ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

পঞ্চম শ্রেণি : ইংরেজি

  • সুবর্ণা অধিকারী, অধ্যক্ষ, দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা
শেয়ার
পঞ্চম শ্রেণি : ইংরেজি
অঙ্কন : মাসুম

Unit-10, Lessons : 1-5

Seen Comprehension

[পূর্বপ্রকাশের পর]

2. Write T for True and F for False s tatement.

(a)                         Kishoreganj is about 108 kilometres from Dhaka.

(b)                         The dis trict has 100 unions and 1795 villages.

(c)                         The area of Kishoreganj municipality is about 10 square kilometres.

(d)                         The river Narasunda flows through outside the town.

(e)                         Zainul Abedin was a famous writer.

 

Additional Ques tions

(f)                          There are 8 upazilas in Kishoreganj dis trict.

(g)                         The Shiva Temple was built by Nandakishore Pramanik.

(h)                         Sukumar Roy wrote for the children.

(i) Kishoreganj is a big town.

(j) Chandrabati was the firs t woman poet of Bangla literature.

(k)                         Narasunda is the name of a river.

(l) There are eight municipalities in Kishoreganj dis trict.

(m)                        Brojakishore Pramanik was a great artis t.

(n)                         The fort of Isha Khan is at Jangal Bari.

(o)                         Solakia is the larges t Eid fairground.

 

Answer
(a) False                 (b) False          (c) True
(d) True (e) False   (f) True
(g) False (h) True   (i) False
(j) True  (k) True   (1) True
(m) False               (n) True (o) True

 

3. Answer the following ques tions in sentence(s).

(a)                         How does the name “Kishoreganj” come from?

(b)                         How far is Kishoreganj from Dhaka?

(c)                         What can you see outside the Kishoreganj town? Write two names.

(d)                         Write the names of two famous persons of Kishoreganj dis trict.

(e)                         Who is Chandrabati?

♦  Additional Ques tions

(f)                          How many villages are there in Kishoreganj dis trict?

(g)                         Why do people come to Solakia Eid Ground?

(h)                         What is  Kishoreganj famous for?

(i) Where is the Shah Muhammad Mosque?

 

Answer

(a) The name Kishoreganj comes from the  landlord known as Brojakishore or Nandakishore Pramanik.

(b)                         Kishoreganj is 145 kilometers north-eas t from Dhaka.

(c)                         Outside the Kishoreganj town, I/we can Isa Khan at Jangal Bari. I/we can also Muhammad Mosque of Egarushindhar.

(d)                         Two famous persons of Kishoreganj dis trict are Upendrakishore Roy Chowdhury and Zainul Abedin.

(e)                         Chandrabati is the firs t woman poet of Bangla literature.

(f)                          In Kishoreganj dis trict, there are 1745 villages.

(g)                         People come to Solakia Eid Ground for saying their Eid prayers.

(h)                         Kishoreganj is famous for some important places and personalities.

(i) Shah Muhammad Mosque is at Egaroshindur is in Kishoreganj.

 

4. Write at leas t five sentences about ‘Your Home Town’. The following ques tion will help you (Remember to use capital letters, Punctuation marks and cлить spelling).

(a)                         What is the name of your home town?

(b)                         Where it is?

(c)                         What are the size and population of your home town?

(d)                         How many interes ting places are there in your home town?

(e)                         How many famous people are there in your home town?

(f)                          What is your feeling about it?

     Ans : The name of my home town is Kishorgonj. It is a dis trict headquarters. The name Kishorgonj comes from the name of an old landlord. It is only 145 kilometers north-eas t from Dhaka. There are almos t one million people in the town.

     The dis trict consis ts of 10 municipalities, 13 upzillas, 108 unions and 1745 villages. The area of Kishorgonj town is 10 square kilometers.

     There are some his torical places in our home town. The famous Isa Khan Fort is at Jangalbari, Shah Muhammad Mosque at Egaroshindur and the Shiva temple of Chandrabati is on the bank of Fulsewari river. The firs t women poet Chandrabati, the firs t Acting President Syed Nazrul Islam, famous painter Zainul Abedin were born here. I am very proud of my home town.

 

5. Make five WH ques tions from the given  sentences with Who, What, When, Where, Why, Which and How using the underlined word/words.

(a)                         The Narasunda flows through Kishorganj.

(b)                         Solakia Eid Ground is in Kishoreganj.

(c)                         Solakia Eid Ground is the larges t Eid fairground.

(d)                         Government Gurudayal College is in Kishoreganj.

(e)                         People from many dis tricts come to Solakia Eid Ground to celebrate Eid.

 

Answer

(a) Through which town does the Narasunda flow?

(b)                         Where is Solakia Eid Ground?

(c)                         What is the larges t Eid fairground?

(d)                         Where is the Government Gurudayal College?

(e)                         Why do people from many dis tricts come to Solakia Eid Ground?

 

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি

শেয়ার

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        রাসায়নিক বিক্রিয়া কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

২।        সংযোজন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

৩।        তুঁতের সংকেত কী?

  উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।

 

 

৪।        পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?

  উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।

৫।        প্রশমন বিক্রিয়া কী?

  উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

৬।        তুঁতে কী?

  উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।

৭।        দহন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।

৮।        বিযোজন কী?

  উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।

৯।

       হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?

    উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?

  উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

২।        যৌতুক কী?

  উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।

৩।        তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?

  উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।

৪।

       ন্যায্য মজুরির দাবিতে কোথায় নারী শ্রমিকরা প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।

৫।        মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

৬।

       কিসের জন্য নারী নির্যাতন ক্ষতিকর?

  উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।

৭।        কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?

  উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

৮।        নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?

  উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

৯।        স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?

  উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।

১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?

  উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।

১১।       ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।

১২।       রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?

  উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।

১৩।       নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?

  উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় :  জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২০।  নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?

  ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে   ঘ. ভ্রূণে

২১।  চিত্রে  Y অংশটি যা সৃষ্টি করে তা হলো

  i. শস্যকলা   ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. ii I iii

  উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২২।  নিচের  P অংশটি নিষেকের পর পরিণত হয়

  ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে    ঘ. ভ্রুণে

২৩।

  চিত্র  XY-এর ক্ষেত্রে

  i. MN মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে

  ii. MP-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে

  iii. PN মিলিত হলে চারাগাছ হতে পারে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

  উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২৪।  নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়

  i. জাইগোট    ii. ভ্রূণ   iii. শস্যকলা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

 

  উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক। 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ