[পূর্ব প্রকাশের পর]
বায়োমেট্রিকস ও বায়োইনফরমেটিকস
সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন
১৮। তথ্য-প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়?
ক) ন্যানো টেকনোলজি খ) বায়োমেট্রিকস
গ) বায়োটেকনোলজি ঘ) বায়োইনফরমেটিকস
১৯। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?
ক) বায়োমেট্রিকস
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) ন্যানো টেকনোলজি ঘ) ক্রায়ো-সার্জারি
২০। কম্পিউ-টারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে?
ক) ড্রাইল্যাব
খ) বায়োল্যাব
গ) ওয়েটল্যাব
ঘ) এক্সল্যাব
২১।
কোনটি বায়োইনফরমেটিকসের বৈশিষ্ট্য?
ক) স্বল্প ডাটা সংরক্ষণ খ) জৈবিক ডাটার সমাহার
গ) ন্যানো টেকনোলজির ব্যবহার
ঘ) প্রযুক্তিনির্ভর নিরাপত্তা
২২। কোনটি বায়োইনফরমেটিকসের মূল উদ্দেশ্য?
ক) জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা খ) কম্পিউটার বিজ্ঞানের তথ্যমালা বিশ্লেষণ করা
গ) জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করা ঘ) অজৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা
২৩। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?
ক) বায়োইনফরমেটিকস খ) বায়োমেট্রিকস
গ) ন্যানোটেকনোলজি ঘ) রোবটিকস
২৪। জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?
[কু. বো. ২০১৭]
ক) বায়োমেট্রিকস
খ) বায়োইনফরমেটিকস গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ) ন্যানো টেকনোলজি
বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন
২৫।
মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—
i. চোখের মণি
ii. আঙুলের ছাপ iii. DNA
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii
২৬। বায়োমেট্রিকস সিস্টেমে শনাক্তকরণে বিবেচিত বায়োলজিক্যাল ডাটাগুলো—
i. হ্যান্ড জিওমেট্রিকস ii. আইরিস
iii. সিগনেচার
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii
২৭। বায়োইনফরমেটিকসের সঙ্গে জড়িত—
i. জীববিদ্যা
ii. পরিসংখ্যান
iii. কম্পিউটার বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii
২৮। বায়োইনফরমেটিকসের প্রধান গবেষণার বিষয়গুলো হলো—
i. ইমেজ বিশ্লেষণ ii. জিনের সূত্র বিশ্লেষণ iii. ধারা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত।
তাঁদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। তাঁদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে নিজ নিজ অফিসে ব্যবহৃত পদ্ধতি বেশি কার্যকর।
২৯। উদ্দীপকে অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?
ক) ভার্চুয়াল রিয়ালিটি খ) বায়োমেট্রিকস
গ) বায়োইনফরমেটিকস ঘ) ন্যানোটেকনোলজি
৩০।
উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ. বো. ২০১৬]
ক) ফিঙ্গার প্রিন্ট খ) হ্যান্ড জিওমেট্রি গ) আইরিশ ও রেটিনা স্ক্যান ঘ) ফেইস রিকগনিশন
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেলেন সমুদ্রসৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
৩১। শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?
ক) আঙুলের ছাপ খ) মুখের গড়ন
গ) কণ্ঠস্বর
ঘ) রেটিনা
৩২। ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল— [সি.বো. ২০১৭]
i. দ্বি-মাত্রিক দৃশ্য ii. ত্রি-মাত্রিক দৃশ্য iii. কৃত্রিম জীবন্ত দৃশ্য
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. ঘ ৩২. গ।