সংক্ষিপ্ত প্রশ্ন
চতুর্থ অধ্যায় : গাণিতিক প্রতীক
১। খোলা বাক্য বলতে কী বোঝায়?
উত্তর : একটি বাক্যকে খোলা বাক্য বলা হয়, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না।
২। বিশেষ প্রতীক কখন ব্যবহার করা হয়?
উত্তর : অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করতে বিশেষ প্রতীক ব্যবহার করা হয়।
৩। ক+৯ = ২৫ হলে, ক-এর মান কত?
উত্তর : ১৬
৪। ৭২÷ক = ৬ হলে, ক-এর মান কত?
উত্তর : ১২।
৫।
৬×(৫+ক) = ৫৪ হলে, ক-এর মান কত?
উত্তর : ৪।
৬। ১২ এর সঙ্গে ক যোগ করলে ১৭ হয়, তা গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাও।
উত্তর : ১২+ক = ১৭।
৭। ১৫+৩৫ = ৫০ - গাণিতিক বাক্যে খালি ঘরে কত বসালে বাক্যটি সঠিক হবে?
উত্তর : ০
৮। গাণিতিক বাক্যে প্রকাশ করো : ৩০ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১০ হয়।
উত্তর : ৩০÷৩=১০।
৯।
কোনো সংখ্যার পাঁচ গুণ থেকে ২০ বিয়োগ করলে ৬০ হয়, সংখ্যাটি কত?
উত্তর : ১৬।
১০। ২৫০০ কেজি ২ টন, খালি ঘরে কোন চিহ্ন বসবে?
উত্তর : >।
১১। সংখ্যা রাশিতে কোন প্রক্রিয়া আগে সম্পন্ন করতে হবে, তা বোঝাতে কী ব্যবহার করা হয়?
উত্তর : বন্ধনী চিহ্ন।
১২। গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কাকে বলে?
উত্তর : একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য হলো হয়, যখন বাক্যটি সত্য-না মিথ্যা তা নির্ণয় করা যায়।
১৩। প্রক্রিয়া প্রতীক কয়টি।
উত্তর : ৪টি।
১৪। বড় নয় চিহ্নটি লেখো
উত্তর : >।
১৫। ২ ডজন খাতার দাম ৪৮০ টাকা হলে ১টি খাতার দাম কত? সমস্যাটির গাণিতিক রূপ লেখো।
উত্তর : ৪৮০÷(১২×২)।
১৬। ক-এর কোন মানের জন্য (ক+১২)×৫=১০০ বাক্যটি সঠিক?
উত্তর : ৮।
১৭। কোনো একটি সংখ্যাকে ১০ দ্বারা গুণ করে গুণফলকে ১২ দ্বারা ভাগ করলে ভাগফল ১৫ অপেক্ষা ছোট হয়। যদি সংখ্যাটি ‘ক’ হয় তবে গাণিতিক বাক্যটি লেখো।
উত্তর : (ক×১০) ÷ ১২ < ১৫।
১৮। ক-সংখ্যক আম থেকে ২০টি আম নষ্ট হয়ে গেল এবং ২৫টি আম ভালো থাকল। সমস্যাটি খোলা বাক্যে প্রকাশ করো।
উত্তর : ক-২০=২৫।
১৯। (ক×৮) + ৯ক = ৬৮ হলে, ক-এর মান কত?
উত্তর : ৪।
২০। ২ ডজন কলার দাম ১২০ টাকা হলে ১টি কলার দাম কত? সমস্যাটির গাণিতিক রূপ লেখো।
উত্তর : ১২০÷(১২×২)।
২১। (ক÷১০)+৩ = ৬ হলে, ক-এর কোন মানের জন্য বাক্যটি সত্য হবে?
উত্তর : ৩০।
২২। ৫+৩-২ ৫+৫-২ হলে, খালি ঘরে কী চিহ্ন হবে?
উত্তর : <
২৩। (৩ ৪) ×৫-৭=২৮ হলে, খালি ঘরে কোন চিহ্ন বসবে?
উত্তর : +
২৪। ৩×ক+৬=৪৮ হলে, ‘ক’ এর মান কত?
উত্তর : ১৪
২৫। ৬×(৫+ক) = ৭২ হলে, ‘ক’ এর মান কত?
উত্তর : ৭।