ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭
Passage Narration

জেএসসি প্রস্তুতি ইংরেজি

  • মো. মশিউর রহমান খান, সিনিয়র শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী ক্যাম্পাস, ঢাকা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
জেএসসি প্রস্তুতি ইংরেজি

Rewrite the following passage changing the form of speech. (Change the narrative style of the following text)

1. The police officer said to Mita, “How can I help you?” Mita replied, “While I was coming home alone by a taxi last night, two snatchers rode into my taxi.” “Did they snatch anything from you?” “Yes sir, they took away my cell phone and some money,” said Mita. “Let me record a complaint,” said the police officer.

2. “What’s your programme after the examination?” asked Hira. Mira said, “I’ve not decided. Can you suggest any?” “Let us go on a picnic,” said Hira. “What an excellent idea it is!” said Mira.

3. Rosamond said to her mother, “What is it, Mum? I didn’t want this black thing and the terrible smell.” Mother said, “I don’t know my dear.” Rosamond again said to her mother, “But what shall I do with it?” Mother said, “I can’t tell.” “Okay, Mum, I must pour it out and fill the jar with fresh water.”

 

4. The stranger said to the boy, “Can you tell me the way of the nearest hotel?” “Yes, sir. I can. Do you want a residential one in which you can spend the night?” said the boy. “l do not want to stay there but I only want a meal,” replied the man.

5. I said, “Hello rickshawpuller, will you go?” “Where?” said the rickshawpuller. “I want to go the railway station.” “I may go, if you pay me 200 taka,” said the rickshawpuller.

6. “May I come in, Sir?” said the guardian. “Yes, come in, please,” said the Headmaster. The guardian said, “We, all the guardians along with you must do something for the betterment of our children. They are losing their morality”. The Headmaster said, “Let‘s plan something for their betterment.”

 

Answers :

1. The police officer asked Mita how he could help her. Mita replied that while she had been coming home alone by a taxi the previous night, two snatchers had ridden into her taxi. The police officer asked if they had snatched anything from her. Mita respectfully replied in the affirmative that they had taken away her cell phone and -some money. The police officer proposed that he might be allowed to record a complaint.

2. Hira asked Mira what her (M) programme was after the examination. Mira replied that she (M) had not decided. She asked Hira if she (H) could suggest any. Hira proposed to go on a picnic. Mira said astonishingly that it was an excellent idea.

3. Rosamond asked her mother what that was. She (R) said that she (R) hadn’t wanted that black thing and the terrible smell. Mother said that she (mother) didn’t know. Rosamond again asked her mother what she (R) would do with that. Mother said that she (mother) could not tell. Rosamond told her mother okey and added that she (R) had to pour that out and all the jar with fresh water.

4. The stranger asked the boy if he (b) could tell him (st) the way of the nearest hotel. The boy respectfully replied in the affirmative that he (b) could. He (b) asked him (st) if he (st) wanted a residential one in which he (st) could spend the night. The stranger replied that he (st) did not want to stay there but he (st) only wanted a meal.

5. I called the rickshawpuller and asked him if he would go. The rickshawpuller asked me where I would go. I replied that I wanted to go to the railway station. The rickshawpuller said that he might go if I paid him 200 taka.

6. The guardian asked the Headmaster respectfully if he (g) might go in. The Headmaster replied in the affirmative and requested him (g) to go in. The guardian said that they all the guardians along with him had to do something for the betterment of their children, because they were losing their morality. The Headmaster proposed that they should plan something for their betterment.

মন্তব্য

সম্পর্কিত খবর

ষষ্ঠ শ্রেণি : গণিত

    সৈয়দা জুয়েলী আকতার, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেতাগী, বরগুনা
শেয়ার
ষষ্ঠ শ্রেণি : গণিত
গণিত বই পড়ছে শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

দ্বিতীয় অধ্যায়

অনুপাত ও শতকরা

বহু নির্বাচনী প্রশ্ন

১। অনুপাত বলতে বোঝায়

   ক. যোগফল   খ. গুণফল

   গ. দুটি সংখ্যার তুলনা

   ঘ. ভাগফল

২।            ৪ঃ৬ অনুপাতটির সরল অনুপাত কত?

   ক. ২ঃ৩     খ. ৩ঃ২

   গ. ১ঃ২     ঘ. ৪ঃ৬

৩।            ১০০০ টাকার ২৫% কত টাকা?

   ক. ২০০ টাকা খ. ২৫০ টাকা

   গ. ১০০ টাকা ঘ. ৫০০ টাকা

৪।

           ৭৫% এর ভগ্নাংশরূপ কোনটি?

   ক. ৩/৪     খ. ১/২

   গ. ২/৩     ঘ. ৪/৫

৫।            অনুপাতের দুটি রাশির একক হতে হবে

   ক. ভিন্ন      খ. সমান

   গ. অসম     ঘ. পরস্পরের বিপরীত

৬। ২০% এর দশমিক রূপ কী?

   ক. ০.২     খ. ২.০

   গ. ০.০২    ঘ. ২০.০

৭।            ০.৬ এর শতকরা রূপ কোনটি?

   ক. ৬০%     খ. ০.৬%

   গ. ৬%      ঘ. ৬০০%

৮।

           ১২ঃ১৬ = ?

   ক. ৩ঃ৪     খ. ৪ঃ৩

   গ. ২ঃ১     ঘ. ১ঃ২

৯।            শতকরা চিহ্ন হলো

   ক. $       খ. #

   গ. %       ঘ. &

১০।           ১৫০-এর ১০% কত?

   ক. ১০      খ. ১৫

   গ. ২০      ঘ. ২৫

১১।           ২ঃ৫ অনুপাতের মান কত?

   ক. ০.৪     খ. ০.৫

   গ. ২.৫     ঘ. ৫.০

১২।

           ১ঃ৩ = ?ঃ১২ হলে, ? এর মান কত?

   ক. ৩       খ. ৪

   গ. ৫       ঘ. ৬

১৩।           একটি বৃত্তের ২৫% অংশ রং করা হলে কত ভাগ রং করা হলো?

   ক. ১/৩     খ. ১/৪

   গ. ১/২     ঘ. ১/৫

১৪।           ৪০ টাকা ৮০ টাকার কত শতাংশ?

   ক. ২৫%     খ. ৪০%

   গ. ৫০%     ঘ. ৮০%

১৫।           নিচের কোনটি গুরু অনুপাত?

   ক. ৩ঃ৫     খ. ৪ঃ৭

   গ. ৫ঃ৬     ঘ. ৭ঃ৪

১৬।           ১৩ঃ৫ এর ব্যস্ত অনুপাত কোনটি?

   ক. ১ঃ৫     খ. ১৩ঃ১

   গ. ৫ঃ১৩    ঘ. ৬ঃ১২

১৭।

           ৫০০ টাকা দুজন শ্রমিকের মাঝে ২ঃ৩ অনুপাতে ভাগ করে দিলে ২য় শ্রমিক কত টাকা পাবে?

   ক. ২০০ টাকা খ. ৩০০ টাকা

   গ. ৩৫০ টাকা ঘ. ৪০০ টাকা

১৮।           ২ঃ৫ অনুপাতের উত্তর রাশি কোনটি?

   ক. ১       খ. ২

   গ. ৫       ঘ. ৬

১৯।           ১ঃ৩ অনুপাতের দুটি সংখ্যার যোগফল ৪০ হলে বড় সংখ্যাটি কত?

   ক. ১০      খ. ১৫

   গ. ৩০      ঘ. ২৫

২০।           ৫ জন শ্রমিক ৮ দিনে একটি কাজ শেষ করে। তাহলে ১ জন শ্রমিক কাজটি শেষ করতে কত দিন নেবে?

   ক. ৪০ দিন   খ. ২৫ দিন

   গ. ৩৫ দিন   ঘ. ২০ দিন

২১।           যদি ৩ কেজি চালের দাম ১৫০ টাকা হয়, তবে ১০ কেজি চালের দাম কত?

   ক. ২৫০ টাকা খ. ৪৫০ টাকা

   গ. ৩০০ টাকা ঘ. ৫০০ টাকা

২২।           অনুপাত ও শতকরা উভয়ই কী বোঝায়?

   ক. গুণফল    খ. তুলনা

   গ. যোগফল   ঘ. ভাগফল

২৩।           অনুপাত শব্দের ইংরেজি হলো

   ক. Percent    খ. Ratio

   গ. Fraction   ঘ. Division

২৪।           ৩ঃ৪ এবং ৫ঃ৩ এর মিশ্র অনুপাত কত?

   ক. ৪ঃ৫     খ. ৩ঃ২

   গ. ৫ঃ৬     ঘ. ৫ঃ৪

২৫।           ২ঃ৫ এর সমতুল অনুপাত কোনটি?

   ক. ৫ঃ২     খ. ১০ঃ৫

   গ. ৬ঃ১৫    ঘ. ৪ঃ৬

 

   উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. গ।

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা

নতুন দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২১।           নৌকা কখন ভেসে যায়?

   ক. ভোরবেলায়      খ. দিনের শেষে

   গ. রাতের শেষে          ঘ. দুপুর বেলায়

২২।           রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে বিলেতে গিয়েছিলেন কত বছর বয়সে?

   ক. ১১          খ. ১২

   গ. ১৩          ঘ. ১৭

২৩।           ছেলেটির বাবা

   i. নতুন দেশে যায় না

   ii. পরির দেশে যায়

   iii. অফিসে যায়

   নিচের কোনটি সঠিক?

   ক. iii         খ. iiii           

   গ. iiiii   ঘ. i, iiiii

২৪।

           ছেলেটি কোথায় থাকে?

   ক. ঘরের কোণে   খ. মাঠে

   গ. নদীর ঘাটে     ঘ. বাজারে

২৫।           নতুন দেশে পশুরা কেমন করে বেড়ায়?

   ক. ঝাঁকে  ঝাঁকে    খ. বিচ্ছিন্নভাবে

   গ. এলোমেলোভাবে   ঘ. দলে দলে

২৬।           রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন

   i. চারুকলা     ii. বিশ্বভারতী

   iii. শ্রীনিকেতন  

   নিচের কোনটি সঠিক?

   ক. iii         খ. i iii           

   গ. ii iii        ঘ. i, ii iii

২৭।           আপিস শব্দের প্রমিত রূপ কোনটি?

   ক.  অফিস    খ. আফিস

   গ.  অপিস              ঘ. অফিছ

২৮।

           রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন

   i. অভিনেতা   
ii. নাট্যকার

   iii. সুরকার    

   নিচের কোনটি সঠিক?

   ক. i ii    খ. iiii           

   গ. ii iii        ঘ. i, ii iii

২৯।           কেউ কোনটি ভাঙতে পারে না?

   ক. নদী          খ. পাহাড়

   গ. বরফ               ঘ. গাছ

৩০।           নতুন দেশ কবিতায় বালকের মনে কী জাগে?

   ক. দুঃখ                খ. সুখ

   গ. সাধ                ঘ. যাতনা

 

   উত্তর : ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. গ।

মন্তব্য

ঠিক-বেঠিক

আতাউর রহমান সায়েম
আতাউর রহমান সায়েম
শেয়ার
ঠিক-বেঠিক

   কি না কী?
কোনো প্রশ্নবোধক বাক্যে যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমনতুমি কি খেয়েছ? এখানে খাওয়া হয়েছি কি হয়নি সেটা হ্যাঁ বা না বলে বোঝানো যায়। আবার যদি কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বললে চলে না; বিষয়টি ব্যাখ্যা করে বলতে হয়, তাহলে প্রশ্নবাচক শব্দটি হবে কী। যেমনতুমি কী খেয়েছ? এখানে খাদ্যবস্তুটির  বা খাদ্যবস্তুগুলোর নাম জানতে চাওয়া হয়েছে, যা হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া সম্ভব নয়।

এ ছাড়া সর্বনাম, বিশেষণ বা ক্রিয়া-বিশেষণ বোঝাতে কী এবং বিস্ময়সূচক শব্দ হিসেবে বা বিশেষণের বিশেষণ বোঝাতে কী ব্যবহার করতে হয়। যেমনকী করছ? (সর্বনাম), এটা কী বই? (বিশেষণ), দেখো, কিভাবে তাকাচ্ছে। (ক্রিয়া-বিশেষণ), কী দারুণ দৃশ্য! (বিস্ময়সূচক শব্দ বা বিশেষণের বিশেষণ)। অব্যয় পদরূপে ই-কার ( ি) দিয়ে কি শব্দটি লেখা যায়।
যেমনকি বাংলা কি ইংরেজি, উভয় ভাষায় তিনি পারদর্শী।

বা, অথবা ও কিংবা

   বা সাধারণত সমার্থ শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন—‘প্রত্যয় বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অথবা সাধারণত বিকল্প পছন্দের ক্ষেত্রে ব্যবহার হয়।

যেমনসারাংশ অথবা সারমর্ম যেকোনো একটি বিষয়ে লেখো। কিংবা সাধারণত শর্ত সাপেক্ষে নতুবা অর্থে ব্যবহার হয়। যেমনরাজু কিংবা সাজু এ কাজটি করলে বেশি ভালো হবে।

মন্তব্য

পঞ্চম শ্রেণি : ইংরেজি

    সুবর্ণা অধিকারী, অধ্যক্ষ, দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা
শেয়ার
পঞ্চম শ্রেণি : ইংরেজি
ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে একজন ছাত্রী। ছবি : মোহাম্মদ আসাদ

Unit-10, Lessons : 1-5

Seen Comprehension

 

[পূর্বপ্রকাশের পর]

6.     Match the words of the column A with their meanings in column B.

 

Column A

Column B

(a) Landlord

(i) having value or significance.

(b) Literature

(ii) arrogant.

(c) Proud

(iii) Very familiar to the people.

(d) Famous

(iv) wellknown and renowend.

(e) Consist

(v) high thought writing.

(f) Important

(vi) one who brings up others duty temporarily.

(g) Well-known

(vii) who writes poems.

(h) Poet

(viii) one who has huge amount of land.

 

(ix) to contain.

 

 

        Answer:    (a+viii)          (b+v)         (c+ii)    (d+iv)      (e+ix)                      (f+i)            (g+iii)   (h+vii).

 

7.     Rearrange the following words in the correct order to make sentences.

(a)    personalities, famous, some, Kishoreganj,  is, for, and, important, places.

(b)   located, Shiva, temple, the, is, Fuleshwari,  river, the.

(c)    district, in,  Kishoreganj, there,  are, villages, 1745.

(d)   prayers, people, to, saying, Solakia, for, their, Eid, come, Eid Ground.

(e)    area, the, of,  town, Kishoreganj, kilometre, is, 10 square.
Answer

(a)    Kishoreganj is famous for some important places and personalities.

(b)   The Shiva temple is located the Fuleshwari river.

(c)    In Kishoreganj district, there are 1745 villages.

(d)   People come to Solakia Eid Ground for saying their Eid prayers.

(e)    The area of Kishoreganj town is 10 square kilometre.

 

8.     Make five WH questions from the given  sentences with Who, What, When, Where, Why, Which and How using the underlined word/words.

(a)    The Narasunda flows through Kishoreganj.

(b)   Solakia Eid Ground is in Kishoreganj.

(c)    Solakia Eid Ground is the largest Eid fairground.

(d)   Government Gurudayal College is in Kishoreganj.

(e)    People from many districts come to Solakia Eid Ground to celebrate Eid.

 

        Additional Questions

(f)    The name ‘Kishoreganj comes from the landlord known as Brojakishore or Nandakishore Pramanik.

(g)   Kishoreganj is 145 kilometers north-east from Dhaka.

(h)   Chandrabati is the first woman poet of Bangla literature.

(i)    In Kishoreganj district, there are 1745 villages.

(j)    Kishoreganj is famous for some important places and personalities.

(k)   Shah Muhammad Mosque is at Egaroshindur is in Kishoreganj.

        Answer

(a)    Through which town does the Narasunda flow?

(b)   Where is Solakia Eid Ground?

(c)    What is the largest Eid fairground?

(d)   Where is the Government Gurudayal College?

(e)    Why do people from many districts come to Solakia Eid Ground?

(f)    How does the name “Kishoreganj” come from?

 (g) How far is Kishoreganj from Dhaka?

 (h) Who is Chandrabati?

 (i)   How many villages are there in Kishoreganj district?

 (j)   What is  Kishoreganj famous for?

 (k) Where is the Shah Muhammad Mosque?

 

9.     Rewrite the passage using capital letters and punctuation marks.

        my home district is Kishoreganj it is about 145 kilometres from dhaka it is a district headquarters the district has 8 municipalities 13 upazilas 108 unions and 1745 villages the name Kishoreganj comes from the name of an old landlord known brojakishore Pramanik or Nandakishore Pramanik the area of Kishoreganj municipality is about 10 square kilometres

        Answer

        My home district is Kishoreganj. It is about 145 kilometres from Dhaka. It is a district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1745 villages. The name Kishoreganj comes from the name of an old landlord known Brojakishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishoreganj municipality is about 10 square kilometres.

 

10.   Write the correct form of verbs.

(a)    The name Kishoreganj           (come) from the name of an old landlord. 

(b)   The area of Kishoreganj municipality
          (be) about 10 square kilometres.

(c)    The river Narasunda           (flow) through the town.

(d)   The great painter Zainul Abedin           (come) Kishoreganj.

(e)    I           (love) my home district!

        Answer
(a) comes           (b) is         (c) flows

        (d) comes           (e) love

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ