দ্বিতীয় অধ্যায়
প্রাণীর পরিচিতি (ঘাসফড়িং)
১। ঘাসফড়িংয়ে ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে?
ক) ল্যাব্রাম খ) ম্যান্ডিবল
গ) ম্যাক্সিলা ঘ) ল্যাবিয়াম
২। নিচের কোনটি Grasshopper-এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ?
ক) ফ্লাজেলাম খ) পেডিসেল
গ) স্কেপ ঘ) ফ্রন্স
৩। ঘাসফড়িংয়ের দেহখণ্ডের কাইটিন নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতাকে বলে—
ক) প্লুরাইট খ) স্ক্লেরাইট
গ) স্টার্নাইট ঘ) টারগাইট
৪।
ম্যাক্সিলারি পাল্পের কাজ হলো—
ক) রেচনে সাহায্য করে
খ) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে
গ) দর্শনে সাহায্য করে
ঘ) শ্বসনে সাহায্য করে
৫। ঘাসফড়িংয়ের ওপরে কতটি খণ্ডক রয়েছে?
ক) ১১ খ) ১০
গ) ৬ ঘ) ৩
চিত্রটি লক্ষ করো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৬। উদ্দীপকের ‘X’ চিহ্নিত অংশের নাম কী?
ক) লিগুলি খ) মেন্টাম
গ) সাবমেন্টাম ঘ) পাল্পিফার
৭। উদ্দীপকের ‘Y’ চিহ্নিত অংশের কাজ কী?
ক) অ্যান্টেনা ও পা পরিষ্কার করে
খ) খাদ্যের সঙ্গে লালা মিশ্রিত করে
গ) খাদ্যকে চর্বণ করে
ঘ) খাদ্যের মান যাচাই করে
৮।
ঘাসফড়িংয়ের পায়ের গঠনের সঠিকক্রম কোনটি?

৯। কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত?
ক) ঘাসফড়িং খ) রুই মাছ
গ) পাখি ঘ) মানুষ
১০। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনের সঠিক পথ কোনটি?


১১। ঘাসফড়িংয়ের পরিপাক নালির ত্রিকোণাকার গঠনটির নাম কী?
ক) কোলন খ) গিজার্ড
গ) মলাশয় ঘ) পাকস্থলী
চিত্রটি লক্ষ করো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১২।
চিত্রে উল্লিখিত অঙ্গটি পাওয়া যায়—

i. ঘাসফড়িং
ii. আরশোলা
iii. রুই মাছ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩। উল্লিখিত অঙ্গ—
i. পরিপাকনালিতে উন্মুক্ত
ii. রেচন পদার্থ নিষ্কাশন করে
iii. হিমোসিল থেকে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৪। ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে?
ক) ২ খ) ৫
গ) ৮ ঘ) ১০
১৫। টিনিডিয়া ফাসফড়িংয়ের কোন তন্ত্রে পাওয়া যায়?
ক) পরিপাকতন্ত্রে খ) রেচনতন্ত্রে
গ) শ্বসনতন্ত্রে ঘ) প্রজননতন্ত্রে
১৬। ঘাসফড়িংয়ের হেপাটিক সিকার সংখ্যা কয়টি?
ক) ১২ খ) ১৩
গ) ১৪ ঘ) ১৫
১৭।
ঘাসফড়িংয়ের ডিম্বাণু কী ধরনের?
ক) মেসোলেসিথাল খ) টেলোলেসিথাল
গ) সেন্ট্রোলেসিথাল ঘ) মাইক্রোলেসিথাল
১৮। ঘাসফড়িংয়ের ওভিপজিটর কী কাজে ব্যবহৃত হয়?
ক) লালা নিঃসরণে খ) বর্জ্য নিষ্কাশনে
গ) শ্বসনকার্যে ঘ) ডিম্ব ত্যাগে
১৯। কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির প্রক্ট্রোডিয়ামের অন্তর্ভুক্ত?
ক) ক্রপ খ) গলবিল
গ) গিজার্ড ঘ) রেক্টাম
২০। সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) মালপিজিয়ান নালিকা খ) মালপিজিয়ান বডি
গ) নেফ্রিডিয়া ঘ) পানি সংবহনতন্ত্র
২১। কোনটি ঘাসফড়িংয়ের স্পাইরাইকলকে পরিবেষ্টিত করে রাখে?
ক) টিনিডিয়া খ) ইন্টিমা
গ) অপারকুলাম ঘ) পেরিট্রিম
২২। কোনটি রূপান্তরের সঠিক ধাপ?

২৩। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কী বলে?
ক) লার্ভা খ) নিম্ফ
গ) ইমাগো ঘ) পিউপা
২৪। ঘাসফড়িংয়ের খোলস বদলের প্রক্রিয়াকে কী বলা হয়?
ক) মোল্টিং খ) ডায়াপোজ
গ) মেটামরফোসিস ঘ) রোটেশন
২৫। ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে?
ক) ১ বার খ) ৩ বার
গ) ৫ বার ঘ) ৭ বার
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. গ।