১০। ট্রেজারি বিল কী?
উত্তর : সরকারের স্বল্পমেয়াদি অর্থের প্রয়োজন মেটানোর জন্য অবহারে যে দলিল ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে তাকে ট্রেজারি বিল বলে।
১১। আর্থিক বাজার কী?
উত্তর : যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ (ট্রেজারি বিল, শেয়ার, বন্ড ইত্যাদি) কেনাবেচা করা হয় তাকে আর্থিক বাজার বলে।
১২। মূলধন বা পুঁজিবাজার কী?
উত্তর : যে বাজারে এক বছরের অধিক অর্থাৎ দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ (শেয়ার, বন্ড ইত্যাদি) কেনাবেচা করা হয় তাকে মূলধন বা পুঁজিবাজার বলে।
১৩। অর্থ বা মুদ্রাবাজার কী?
উত্তর : যে বাজারে এক বছর বা কম অর্থাৎ স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র ইত্যাদি কেনাবেচা করা হয় তাকে অর্থ বা মুদ্রাবাজার বলে।
১৪। বাণিজ্যিক পত্র কী?
উত্তর : বাজারে যথেষ্ট সুনাম রয়েছে এমন কম্পানিগুলো স্বল্পমেয়াদি তহবিলের জন্য অবহারে যে জামানতবিহীন দলিল ইস্যুর মাধ্যমে ঋণ গ্রহণ করে তাকে বাণিজ্যিক পত্র বলে।
১৫। অর্থের সময়মূল্য কী?
উত্তর : সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে।
১৬। বার্ষিক বৃত্তি কী?
উত্তর : নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের জমা দেওয়া হলে বা পাওয়া গেলে তাকে বার্ষিক বৃত্তি বলে।
১৭। কার্যকরী সুদের হার কী?
উত্তর : ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাই কার্যকরী সুদের হার।
১৮। বাট্টাকরণ কী?
উত্তর : ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের কৌশলই হলো বাট্টাকরণ।
১৯। চক্রবৃদ্ধিকরণ কী?
উত্তর : চক্রবৃদ্ধিকরণ হলো এমন একটি প্রক্রিয়া, যার সাহায্যে সুদ আসলের ওপর সুদ হিসাব করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়।
২০। বিধি ৭২ কী?
উত্তর : বিধি ৭২ হচ্ছে এমন একটি কৌশল, যার মাধ্যমে একটি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত সময়ে বা কত হারে দ্বিগুণ হবে তা বের করা হয়।
২১। বিধি ৬৯ কী?
উত্তর : বিধি ৬৯ এমন একটি কৌশল, যার মাধ্যমে একটি টাকা অর্ধবার্ষিক/অবিরত চক্রবৃদ্ধি সুদে কত সময়ে বা কত হারে দ্বিগুণ হবে তা বের করা হয়।
২২। আর্থিক বিশ্লেষণ কী?
উত্তর : আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সফলতা বা দুর্বলতা অনুসন্ধান করাকে আর্থিক বিশ্লেষণ বলা হয়।
২৩। নগদ প্রবাহ বিবরণী কী?
উত্তর : যে বিবরণীতে কোনো কম্পানির পরিচালন কার্যাবলি, বিনিয়োগ কার্যাবলি ও অর্থায়ন কার্যাবলির ফলে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ দেখানো হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।
২৪। ফ্রি নগদ প্রবাহ কী?
উত্তর : পরিচালন কার্যাবলি থেকে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে চলতি ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর যে অর্থ অবশিষ্ট থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে।
২৫। দত্তাংশ বা অনুদান প্রান্ত কী?
উত্তর : বিক্রয়মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে যা থাকে তাকে দত্তাংশ বা অনুদান প্রান্ত বলে।
২৬। সমচ্ছেদ বিন্দু বা BEP কী?
উত্তর : ব্রেক-ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু হলো বিক্রয়ের এমন একটি পরিমাণ, যেখানে কম্পানির লাভও হবে না, আবার ক্ষতিও হবে না। অর্থাৎ মোট বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হবে।
২৬। নিরাপত্তা প্রান্ত কী?
উত্তর : ব্রেক-ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রি যে পরিমাণ বেশি হয় তা হলো নিরাপত্তা প্রান্ত।
২৭। অনুপাত বিশ্লেষণ কী?
উত্তর : যেকোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক অনুপাত নির্ণয়, এর ব্যাখ্যা ও বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলে।
২৮। চলতি অনুপাত কী?
উত্তর : চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাতই হলো চলতি অনুপাত।
২৯। স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
উত্তর : এক বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ বা তহবিল সংগৃহীত হয় তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলে।
৩০। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী?
উত্তর : যে ধরনের অর্থায়ন স্বাভাবিক ব্যবসায় কার্যক্রম (ব্যবসায় ঋণ, ক্রেতাদের কাছ থেকে অগ্রিম ও বকেয়া খরচ) থেকে উদ্ভব হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয়।
৩১। ব্যবসায় ঋণ কী?
উত্তর : পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে বাকিতে পণ্য কেনাবেচার মাধ্যমে সৃষ্ট ঋণকে ব্যবসায় ঋণ বলে।
৩২। মিতব্যয়ী ক্রয়াদেশ/ফরমায়েশ পরিমাণ (EOQ) কী?
উত্তর : একবারে যে পরিমাণ পণ্যের ফরমায়েশ দিলে বহন খরচ ও ফরমায়েশ খরচের সমষ্টি সর্বনিম্ন থাকে তাকে মিতব্যয়ী ক্রয়াদেশ/ফরমায়েশ পরিমাণ (EOQ) বলে।
৩৩। পুনঃ ফরমায়েশ স্তর/বিন্দু কী?
উত্তর : যে পরিমাণ মজুদ পণ্য থাকতেই পুনরায় ক্রয়াদেশ দিতে হয় তাকে পুনঃফরমায়েশ স্তর/বিন্দু বলে।
৩৪। লিড টাইম কী?
উত্তর : লিড টাইম হলো কোনো পণ্যের ক্রয়াদেশ দেওয়ার তারিখ থেকে গুদামে পণ্য পৌঁছাতে যে সময় লাগে।
৩৫। করপোরেট বন্ড কী?
উত্তর : বিভিন্ন কম্পানি বা করপোরেশন তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য যখন বন্ড ইস্যু করে তখন তাকে করপোরেট বন্ড বলে।
৩৬। ট্রেজারি বন্ড কী?
উত্তর : সরকার কর্তৃক দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ইস্যুকৃত বন্ডকে বলে ট্রেজারি বন্ড।
৩৭। জিরো কুপন বন্ড কী?
উত্তর : যে বন্ডের লিখিত মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম থাকে এবং এর বিপরীতে কোনো সুদ প্রদান করা হয় না, তাকে জিরো কুপন বন্ড বলে।
৩৮। জাংক বন্ড কী?
উত্তর : যে বন্ডে অধিক ঝুঁকি ও অধিক আয়ের সম্ভাবনা থাকে, তাকে জাঙ্ক বন্ড বলে।
৩৯। ঋণপত্র কী?
উত্তর : দীর্ঘমেয়াদি জামানতবিহীন ঋণের দলিল হলো ঋণপত্র।
৪০। ইল্ড টু ম্যাচুরিটি বা YTM কী?
উত্তর : একজন বিনিয়োগকারী একটি বন্ডের মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখার পরে যে আয় হয় তাকে ইল্ড টু ম্যাচুরিটি বা সংক্ষেপে YTM বলে।
৪১। বন্ড ইন্ডেঞ্চার কী?
উত্তর : বন্ড ইন্ডেঞ্চার হলো একটি আইনগত দলিল, যা বন্ডহোল্ডার ও কম্পানির দায়িত্ব ও কর্তব্য নির্দেশ করে।
৪২। কল প্রভিশন কী?
উত্তর : কল প্রভিশন বন্ড ইস্যুকারী কম্পানিকে বন্ডের মেয়াদপূর্তির পূর্বে কল করার বা বন্ডের টাকা ফেরত দেওয়ার অধিকার দেয়।
৪৩। মূলধন ব্যয় কী?
উত্তর : প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিলের খরচ মেটানোর জন্য যে ন্যূনতম হারে প্রতিষ্ঠানকে আয় করতে হয় তাকে মূলধন ব্যয় বলে।
৪৪। কাম্য মূলধনকাঠামো কী?
উত্তর : কাম্য মূলধনকাঠামো বলতে এমন একটি মূলধনকাঠামোকে বুঝায়, যেখানে ফার্মের মূলধন ব্যয় সর্বনিম্ন ও ফার্মের মূল্য সর্বোচ্চ হয়।
৪৫। উত্তরণ ব্যয় কী?
উত্তর : যৌথ মূলধনী কম্পানির শেয়ার ও ঋণপত্র ইস্যু/বিক্রয়ের জন্য যে ব্যয় হয় তাকে উত্তরণ ব্যয় বলে।
৪৬। সুযোগ ব্যয় কী?
উত্তর : একাধিক প্রকল্প থেকে একটি প্রকল্প নির্বাচনের কারণে অন্যান্য প্রকল্পের সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হওয়াকে সুযোগ ব্যয় বলে।
৪৭। সংরক্ষিত আয় কী?
উত্তর : মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে প্রদান না করে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলে।
৪৮। WACC এর পূর্ণরূপ কী?
উত্তর : WACC-এর পূর্ণরূপ Weighted Average Cost of Capital
৪৯। মূলধন বাজেটিং কী?
উত্তর : একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।
৫০। মূলধন রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ কী?
উত্তর : মূলধনের অপর্যাপ্ততার কারণে প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে লাভজনক প্রকল্পে মূলধন বিনিয়োগকে মূলধন রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ বলে।
৫১। স্বাধীন প্রকল্প কী?
উত্তর : স্বাধীন প্রকল্প হলো সেই সব প্রকল্প, যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সঙ্গে সম্পর্কিত নয় বা স্বাধীন।
৫২। পরস্পর বর্জনশীল প্রকল্প কী?
উত্তর : পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই সব প্রকল্প, যেগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে অর্থাৎ একটি গ্রহণ করা হলে অন্য প্রকল্পটি অবশ্যই বাতিল হবে।
৫৩। আন্তঃ আয়ের হার কী?
উত্তর : যে বাট্টার হারে একটি প্রকল্পের নিট বর্তমান মূল্য শূন্য হয় তাকে আন্তঃ আয়ের হার বলে।
৫৪। অনিশ্চয়তা কী?
উত্তর : ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে।
৫৫। ঝুঁকি কী?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান বা বিশেষ কোনো প্রকল্পের প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের পরিবর্তনশীলতাই ঝুঁকি।
৫৬। পোর্টফোলিও কী?
উত্তর : ঝুঁকি কমানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সম্পদে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী যে বিনিয়োগকৃত সম্পদের সমষ্টি গড়ে তোলেন তাই হচ্ছে পোর্টফোলিও।
৫৭। একক ঝুঁকি কী?
উত্তর : কোনো বিনিয়োগকারী যখন একটি মাত্র কম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন যে ঝুঁকি বহন করতে হয় তাকে বলা হয় একক ঝুঁকি।
৫৮। পোর্টফোলিও ঝুঁকি কী?
উত্তর : কোনো বিনিয়োগকারী যখন একাধিক কম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন যে ঝুঁকি বহন করতে হয় তাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি।
৫৯। ঝুঁকিমুক্ত আয়ের হার কী?
উত্তর : ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে যা আয় হয় তাকে ঝুঁকিমুক্ত আয়ের হার বলে।
৬০। আর্থিক ঝুঁকি কী?
উত্তর : দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার পর তা পরিশোধের যে অনিশ্চয়তা সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে।