ঢাকা, শুক্রবার ০১ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২, ০৬ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ০১ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২, ০৬ সফর ১৪৪৭
একাদশ-দ্বাদশ শ্রেণি : পাঠ প্রস্তুতি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থপনা দ্বিতীয় পত্র

  • মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ
অন্যান্য
অন্যান্য
শেয়ার
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থপনা দ্বিতীয় পত্র

ব্যবস্থাপনার ধারণা

উদ্দীপক : জনাব আকাশ আহমেদ ও জনাব রবিন চৌধুরী একটি ১০০% রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় কর্মরত। তাঁদের উভয়ের কাজকর্মের ওপর প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভরশীল। জনাব আকাশ আহেমদ প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা, পরিকল্পনা প্রণয়ন ও লক্ষ্য নির্ধারণের সঙ্গে জড়িত থাকেন। অন্যদিকে জনাব রবিন চৌধুরী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধীন কর্মীদের উপদেশ ও নির্দেশ দিয়ে থাকেন।

তিনিও (রবিন চৌধুরী) সময় সময় অর্পিত দায়িত্ব পালনের জন্য নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করে থাকেন।

ক) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?   ১

খ) ব্যবস্থাপনাচক্র বলতে কী বোঝায়?  ২

গ) উদ্দীপকে জনাব আকাশ আহমেদ ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? বর্ণনা করো।         ৩

ঘ) ‘সাংগঠনিক স্তর বিবেচনায় জনাব রবিন চৌধুরী সিদ্ধান্ত গ্রহণের চেয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে অধিকমাত্রায় সম্পৃক্ত’ তুমি কি এর সঙ্গে একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর : ক) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন ফ্রেডারিক উইনসলো টেইলর।

খ) সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপাদানগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ প্রভৃতি ধারাবাহিক কাজের সমষ্টি। এ কাজগুলো পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ও একে-অপরের পরিপূরক। ব্যবস্থাপনা কার্যাবলির এভাবে পর্যায়ক্রমে বা চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনাচক্র বলে।

ব্যবস্থাপনাচক্রে পরিকল্পনার কাজ দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়।

গ) উদ্দীপকে জনাব আকাশ আহমেদ ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের পদমর্যাদা অনুযায়ী সংগঠনকাঠামোকে যে স্তরে বিন্যাস করা হয় তাকে ব্যবস্থাপনা স্তর বলে। ব্যবস্থাপনার স্তরগুলো হলো, উচ্চ স্তর, মধ্যম স্তর ও নিম্ন স্তর। সংগঠনকাঠামোর যে স্তরে লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, পলিসি প্রণয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পাদন করা হয় তাকে উচ্চস্তরীয় ব্যবস্থাপনা বলে।

ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ প্রভৃতি ধারাবাহিক কাজের সমষ্টি। এ কাজগুলো পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ও একে-অপরের পরিপূরক। ব্যবস্থাপনা কার্যাবলির এভাবে পর্যায়ক্রমে বা চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনাচক্র বলে

উদ্দীপকে দেখা যায়, জনাব আকাশ আহমেদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে জড়িত, যা ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং বলা যায়, জনাব আকাশ আহমেদ ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত একজন ব্যবস্থাপক।

ঘ) উদ্দীপকে জনাব রবিন চৌধুরী সংগঠনে নিম্ন স্তরে কর্মরত একজন ব্যবস্থাপক। সংগঠনকাঠামোর সর্বনিম্ন স্তরকে নিম্নস্তরীয় ব্যবস্থাপনা বলে। এ স্তরের ব্যবস্থাপকরা সরাসরি মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের সঙ্গে সম্পর্কিত। এটি উচ্চস্তরীয় ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রমিক-কর্মীদের কার্যাবলি তদারক করে থাকে। উদ্দীপকের তথ্যানুযায়ী জনাব রবিন চৌধুরী প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধীন কর্মচারীদের উপদেশ ও নির্দেশ দিয়ে থাকেন। তাই তিনি সংগঠনের নিম্ন স্তরের ব্যবস্থাপক। নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিজ নিজ কর্মক্ষেত্রে নিজস্ব সহায়ক পরিকল্পনা প্রণয়ন করেন, যেখানে কিছু সিদ্ধান্ত গ্রহণের বিষয়ও জড়িত থাকে। তবে তাদের মূল লক্ষ্য থাকে উচ্চ ও নিম্ন স্তরের গৃহীত সিদ্ধান্ত বাস্তায়নে। উদ্দীপকে জনাব রবিন চৌধুরীর কাজ হচ্ছে কর্মচারীদের উপদেশ, নির্দেশ প্রদান ও সুষ্ঠু তদারকির মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়ন। যদিও তিনি মাঝে মাঝে অর্পিত দায়িত্ব পালনের জন্য নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করে সিদ্ধান্ত নেন।

সুতরাং উদ্দীপকের উল্লিখিত পরিস্থিতিতে বলা যায়, যেহেতু জনাব রবিন চৌধুরী একজন নিম্নস্তরের ব্যবস্থাপক, তাই তিনি সিদ্ধান্ত গ্রহণের চেয়ে ব্যবস্থাপনার উচ্চ ও মধ্যম স্তর কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে অধিক মাত্রায় সম্পৃক্ত।

 

বহু নির্বাচনী প্রশ্ন

১।   নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি?

     ক) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ খ) বিচ্যুতি কারণ নির্ণয়

     গ) আদর্শ মান প্রতিষ্ঠাঘ) কার্যফল পরিমাপ

২।   পরিকল্পনায় কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে?

     ক) নির্দেশনা   খ) নিয়ন্ত্রণ

     গ) নেতৃত্বে   ঘ) আলোচনা সাপেক্ষে

৩।   নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ পরিকল্পণা সংশোধনের সঙ্গে জড়িত?

     ক) মানদণ্ড পরিবর্তন  খ) কার্যফল পরিমাপ

     গ) বিচ্যুতির কারণ নির্ণয়     ঘ) কার্য সম্পাদনের তুলনা

৪।   বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত করাকে কী বলা হয়?

     ক) যোগাযোগ খ) সংগঠন

     গ) সমন্বয় সাধন     ঘ) নির্দেশনা

৫।   সমন্বয় সাধনের প্রধান উদ্দেশ্য কোনটি?

     ক) উৎপাদন বৃদ্ধি    খ) ব্যয় হ্রাস

     গ) নীতি বাস্তবায়ন    ঘ) ঐক্য স্থাপন

৬।   নিচের কোটি চঊজঞ-এর সম্প্রসারিত রূপ?

     ক) Performance Evaluation and Review Technique

     খ) Program Evaluation and Review Technique

     গ) Project Evaluation and Revenue Technique

     ঘ) Program Evaluation and Report Testing

৭।   নিচের কোন উৎস ব্যবহার করলে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের দরকার হয় না?

     ক) বিজ্ঞাপন   খ) আউটসোর্সিং

     গ) ট্রেড ইউনিয়ন     ঘ) লিজিং

৮।   সেনাবাহিনীতে কোন ধরনের সংগঠন বিদ্যমান?

     ক) মেট্রিক্স    খ) কমিটি

     গ) সরলরৈখিক ঘ) সরলরৈখিক ও উপদেষ্টা

    

     উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

    মোসাম্মাৎ শরীফা আক্তার, সহকারী প্রধান শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান
অঙ্কন : শেখ মানিক

একাদশ অধ্যায় : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য

বহু নির্বাচনী প্রশ্ন

১।        ক্রয়কৃত পণ্যের মূল্যের সঙ্গে যোগ করা হয় কোনটি? 

          ক. কমিশন        খ. বেতন              গ. ভাড়া             ঘ. কুলি খরচ  

২।        ক্রয়মূল্য নির্ধারণে নিম্নের কোন উপাদানটি বিবেচনা করতে হবে? 

          ক. বাড়িভাড়া      খ. ট্রাকভাড়া       
গ. দোকানভাড়া         ঘ. গুদামভাড়া 

৩।        ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয় উপযোগী করার খরচ এবং মুনাফা যোগ করে কোনটি নির্ণয় করা হয়? 

          ক. ক্রীত পণ্যের মোট ব্যয়  
খ. বিক্রীত পণ্যের মোট ব্যয়  
গ. বিক্রয়মূল্য ঘ. বিক্রয় ব্যয় 

৪।

       উৎপাদনপ্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালের
রূপান্তর ঘটিয়ে পণ্যের কী বৃদ্ধি করা হয়? 

          ক. উপযোগ       খ. চাহিদা               গ. জোগান          ঘ. দাম

৫।        প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনটি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

          ক. মূখ্য ব্যয়       খ. উৎপাদন ব্যয়          গ. রূপান্তর ব্যয়       ঘ. মোট খরচ  

৬।        বিক্রয়মূল্যে যোগ করা হয়      i. বীমা খরচ   ii. প্যাকিং খরচ           iii. বিক্রয় পরিবহন

  নিচের কোনটি সঠিক?

          ক. iii    খ. iiii           
গ.
iiiii       ঘ. i, iiiii

৭।        কেন ব্যবসাপ্রতিষ্ঠানের মোট ব্যয় ও একক ব্যয় নির্ণয় করতে হয়?

          ক. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করতে             খ. লাভ-ক্ষতি নির্ণয়ের প্রয়োজনে        

          গ. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণের জন্য       
ঘ. মজুদ পণ্যের মূল্য নির্ধারণের জন্য 

  উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :     

  জনাব মামুন চেয়ার তৈরির জন্য ২০,০০০ টাকার কাঠ ক্রয় করেন।

এ ছাড়া মজুরি বাবদ ৫,০০০ টাকা এবং কারখানার উপরিব্যয় ৩,০০০ টাকা প্রদান করেন। 

৮।        জনাব মামুনের মুখ্য ব্যয়ের পরিমাণ কত?

          ক. ২০,০০০ টাকা       খ. ৫,০০০ টাকা          গ. ৮,০০০ টাকা           ঘ. ২৫,০০০ টাকা

৯।        জনাব মামুনের রূপান্তর ব্যয়ের পরিমাণ কত?

          ক. ৮,০০০ টাকা    খ. ৫,০০০ টাকা        গ. ৩,০০০ টাকা       ঘ. ২০,০০০ টাকা 

১০।

      প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয় = কী? 

          ক. রূপান্তর ব্যয়         খ. উৎপাদন ব্যয়      গ. মুখ্য ব্যয়        ঘ. মোট ব্যয়  

১১।       মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় = কী? 

          ক. রূপান্তর ব্যয়     খ. মোট ব্যয়        
গ. বিক্রয়মূল্য      ঘ. উৎপাদন ব্যয়  

১২।       কোনটি বিক্রয়মূল্য? 

          ক. মোট আয় + লাভ   
খ. মোট ব্যয় + মুনাফা    
গ. নিট ক্রয়মূল্য + লাভ    
ঘ. নিট আয় + মুনাফা 

১৩।       একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালের ব্যয় ৬০,০০০ টাকা, শ্রমিকের মজুরি ৫০,০০০ টাকা, কারখানার বিদ্যুৎ    

      খরচ  ১০,০০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত?

          ক. ১,২০,০০০ টাকা      
খ. ১,১০,০০০ টাকা      
গ. ৭০,০০০ টাকা    
ঘ. ৬০,০০০ টাকা  

১৪।       প্রত্যক্ষ কাঁচামাল সাধারণত

          i. মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় 
ii. সরাসরি উৎপাদন ব্যয় হিসাবে চিহ্নিত হয়
iii. পণ্যের প্রধান উপাদান হিসাবে চিহ্নিত হয় 

         নিচের কোনটি সঠিক?

          ক. iii         খ. iiiii             গ. iiii          ঘ. i, iiiii 

১৫।

      উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যায়?

          ক. মোট ব্যয়       খ. কারখানা ব্যয়       গ. মুখ্য ব্যয়    
ঘ. বিক্রীত পণ্যের ব্যয়

 

    উত্তর : ১. ঘ ২. খ ৩. গ ৪. ক ৫. খ
৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ
১২. খ ১৩. ঘ  ১৪. ঘ ১৫. ক।

মন্তব্য

ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    শিকদার মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ, নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর
শেয়ার
ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। ছবি : সংগৃহীত

পঞ্চম অধ্যায় : বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

বহু নির্বাচনী প্রশ্ন

১।        একটি রাষ্ট্রের কয়টি উপাদান রয়েছে?

  ক. ২টি   খ. ৩টি

  গ. ৪টি   ঘ. ৫টি

২।        রাষ্ট্রের প্রাণ বলা হয় কোন উপাদানকে?

  ক. ভূখণ্ড  খ. জনসমষ্টি

  গ. সরকার ঘ. সার্বভৌমত্ব

৩।        সান ম্যারিনো নামক ছোট দেশের জনসংখ্যা কত?

  ক. ৩৩ হাজার ৮৬০

  খ. ১ কোটি ৪১ লাখ

  গ. ৬৯৩ বর্গকিলোমিটার

  ঘ. ০.১৮ বর্গকিলোমিটার

৪।

       একটি দেশের ভূখণ্ড সম্পর্কে সঠিক তথ্য হলো

  i. এটি জল, স্থল ও তার উপরিস্থিত আকাশসীমাকে বোঝায়।

  ii. ভূখণ্ডের আয়তন কম বা বেশি হতে পারে।

  iii. সিঙ্গাপুর একটি ক্ষুদ্র আয়তনের রাষ্ট্র।

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

৫।

       রাষ্ট্রের সব কাজ পরিচালিত হয় কার মাধ্যমে?

  ক. জনগণের  খ. বিচারকের

  গ. সরকারের  ঘ. সেনাপতির

৬।        কোন ক্ষমতার বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যেকোনো নির্দেশ দিতে পারে?

  ক. সামরিক ক্ষমতা  খ. অর্থনৈতিক ক্ষমতা

  গ. রাজনৈতিক ক্ষমতা

  ঘ. সার্বভৌম ক্ষমতা

৭।        বাংলাদেশ কত সালে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?

  ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

  খ. ১৯৭১ সালের ২৫ মার্চ

  গ. ১৯৭২ সালের ২৬ মার্চ

  ঘ. ১৯৪৮ সালের ২১ ফেব্রুয়ারি

৮।        ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?

  ক. প্রায় ১৬ কোটি

  খ. ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১

  গ. প্রায় ১৭ কোটি

  ঘ. ১৫ কোটি ৭৯ লাখ ২০ হাজার

৯।

       জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল রাষ্ট্র?

  ক. ৬ষ্ঠ      খ. ৭ম      গ. ৮ম      ঘ. ৯ম

১০।       বাংলাদেশের ভূখণ্ড সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো

  i. এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রয়েছে।

  ii. এর আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।

  iii. এটি অসংখ্য নদ-নদী, হাওর-বিল ও পাহাড়-পর্বত নিয়ে গঠিত।

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  জনাব রফিক তাঁর পরিবারের সঙ্গে থাইল্যান্ডে বাস করেন।

তাঁর সন্তান থাইল্যান্ডে জন্মগ্রহণ করে এবং সে থাইল্যান্ডেরই নাগরিকত্ব লাভ করে।

১১।       জনাব রফিকের সন্তানের নাগরিকত্ব লাভের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য হয়েছে?

  ক. জন্মসূত্র নীতি   
খ. জন্মস্থান নীতি

  গ. অনুমোদনসূত্রে নীতি

  ঘ. দ্বৈত নাগরিকত্ব নীতি

১২।       জনাব রফিকের সন্তানের নাগরিকত্ব লাভের ক্ষেত্রে যে নীতিটি প্রযোজ্য, সে সম্পর্কে বলা যায়

  i. এটি জন্মস্থানের ওপর নির্ভরশীল।

  ii. পৃথিবীর বেশির ভাগ দেশ এটি অনুসরণ করে না।

  iii. মা-বাবার নাগরিকত্ব এখানে মুখ্য নয়।

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

১৩।       বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্রের প্রতি কেমন মনোভাব পোষণ করে না?

  ক. সহনশীলতা খ. আনুগত্য

  গ. সহযোগিতা ঘ. সমর্থন

১৪।       নাগরিকত্ব লাভের প্রধান উপায় কয়টি?

  ক. ১টি   খ. ২টি

  গ. ৩টি   ঘ. ৪টি

১৫।       জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কয়টি?

  ক. ১টি   খ. ২টি

  গ. ৩টি   ঘ. ৪টি

১৬।       জন্মসূত্র নীতি সম্পর্কিত সঠিক উক্তি হলো

  i. মা-বাবা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে।

  ii. সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও মা-বাবার দেশের নাগরিক হবে।

  iii. পৃথিবীর বেশির ভাগ দেশ এই নীতি অনুসরণ করে।

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

১৭।       মার্কিন যুক্তরাষ্ট্র কোন নীতি অনুসরণ করে?

  ক. জন্মস্থান নীতি    খ. জন্মসূত্র নীতি

  গ. অনুমোদনসূত্রে নীতি

  ঘ. দ্বৈত নাগরিকত্ব নীতি

১৮।       অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভের জন্য কয়টি শর্তের কথা পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে?

  ক. ৭টি   খ. ৮টি

  গ. ৯টি   ঘ. ১০টি

১৯।       একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে কী বলা হয়?

  ক. বিদেশি খ. অনুমোদনসূত্রে নাগরিক

  গ. দ্বৈত নাগরিকত্ব   ঘ. জন্মসূত্রে নাগরিক

২০।       আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে?

  ক. সরকার খ. রাষ্ট্রপতি

  গ. জনগণ ঘ. সামরিক বাহিনী

  নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অনেক মানুষ তাদের ঘরবাড়ি ও সম্পদ হারিয়েছে। সরকার ও বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে।

২১।       উদ্দীপকে উল্লিখিত ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের কোন ক্ষেত্রে প্রভাব ফেলেছে?

  ক. সামাজিক  খ. অর্থনৈতিক

  গ. পরিবেশগত ঘ. ওপরের সব কটিই

২২।       উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত?

  i. ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা।

  ii. দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।

  iii. আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া।

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

২৩।       নাগরিকের অন্যতম দায়িত্ব কোনটি?

  ক. ব্যবসা-বাণিজ্য করা

  খ. নিয়মিত কর প্রদান করা

  গ. খেলাধুলা করা

  ঘ. বিদেশে বসবাস করা

২৪।       একটি রাষ্ট্র গঠিত হওয়ার জন্য কোনটি প্রয়োজন?

  i. নির্দিষ্ট ভূখণ্ড ii. বিশাল জনগোষ্ঠী

  iii. নির্বাচিত সরকার

  ক. iii খ. iiii

  গ. iiiii   ঘ. i, iiiii

২৫। প্রাচীনকালে রাষ্ট্রের ধারণা কিসের ব্যবস্থা থেকে উৎপত্তি হয়েছে?

  ক. গোত্র  খ. পরিবার

  গ. নগর রাষ্ট্র  ঘ. সাম্রাজ্য

 

  উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক
৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ
১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. গ।

 

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : ইংরেজি

    সুবর্ণা অধিকারী, অধ্যক্ষ, দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা
শেয়ার
পঞ্চম শ্রেণি : ইংরেজি

Unit-14

Lessons: 1-6

1. Fill in the gaps with the best word from the box below. There are extra words which you need not use.

victory

behind

happy

agreed

within

angry

s teady

 

(a)                   The tortoise was not fast but           .

(b)                  The tortoise was            when he heard the words of the hare.

(c)                   A hare was walking            a forest.

(d)                  After a few minutes, the tortoise was far
          .

(e)                   The hare was confident of his           .

 

     Answer
(a) steadily        (b) angry 
(c) within  (d) behind 
(e) fort

 

2. Write T for True and F for False statement.

(a)                   The hare lived in a forest.

(b)                  The tortoise felt angry with the hare

(c)                   The hare wanted to have a race first.

(d)                  Other animals came to watch the race.

(e)                   The hare took rest during the race.

(f)                   Slow but steady wins the race.

(g)                  The hare walked continuously.

(h)                  The hare was faster than any other animal in the forest.

(i) The hare used to laugh at the tortoise.

(j) The race started from the bank of a river.

(k)                  The hare defeated the tortoise in the competition.

(l) The tortoise was the winner of the race.


Answer

     (a) True      (b) True                                                 (c) False         (d) True       (e) Truc       (f) Truc
(g) False     (h) True                                                 (i) True          (j) False       (k) False      (1) True

 

3. Answer the following questions in sentence(s).

(a)                   Where was the hare walking?

(b)                  Why did the hare laugh at the tortoise?

(c)                   Who proposed to run a race?

(d)                  Who won the race? How did he win it?

(e)                   What is the moral of the story?

(f)                   Why did the hare call out the tortoise to hurry up?

(g)                  Where was the hare asleep?

(h)                  What did the hare see when he woke up from sleep?

 (i)                  Why was the tortoise angry?

 (j)                  How did the tortoise win the race? Write in two sentences.
 

     Answer

(a)                   The hare was walking in the forest.

(b)                  The hare laughed at the tortoise because the tortoise was moving very slowly.

(c)                   The tortoise proposed to run a race.

(d)                  The tortoise won the race. He walked steadily on and on. He did not stop anywhere, and thus, he won the race.

(e)                   Slow but steady wins the race is the moral of the story.

(f)                   The hare called out the tortoise to hurry up to insult him as he could not run fast.

(g)                  The hare was asleep under a tree.

(h)                  When the hare woke up from sleep, he saw that the tortoise was near the finishing line.

(i)                   The tortoise was angry because the hare laughed at him.

(j) The tortoise was slow but steady. He won the race by walking steadily, on and on.

 

4. Write at least five sentences about ‘A race between a hare and a tortoise’ (Remember to use capital letters, Punctuation marks and correct spelling.)

 

     Answer

     A race between a hare and a tortoise

     One day, a hare and a tortoise agreed to start a competition. The hare ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, “The tortoise is very far behind. I have time for a nap!” Soon the hare was asleep under a tree. The tortoise walked steadily, on and on. He didn’t stop. When he finally woke up, he looked at the finish line. Tortoise was almost at the finishing line! The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition! The tortoise looked back at the hare and smiled.

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র
ত্রিফলা (আমলকী, বহেড়া ও হরীতকী)। ছবি : সংগৃহীত

জ্ঞানমূলক প্রশ্ন

১।        হাড়ের গুঁড়া কোন পুষ্টি উপাদানের উৎস?

  উত্তর : হাড়ের গুঁড়া ফসফরাসের উৎস।

২।        খাসি কাকে বলে?

  উত্তর : খোঁজা করা প্রজনন শক্তিহীন পুরুষ ছাগলকে খাসি বলা হয়।

৩।        নাইলোটিকার আদি আবাস কোথায়?

  উত্তর : নাইলোটিকার আদি আবাস আফ্রিকা মহাদেশ।

৪।        আধুনিক মাছ চাষ পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়?

  উত্তর : আধুনিক মাছ চাষ পদ্ধতিকে পাঁচ ভাগে ভাগ করা যায়।

যথা—
i. স্থান ও আবাস
ii. নিবিড়তা
iii. মিশ্র পদ্ধতিতে চাষ
iv. প্রজাতির সংখ্যা
v. চাষের পর্যায়।

৫।        মাছের ব্যাকটেরিয়াজনিত দুটি রোগের নাম লেখো?

  উত্তর : মাছের ব্যাকটেরিয়াজনিত দুটি রোগের নাম হলো—
i. সাদা দাগ রোগ ও ii. পেট ফোলা রোগ। 

৬।

       বাংলাদেশে সামুদ্রিক চিংড়ি প্রজাতির সংখ্যা কত?

  উত্তর : বাংলাদেশে ৩৬ ধরনের সামুদ্রিক চিংড়ি প্রজাতি পাওয়া যায়।

৭।        ‘ডো’ কী

  উত্তর : বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে ‘ডো’ বলে।

৮।        দুধ সংরক্ষণ কাকে বলে?

  উত্তর : নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত দুধকে খাদ্য হিসেবে উপযোগী রাখতে পচনমুক্ত রাখার প্রক্রিয়াকে দুধ সংরক্ষণ বলে।

৯।        বিশ্ব খাদ্য সংস্থার মতে, মাছের সংজ্ঞা দাও।

  উত্তর : বিশ্ব খাদ্য সংস্থার মতে, মাছ ঠাণ্ডা রক্তবিশিষ্ট জলজ প্রাণী, যা ফুলকার সাহায্যে শ্বাস নেয়।

১০।       পুলেট কী?

  উত্তর : এক বছরের কম বয়সের স্ত্রী মুরগিকে পুলেট বলে।

১১।       পোলট্রি কী?

  উত্তর : যেসব পাখি মানুষের তত্ত্বাবধানে লালিত-পালিত হয়ে পোষ মানে, বংশবিস্তার করে এবং অর্থনৈতিকভাবে মানুষের উপকারে আসে সেগুলোকে পোলট্রি বলে।

১২।       কোচিন কী?

  উত্তর : কোচিন হলো মাংস উৎপাদনের বিখ্যাত একটি মুরগির জাত, যাদের উৎপত্তিস্থল চীনে। 

১৩।       লেয়ার মুরগি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম দেয়?

  উত্তর : লেয়ার মুরগি সাধারণত ১০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম দেয়।

১৪।       ককরেল কী?

  উত্তর : এক বছরের কম বয়সের বাড়ন্ত পুরুষ মুরগিকে ককরেল বলে।

১৫।       জীববৈচিত্র্য কী?

  উত্তর : বিভিন্ন প্রকার প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের প্রাকৃতিক উপস্থিতি, বিস্তৃতি, আনুপাতিক ও পারস্পরিক সহাবস্থান হলো জীববৈচিত্র্য।

১৬।       প্রচলিত বনায়ন কী?

  উত্তর : যে বনায়নে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে না এবং সরকার নির্ধারিত এলাকায় বনায়ন করাই হলো প্রচলিত বনায়ন। 

১৭।       বাণিজ্যিক খামার কী?

  উত্তর : যে খামার মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক খামার বলে।

১৮।       বন কাকে বলে?

  উত্তর : লতা, গুল্ম ও ছোট-বড় গাছপালায় আচ্ছাদিত আদি, ব্যাপক ও নিরবচ্ছিন্ন এলাকাই হলো বন। 

১৯।       প্রুনিং কী?

  উত্তর : নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো গাছের অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে প্রুনিং বলে।

২০।       চিরসবুজ বন কী?

  উত্তর : যে গাছের পাতা একসঙ্গে ঝরে পড়ে না, তা-ই চিরসবুজ বন।

২১।       সামাজিক বনায়নের প্রধান উপকারভোগী কারা?

  উত্তর : সামাজিক বনায়নের প্রধান উপকারভোগী হলো বনায়ন সংশ্লিষ্ট এলাকার কৃষক, দুস্থ মহিলা, বৃত্তহীন মহিলা তথা গ্রামের দরিদ্র জনগণ।

২২।       বাকলিং কাকে বলে?

  উত্তর : অপ্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলকে বাকলিং বলে।

২৩।       বনায়ন কী?

  উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণই বনায়ন।

২৪।       কৃত্রিম বন কাকে বলে?

  উত্তর : মানুষের দ্বারা সৃষ্ট বনকে কৃত্রিম বন বলে।

২৫।       লেয়ার মুরগি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম দেয়?

  উত্তর : লেয়ার মুরগি ১০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম দেয়।

২৬।       গরুর সংকর জাত কী?

  উত্তর : এক জাতের ষাঁড়ের সঙ্গে ভিন্ন জাতের বকনা বা গাভির মিশ্রণে যে গরু উৎপাদিত হয়, সেই গরুর জাতকে সংকর জাত বলে।

২৭।       পাস্তুরাইজেশন বলতে কী বোঝো?

  উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় তাপ দিয়ে দুধে অবস্থিত ক্ষতিকর জীবাণুগুলো ধ্বংস করার প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলে।

২৮।       বাংলাদেশে কয় পদ্ধতিতে ছাগল পালন করা হয়?

  উত্তর : বাংলাদেশে তিন পদ্ধতিতে ছাগল পালন করা হয়। যথা—

    i. প্রচলিত পদ্ধতি
    ii.. আবদ্ধ পদ্ধতি
    iii. অর্ধ-আবদ্ধ পদ্ধতি।

২৯।       খাদ্য কাকে বলে?

  উত্তর: ক্ষুধা নিবৃত্তির জন্য যেসব খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ও তাপশক্তি উৎপাদিত হয় তাকে খাদ্য বলে।

৩০।       ত্রিফলা কী?

  উত্তর : আমলকী, বহেড়া ও হরীতকী একত্রে ত্রিফলা নামে পরিচিত।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ