প্রতিটি ক্লুর ওপর ১০ থেকে ১৫টি করে বাক্য তৈরি করে অনুশীলন করলে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে।
Ques tion No. 03
Completing Sentences (with Clauses/Phrases)
(Marks-1×10=10)
এই অংশটি তোমাদের সৃজনশীলতা এবং ব্যাকরণিক জ্ঞান উভয়কেই পরীক্ষা করে। বাক্যের অসমাপ্ত অংশকে একটি সঠিক clause বা phrase দিয়ে সম্পূর্ণ করতে হবে, যা অর্থ এবং ব্যাকরণগতভাবে সঠিক হয়।
Conditional sentences (if-clauses), infinitives, gerunds, participles, এবং বিভিন্ন ধরনের
sub-ordinate clauses-এর ব্যবহার ভালোভাবে আয়ত্ত করো। বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো থেকে এই অংশের অনুশীলন করলে প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে।
Ques tion No. 04
Use of Verbs (Right Form of Verbs and Subject-Verb Agreement as per Context)
Marks-0.5×14=7)
ইংরেজি ব্যাকরণের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
Right form of verbs -এর জন্য Tense, Voice, Modals, Conditionals Ges Gerund/Participle/Infinitive-এর ব্যবহার জানতে হবে। Subject-Verb Agreement-এর ক্ষেত্রে singular subject-এর সঙ্গে singular verb এবং plural subject-এর সঙ্গে plural verb-এর ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ছাড়া collective noun, indefinite pronouns (each, every, either, neither, one, nobodz etc.) এবং complex sentences-এর ক্ষেত্রে Subject-Verb agreement-এর নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ো।
Ques tion No. 05
Narrative Style (Direct to Indirect and Vice Versa)
(Marks- 07)
Narration পরিবর্তন কয়েকটি নির্দিষ্ট নিয়মের ওপর চলে। Direct Speech থেকে Indirect Speech -এ এবং Indirect Speech থেকে Direct Speech-এ পরিবর্তন করার সময় Tense, Pronoun, Adverb of time and place -এর পরিবর্তনগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে।
Assertive, Interrogative, Imperative, Optative Ges Exclamatory Sentence -এর narration পরিবর্তনের আলাদা নিয়ম আছে। কমপক্ষে ২০ থেকে ৩০টি বিভিন্ন ধরনের বাক্য/ অনুচ্ছেদ অনুশীলন করলে এই অংশে তোমাদের পূর্ণ নম্বর তুলতে পারা কঠিন কিছু নয়।
Ques tion No. 06
Use of Modifiers
(Marks- 0.5×10=05)
Modifiers বাক্যের অর্থ স্পষ্ট করতে সাহায্য করে। Pre-modifiers (যেমন-articles, adjectives, participles, nouns acting as adjectives) এবং Pos t-modifiers (যেমন-adverbial phrases, prepositional phrases, infinitive phrases, participle phrases, noun clauses, relative clauses) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। প্রতিটি modifier-এর ব্যবহারের উদাহরণসহ অনুশীলন করো। বিভিন্ন বাক্য থেকে modifier শনাক্ত করা এবং উপযুক্ত modifier ব্যবহার করে বাক্য গঠন করা অনুশীলন করো।
Ques tion No. 07
Use of Sentence Connectors
Marks- 0.5×14=07)
Sentence Connectors ev Linking Words বাক্য বা দুটি বাক্যাংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
যেমন- And, but, or, so, therefore, however, moreover, in addition, consequently, finally etc.
প্রতিটি কানেক্টরের ব্যবহার এবং তাদের অর্থ সম্পর্কে জানতে হবে। প্যারাগ্রাফ বা প্যাসেজের মধ্যে Sentence Connectors ব্যবহার করে তা সাবলীলভাবে উপস্থাপন করা শিখতে হবে। বিগত বছরের প্রশ্নপত্র থেকে অনুশীলন করো।
Ques tion No. 08
Use of Synonym and Antonym
(Marks- 0.5×14=07)
এই অংশ তোমাদের শব্দভাণ্ডার পরীক্ষা করবে। এর জন্য নিয়মিতভাবে নতুন শব্দ শেখা জরুরি। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ শব্দগুলোর Synonym এবং Antonym শেখো। প্রতিদিন নতুন কিছু শব্দ শিখে সেগুলোর বিপরীত ও সমার্থক শব্দ দেখে নাও। ইংরেজি সংবাদপত্র বা ম্যাগাজিন পড়লে শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে।
Ques tion No. 09
Punctuation
(Marks- 0.5×14=07)
বিরামচিহ্ন ইংরেজি লেখার নির্ভুলতার জন্য অপরিহার্য।
Full s top, Comma, Semicolon, Colon, Ques tion mark, Exclamation mark, Apos trophe, Quotation mark -এর সঠিক ব্যবহার ভালোভাবে জেনে নাও। কখন Capital letter ব্যবহার করতে হয়, সে সম্পর্কেও ধারণা রাখো। এই অংশের জন্য যেকোনো গ্রামার বইয়ের Punctuation অধ্যায়টি খুব মনোযোগ দিয়ে পড়ো এবং অনুশীলন করো।
♦ ♦ Part-B: Composition (40 Marks)
Composition অংশটি তোমাদের লেখার দক্ষতা এবং সৃজনশীলতাকে তুলে ধরে। এখানে ভালো নম্বর পেতে হলে শুধু মুখস্থ করলে চলবে না বরং তোমাদের নিজস্ব চিন্তা-ভাবনা এবং উপস্থাপন ক্ষমতাকে কাজে লাগাতে হবে।
Ques tion No. 10
Formal Letter Writing/E-mail
(Marks-10)
Formal Letter এবং E-mail-এর নির্দিষ্ট একটি কাঠামো আছে। কাঠামো বা format টি নির্ভুলভাবে জানা আবশ্যক। সাধারণত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আবেদনপত্র, কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র, চাকরির আবেদনপত্র ইত্যাদি আসতে পারে।
E-mail-এর ক্ষেত্রেও প্রায় একই ধরনের বিষয়বস্তু থাকে, তবে কাঠামো বা Formatটি ভিন্ন। প্রতিটি অংশের জন্য আলাদাভাবে অনুশীলন করো। মনে রাখবে, ভাষার স্পষ্টতা এবং নির্ভুলতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Ques tion No. 11
Writing Paragraph (by lis ting/description)
(Marks-15)
বর্ণনামূলক প্যারাগ্রাফের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্যবহুল এবং সুসংগঠিতভাবে লিখতে হবে। প্রথমে একটি
Topic Sentence দিয়ে শুরু করবে, এরপর Support Sentences দিয়ে মূল বক্তব্যকে সমর্থন করবে এবং শেষে একটি Concluding Sentence দিয়ে শেষ করবে। গ্রামার, বানান এবং শব্দ চয়নের নির্ভুলতা নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক বিষয়াবলি, পরিবেশগত সমস্যা, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দিক—এই ধরনের বিষয়গুলো থেকে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা বেশি।
Ques tion No. 12
Writing Paragraph (comparison and contras t/cause and effect)
(Marks-15)
এই ধরনের প্যারাগ্রাফগুলোতে দুটি জিনিসের মধ্যে তুলনা ও বৈসাদৃশ্য অথবা কোনো ঘটনার কারণ ও ফলাফল তুলে ধরতে হয়। যেমন-City life vs. Village life (Comparison and Contras t) অথবা Causes of Road Accidents (Cause and Effect)| এই ধরনের প্যারাগ্রাফ লেখার জন্য বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা এবং যুক্তিপূর্ণ উপস্থাপনা জরুরি। এখানেও শব্দের সীমা বজায় রাখা এবং নির্ভুল ব্যাকরণ ও বানান ব্যবহার করা অপরিহার্য।