অ্যাডোনিন ও গুয়ানিনকে কী বলে?
ক) পিউরিন
খ) পাইরিমিডিন
গ) থায়ামিন
ঘ) সাইটোসিন
১৮। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কত ধরনের?
ক) এক ধরনের
খ) দুই ধরনের
গ) তিন ধরনের
ঘ) চার ধরনের
১৯। উদ্দীপকে শিমগাছের শিকড়ে বসবাসকারী জীবটি কী ধরনের?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) প্রোটোজোয়া
২০। GMO-এর ধাপ কোনটি?
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১) নাসারন্ধ্র →২) গলবিলম
৩) ? → ৪) ? → ৫) ?
৬) ফুসফুস → ৭) মধ্যচ্ছদা
২১। অঙ্গগুলো কিসের?
ক) পরিপাকতন্ত্রের
খ) শ্বসনতন্ত্রের
গ) স্নায়ুতন্ত্রের
ঘ) সংবহনতন্ত্রের
২২। উদ্দীপকের ধারার ৩ নম্বর অঙ্গের নাম কী?
ক) স্বরযন্ত্র
খ) শ্বাসনালি
গ) ব্রঙ্কিস
ঘ) বায়ুথলি
২৩। আদর্শ খাদ্য পিরামিডের সর্বোচ্চ স্তরে কোনটি থাকা উচিত?
ক) আমিষ
খ) শর্করা
গ) স্নেহ
ঘ) খনিজ লবণ
২৪। ম্যাক্রো মৌল কোনগুলো?
ক) N, S, Ca, Cu
খ) B, Ca, Fe
গ) Ca, C, B, Cl
ঘ) N, Ca, S, O
২৫। কোনটি হাইড্রোফিলিক পদার্থ?
ক) লিগনিন
খ) জিলাটিন, সেলুলোজ
গ) ট্যানিন
ঘ) কাইটিন
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ
২১. খ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. খ।
সৃজনশীল প্রশ্ন (মান ৫০)
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)
১।

ক) নিউরন কী?
খ) আদিকোষ বলতে কী বোঝায়?
গ) A বিভাজনের যে ধাপে ক্রমোজমগুলো কোসের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে তা চিত্রসহ বর্ণনা করো।
ঘ) জীবে B বিভাজন না ঘটায় কিরূপ ফলাফল হয়? ব্যাখ্যা করো।
২। CO2 + আত্তীকরণ শক্তি বিজারিত
→ শর্করা
ক) জৈব মুদ্রা কী?
খ) C4 গতিপথ ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের আলোকে শর্করা তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো।
ঘ) ‘উদ্দীপকে সংশ্লিষ্ট প্রক্রিয়াটি জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া’ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
৩। প্যারেনকাইমা ►
কোলেনকাইমা ►
স্ক্লেরেনকাইমা
ক) জিন কী?
খ) প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বোঝো?
গ) উপরোক্ত টিস্যুগুলোর সঙ্গে ভাজক টিস্যুর কী পার্থক্য বিদ্যমান?
ঘ) উপরোক্ত টিস্যুগুলোর কোনগুলো সাধারণত খাদ্য ও পানি পরিবহন করে এবং উক্ত টিস্যুগুলোর অনুপস্থিতিতে উদ্ভিদদেহে কী ঘটতে পারে বলে তুমি মনে করো।
৪।

চিত্র : ক চিত্র : খ
ক) ইন্টারফেজ কী?
খ) এলিলেপসি বলতে কী বোঝো?
গ) উদ্দীপকের চিত্র ‘ক’ দ্বারা যে অঙ্গটি গঠিত হয় তার গঠন ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের চিত্র ‘খ’ দ্বারা যে অঙ্গটি গঠিত হয় তা বিকল হলে করণীয় উপায় বিশ্লেষণ করো।
৫।

ক) ট্রাকিয়া বলতে কী বোঝো?
খ) Rh ফ্যাক্টর বলতে কী বোঝো?
গ) উদ্দীপকে উল্লিখিত চিত্রের A চিহ্নিত অঙ্গে আক্রান্ত রোগের কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে A চিহ্নিত অঙ্গটি O2 ও CO2 বিনিময়ে প্রত্যক্ষভাবে জড়িত—তা বিশ্লেষণ করো।
৬। জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন, দুজন বিজ্ঞানী ১৯৫৩ সালে একটি দ্বিসূত্র অণুর গঠনের বর্ণনা দেন। এটি কিছু রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। তাঁরা ১৯৫৬ সালে উক্ত অণুর সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়ার ব্যাখ্যা দেন।
ক) জৈব বিবর্তন কী?
খ) জোজোবা কেন ব্যবহূত হয়?
গ) উদ্দীপকে উল্লিখিত অণুর গঠন ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত অণুটি কিভাবে সংখ্যা বৃদ্ধি করে বর্ণনা করো।
৭। বাস্তুসংস্থানের খাদ্যশৃঙ্খলের মধ্যে পারস্পরিক সম্পর্কিত থাকে। এদের শক্তিপ্রবাহ একমুখী; কিন্তু পুষ্টিপ্রবাহ চক্রাকার।
ক) ট্রফিক লেভেল কী?
খ) কমেনসেলিজম বলতে কী বোঝো?
গ) বাস্তুসংস্থানের বিভিন্ন ধরনের খাদ্যশৃঙ্খলের ব্যাখ্যা করো।
ঘ) বাস্তুসংস্থানের শক্তিপ্রবাহ একমুখী; কিন্তু পুষ্টিপ্রবাহ চক্রাকার—উক্তিটি ব্যাখ্যা করো।
৮।

ক) GMO কী?
খ) সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কী বোঝায়?
গ) চিত্র B-এর পরবর্তী ধাপগুলো ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নের উত্তর
১। ক) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ।
খ) যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং নিউক্লিও বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে তাকে আদি কোষ বলে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ও এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। যেমন—নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া।
২। ক) ফটোফসফোরাইজেশন প্রক্রিয়ায় উত্পন্ন ATP-B হলো জৈব মুদ্রা, যা শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে।
খ) অস্ট্রেলীয় বিজ্ঞানী M D Hatch & C R Slack ১৯৬৬ সালে CO2 বিজারণের একটি গতিপথ আবিষ্কার করেন। সেটিই C4 গতিপথ। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো ৪ কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড এবং ফসফোইনোল পাইরুভিক এসিড হলো CO2 এর প্রথম গ্রাহক।
৩। ক) জিন হলো জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য বহনকারী একক।
ক) প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বুঝায়। হঠাত্ করে আঙুলে সুঁচ ফুটলে অথবা হাতে গরম কিছু পড়লে আমরা দ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নিই। এটি প্রতিবর্তী ক্রিয়ার ফল। প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুম্মা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৪। ক) কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষের পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী যে দশায় নিউক্লিয়াস প্রস্তুতিমূলক কার্যসম্পন্ন করে তাই ইন্টারফেজ।
ক) এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ, যাতে আক্রান্ত ব্যক্তির শরীর খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে। অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে। এই রোগকে মৃগী রোগও বলা হয়।

৫। ক) ট্রাকিয়া হলো খাদ্যনালির সম্মুখে অবস্থিত একটি ফাঁপা নল।
খ) Rh ফ্যাক্টর রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় অবস্থিত এক ধরনের অ্যাগ্লুটিনোজেন। রেসাস বানরের নামানুসারে এ অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর সংক্ষেপে Rh ফ্যাক্টর বলে। ব্যক্তির লোহিত কণিকাকে পিণ্ডে পরিণত করতে সক্ষম।
৬। ক) কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিযোজন প্রক্রিয়া চালু রয়েছে তাই জৈব বিবর্তন।
খ) তেল নিষ্কাশনে জোজোবা ব্যবহূত হয়। জোজোবা নামক গাছ থেকে আহরিত তেল দ্বারা উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানো হয়। এটি মূলত মরুভূমির উদ্ভিদ।
৭। ক) খাদ্যশিকলের প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে।
খ) যে আন্তঃসম্পর্কে দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে তাকে ধনাত্মক আন্তঃক্রিয়া বলে। আর এ ধনাত্মক আন্তঃক্রিয়ার একটি অংশ হলো কমেনসেলিজম। কমেনসেলিজমের ক্ষেত্রে সহযোগীদের মধ্যে মাত্র একজন উপকৃত হয়। অন্য সহযোগী উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না।
৮। ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে DNA-এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, আবার প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তরের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীব হলো GMO (Genetically Modified Organism)
খ) যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী গহ্বর এবং সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ নিয়ে গঠিত হয় তাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। এ ধরনের অস্থিসন্ধি অস্থিতে অস্থিতে ঘর্ষণ ও তদজনিত ক্ষয় হ্রাস করে।
ফলে অস্থিসন্ধির নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়।