। শহর-গ্রামের লোকালয়ে পাকিস্তানিদের সেই গণহত্যার প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও। মুক্তিযুদ্ধে শ্রমজীবী সাধারণ মানুষের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাই দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ঝরায়। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে মুক্তিযুদ্ধ চলাকালে কবি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন—এত ত্যাগ যার উদ্দেশ্যে, সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই।

উদ্দীপকে শুধু চুনিয়া গ্রামবাসীদের শান্তিপ্রিয়তার কথা বলা হয়েছে, সেখানে হিংসা, হানাহানি এসব কিছুই নেই।

‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার উপর্যুক্ত বক্তব্য থেকে তাই বলা যায়, উদ্দীপকে চুনিয়া গ্রামবাসীর মধ্যে সুখ আছে বলে সেখানে স্বাধীনতাকে ফিরে পাওয়ার কোনো দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

নবম ও দশম শ্রেণি : গণিত

    ফারজানা ইয়াসমিন, প্রভাষক, ছাগলনাইয়া মহিলা কলেজ, ছাগলনাইয়া, ফেনী
শেয়ার
নবম ও দশম শ্রেণি : গণিত

পরিমিতি

বহু নির্বাচনী প্রশ্ন

১। একটি ঘনকের কতটি তল?

  ক. ৪টি   খ. ২টি

  গ. ৩টি   ঘ. ৬টি

২।        সমবৃত্তভূমিক বেলনের বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কত?

  ক. πr2      খ. 2πr2   
গ. 2πrh          ঘ. 2πr (r+h)

      ৩। সমবৃত্তভূমিক বেলনের আয়তন কত?

  ক. 2πr   খ. πr2  
গ.
πr2h   ঘ. 2πr2h

  নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ABCD একটি বর্গক্ষেত্রের দুটি কর্ণ ACBD

কর্ণ দুটির ছেদবিন্দু ঙ। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 4 একক।

৪।        বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

  ক. 2√2  খ. 4

  গ. 2√4          ঘ. 4√2

৫।

ΔOAB এর ক্ষেত্রফল কত 

  ক. 4 একক  খ. 6 একক

  গ. 8 একক  ঘ. 2 একক

৬।        একটি সমবাহু ত্রিভুজের কোন ৩টির পরিমাপ
ক. 900, 450, 450       L. 900, 300, 400

  গ. 600, 600, 600       N. 700, 600, 500

৭।        একটি ঘনক আকৃতির পাথরের এক বাহুর দৈর্ঘ্য

৫ সেন্টিমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?

  ক. 100 বর্গ সেন্টিমিটার
খ.
150 বর্গ সেন্টিমিটার

  গ. 200 বর্গ সেন্টিমিটার

  ঘ. 250 বর্গ সেন্টিমিটার

 

    উত্তর : ১. ঘ ২. খ ৩. গ
৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ।

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা

নতুন দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু নির্বাচনী প্রশ্ন

১।        নতুন দেশ কবিতার উদ্দেশ্য কী?

  ক. ইচ্ছা জাগ্রত করা
খ. পাঠে মনোযোগ বাড়ানো

  গ. শিশুদের মনোবল বাড়ানো        
ঘ. সৃজনশীলতা জাগ্রত করা

২।        রবীন্দ্রনাথের শিশুতোষ গ্রন্থ কোনটি?

  ক. খাপছাড়া খ. খেলনা

  গ. মানসী             ঘ. হ-য-ব-র-ল  

৩।        বাংলা সাহিত্যের কোন শাখা রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠা লাভ করে?

  ক. কবিতা             খ. নাটক

  গ. ছোটগল্প           ঘ. উপন্যাস

৪।

       নাইতে যখন যাই, দেখি সে-এর পরের চরণ কী?

  ক. ডুবতে পারলে দেখি কে        
খ. থাকে কেমন বেশে

  গ. জলের ঢেউয়ে নাচে             
ঘ. দাঁড়িয়ে নদীর তীরে

৫।        নতুন দেশ কবিতায় যে বিষয়গুলো ফুটে উঠেছে

i. প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা

  ii. শিশুর অভিমান

  iii. অপার বিস্ময়   

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

৬।        রবীন্দ্রনাথ ঠাকুর কী অভিধায় অভিহিত?

  ক. পল্লীকবি   খ. বিশ্বকবি

  গ. জাতীয় কবি    ঘ. বিদ্রোহী কবি  

৭।        শিশুটি প্রথম দিন কোথায় নৌকা দেখেছিল?

  ক. মাঝ নদীতে    খ. ঘাটের কাছে

  গ. খালের পাশে   ঘ. সমুদ্রে

৮।

       জলের ধারে কী দাঁড়িয়ে আছে?

  ক. শহর         খ. পাহাড়

  গ. বাঘের ছানা         ঘ. নারিকেল বন

৯।        নৌকা চলে কিসের টানে?

  ক. দাঁড়ের বলে    খ. ভাটার টানে

  গ. মাঝির শক্তিতে       ঘ. পালের টানে

১০। ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে

  i. সূর্য    ii. চন্দ্র

  iii. পৃথিবী

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগত্টাকে

১১।       উদ্দীপকের কবিতাংশের সাথে তোমার পঠিত কবিতা কোনটি?

  ক. সবার আমি ছাত্র  খ. কুলি-মজুর

  গ. নতুন দেশ      ঘ. আমার বাড়ি

১২।

       কবিতাংশে ফুটে উঠেছে

  i. শিশুসুলভ আচরণ

  ii. শিশুর মনের সাধ

  iii. নতুনকে জানার ইচ্ছা  

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

১৩।       সোনার তরী’—কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  ক. কাজী নজরুল ইসলাম      
খ. রবীন্দ্রনাথ ঠাকুর

  গ. জসীমউদ্দীন     ঘ. মহাদেব সাহা

১৪।       রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

  ক. ১৯১১             খ. ১৯১২

  গ. ১৯১৩        ঘ. ১৯১৪

১৫।       রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

  ক. বনফুল        খ. গীতাঞ্জলি

  গ. নতুন দেশ          ঘ. খাপছাড়া

১৬।       রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে?

  ক. ১৮৯৯        খ. ১৯২০ 

  গ. ১৯৪৩        ঘ. ১৯৪১

১৭।

       রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে নতুন দেশ কবিতাটি নেওয়া হয়েছে?

  ক. বলাকা    খ. ক্ষণিকা

  গ. সহজ পাঠ      ঘ. তৃণাঙ্কুর

১৮।       ভাটা শব্দের অর্থ কী?

  ক. জলের আগমন  
খ. ভাটার গান

  গ. বর্ধিত জল কমে যাওয়া   
ঘ. জলের পতন

১৯।       নাইতে যখন যাই, দেখি সে/জলের টেউয়ে নাচে’—এখানে কোন দিকটি ফুটে উঠেছে?

  ক. চেতনা   খ. সৌন্দর্য চেতনা

  গ. দৃষ্টিভঙ্গি            ঘ. শিল্পবোধ

২০।       জলের ঢেউয়ে কী নাচে?

  ক. নৌকা    খ. মাঠ

  গ. শস্য          ঘ. মাছ

 

  উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. খ
৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ
১৭. গ ১৮. গ ১৯. খ  ২০. ক।

 

 

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

    বিশ্বজিৎ দাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

বিষয়ভিত্তিক পরামর্শ

  তোমাদের অনেকের কাছে পদার্থবিজ্ঞান অনেক কঠিন লাগে। ভয়ের কিছুই নেই। এ বিষয়ে রয়েছে দুটি অংশ। ২৫ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের সিকিউ।

এমসিকিউ ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। উত্তর দিতে হবে ২৫ মিনিটে। সময় নির্দিষ্ট, তাই অপেক্ষাকৃত সহজ প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়া ভালো।
অনেক সময় জটিল অঙ্কের এমসিকিউ দেওয়া থাকে। শর্টকাট পদ্ধতি জানা না থাকলে সেই সব অঙ্কের সমাধান দ্রুত বের করা কঠিন। তাই সহজ ও জানা উত্তরগুলো আগে দেওয়া জরুরি।
এমসিকিউ অংশে সাধারণত বিভিন্ন রাশির মান, একক ও মাত্রা সম্পর্কে প্রশ্ন থাকে।
গ্রাফ সম্পর্কিত একটি বা দুটি এমসিকিউ থাকে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে সাধারণত সংজ্ঞা থেকে কুইজ টাইপ প্রশ্ন করা হয়। এসব তথ্য পদার্থবিজ্ঞানের মূল বইগুলোতেই পাবে। বিভিন্ন বোর্ডে আসা বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো সমাধান করলে এমসিকিউ অংশে ভালো করতে পারবে।

  পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভৌত জগত ও পরিমাপ, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম (আংশিক), পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বএই আটটি অধ্যায় রয়েছে।

প্রথম পত্রের সিকিউ অংশে আটটি করে প্রশ্ন থাকবে। পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি সিকিউতে চারটি অংশ থাকবে। জ্ঞানমূলক-১, অনুধাবনমূলক-২, প্রয়োগমূলক-৩ এবং উচ্চতর দক্ষতামূলক-৪, মোট ১০ নম্বর। একই প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখা ভালো। 

  পদার্থবিজ্ঞানের একটা সুবিধা হলোপ্রতিটি অধ্যায় থেকে সাধারণত একটি করে সিকিউয়ের উত্তর দিতে হয়। যেহেতু তোমাকে আটটি মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেহেতু তুমি অল্প কয়েকটি অধ্যায় ভালোমতো পড়লেই সিকিউয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে। 

  স্পষ্টভাবে উত্তর লিখবে। কাটাকাটি এড়িয়ে চলবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে সঠিকভাবে একক লিখবে। উচ্চতর দক্ষতাভিত্তিক সমাধানের ক্ষেত্রে সাধারণত তোমার কাছে একটি সিদ্ধান্ত চাওয়া হয়। সেটি লিখতে ভুলবে না। খাতা জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে।

মন্তব্য

ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। ছবি : সংগৃহীত

এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগে সামার-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদের জন্য শতকরা ২০ ভাগ বৃত্তি ও সেমিস্টারসেরাদের উপবৃত্তি দেওয়া হবে।

 

কোর্স

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালিসিস।

 

যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।

ব্যাচেলর পরীক্ষায় সর্বনিম্ন সিজিপিএ ২.৫০ (৪.০০ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে।

 

আবেদন

এরই মধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান ভবনের ১১ তলার লোক প্রশাসন বিভাগের কার্যালয় থেকে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই।

ভর্তি পরীক্ষা ২৫ জুলাই।

 

যোগাযোগ

সামাজিক বিজ্ঞান ভবন (১১ তলা)

লোক প্রশাসন বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

মোবাইল : ০১৭১১৯৮৫১৮৬, ০১৪০০৯৮৫১৮৬

 

ওয়েবসাইট
www.dupublicad.com

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ