বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
১। ১ থেকে ১০ পর্যন্ত কয়টি সংখ্যাকে দুইটি বর্ণের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ১০টি
২। ৩২৫ কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে হয়—
i. ১২+১৮২ ii. ৬২+৭২
iii. ১০২+১৫২
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। মুনাফা-আসল A, মূলধন P এবং মুনাফা ও হলে, নিচের কোনটি সঠিক?
ক) A=P-1 খ) A=
গ) A=P×I N) I=A-P
৪।
একই হারে ২৫০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকার ১ বছরের মুনাফার সমান?
ক) ১০০০ টাকা খ) ৫০০ টাকা
গ) ২৫০ টাকা ঘ) ১২৫ টাকা
৫। তথ্যগুলো লক্ষ করো—
i. I-Pm ii. A= P-I
iii. লাভ=বিক্রয় মূল্য-ক্রয় মূল্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
করিম সাহেব বার্ষিক ১০% মুনাফায় ব্যাংকে ১০০০ টাকা জমা রাখলেন।
৬। ৫ বছরে সরল মুনাফা কত টাকা হবে?
ক) ৩০০ খ) ৪০০
গ) ৫০০ ঘ) ৫৫০
৭।
২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?
ক) ২০০ খ) ২০৫
গ) ২১০ ঘ) ১২১০
তথ্যের আলোকে (৮-১০) নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটি বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার, বাগানের বাইরের চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে।
৮। বাগানের পরিসীমা কত?
ক) ১৪০ মিটার খ) ৭০ মিটার
গ) ১২০০ মিটার ঘ) ১০০ মিটার
৯। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল কত?
ক) ১৫০০ বর্গমিটার
খ) ১৬৫৬ বর্গমিটার
গ) ৮১৬ বর্গমিটার
ঘ) ১২০০ বর্গমিটার
১০।
রাস্তার ক্ষেত্রফল কত?
ক) ৪০০ বর্গমিটার খ) ৪৫০ বর্গমিটার
গ) ৪৬০ বর্গমিটার ঘ) ৪৫৬ বর্গমিটার
১১। P+qx এর বর্গ নিচের কোনটি?
ক) p2+2pqx+q2x
খ) p2+2pqx+qx2
গ) p2+2pq+q2x2
ঘ) p2+2pqx+q2x2
১২। x+y=২ হলে,
i. x3+y3+6xy=8
ii. (x+y)3=8 iii. x3+y3=6
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
a+b = 5 এবং a-b = 1
ওপরের তথ্যের আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৩। 4ab=কত?
ক) 16 খ) 20
গ) 24 ঘ) 28
১৪। 2a2+2b2= কত?
ক) 20 খ) ২৪
গ) 26 ঘ) 28
তথ্যের ভিত্তিতে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটি সংখ্যা অপর একটি সংখ্যার দ্বিগুণের চেয়ে 15 কম, অপর সংখ্যাটি 25।
১৫। সংখ্যাটি কত?
ক) 30 খ) 35
গ) 40 ঘ) 45
১৬। সংখ্যাটির এক-পঞ্চমাংশ কত?
ক) 6 খ) 7
গ) 8 ঘ) 9
১৭। A= {1, 3, 5), B = {2, 4, 6} হলে, AÇB = কত?
ক) {1, 2, 3, 4, 5, 6} L) {4, 5}
গ) {Ø} ঘ) Ø
১৮। ১৪ এর গুণনীয়কগুলোর সেট কোনটি?
ক) Ø খ) {1, 2, 7, 14}
গ) {14, 28} ঘ) {7, 14}

ভেনচিত্রের আলোকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৯। A⌒B⌒C এর জন্য কোনটি সঠিক?
ক) {4} খ) {5}
গ) {6} ঘ) {7}
২০।
=কত?
ক) {1, 2, 4, 6] খ) {1, 2, 6, 7}
গ) {1, 2, 3, 4, 6, 8}
ঘ) {1, 2, 3, 5, 7}
২১। একটি সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুসমূহ পর্যায়ক্রমে যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা কোন ধরনের?
ক) সমকোণী খ) স্থূলকোণী
গ) সমবাহু ঘ) সমদ্বিবাহু
২২। ABCD সামান্তরিকে∠A=৭৫ হলে, ∠B+∠C+ÐD= কত?
ক) 105° খ) 75°
গ) 285° ঘ) 95°
২৩। নিচের তথ্যগুলো লক্ষ করো :
i. রম্বস একটি বর্গ
ii. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
iii. রম্বসের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

তথ্যের ভিত্তিতে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চিত্রে ABCD আয়তক্ষেত্রের E, CD-এর মধ্যবিন্দু এবং EF ┸ AB, BC=10 মি., AB= 16 মি.
২৪। ABCD আয়তের প্রস্থ কত সে.মি.?
ক) ১০ খ) ৫০
গ) ১০০ ঘ) ১০০০
২৫। DAEB এর ক্ষেত্রফল কত?
ক) 80 মি. খ) 80 বর্গমি.
গ) 160 মি.
ঘ) 160 বর্গমি.
তথ্যের আলোকে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২৬।
এর মান কত?
ক) 50° খ) 70°
গ) 75° ঘ) 90°
২৭।
পরস্পর কিরূপ কোণ?
ক) অনুরূপ কোণ খ) একান্তর কোণ
গ) বিপরীত কোণ ঘ) পূরক কোণ
২৮। ছোট বৃত্তের—
i. ব্যাস ছোট
ii. ব্যাসার্ধ বড়
iii. পরিধি ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

তথ্যের আলোকে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কুমিল্লা মডেল স্কুলের ১০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় তথ্য-প্রযুক্তির প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
৪৮, ৪১, ৫০, ৪৭, ৪০, ৩৮, ৪৬, ৪৩, ৪৫, ৫০
২৯। এদের পরিসর কত?
ক) ১০ খ) ১১
গ) ১২ ঘ) ১৩
৩০। উপাত্তগুলোকে ৩ শ্রেণিব্যাপ্তিতে শ্রেণিবিন্যাস করলে শ্রেণিসংখ্যা কত হবে?
ক) ৫ খ) ৪
গ) ৩ ঘ) ২
উত্তর : ১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. ক।