অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
দ্বিতীয় অধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন (মান : ২৫)
১। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠরীযুক্ত প্যারেনকাইমাকে বলে—
(ক) মেসোফিল (খ) ক্লোরেনকাইমা
(গ) অ্যারেনকাইমা (ঘ) কোলেনকাইমা
নিচের চিত্রটি লক্ষ করো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২। চিত্রের A চিহ্নিত অংশটিতে কী নেই?
(ক) সাইটোপ্লাজম (খ) প্রোটিন
(গ) কোষ গহ্বর (ঘ) নিউক্লিয়াস
৩। উদ্দীপকের চিত্রটি—
i. মৃতকোষ
ii. ফাইবার ও স্ক্লেরাইড আছে
iii. আন্তঃকোষীয় ফাঁক নেই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৪।
A অংশে বিদ্যমান টিস্যু হলো—
(ক) প্যারেনকাইমা (খ) ক্লোরেনকাইমা
(গ) কোলেনকাইমা (ঘ) স্ক্লেরেনকাইমা
৫। A অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য হলো—
i. কোষপ্রাচীর সমভাবে পুরু
ii. কোষপ্রাচীর অসমভাবে পুরু
iii. কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) ii ও iii
(গ) iii (ঘ) i, ii ও iii
৬। স্টোনসেল কোন টিস্যুতে পাওয়া যায়?
(ক) প্যারেনকাইমা (খ) কোলেনকাইমা
(গ) স্ক্লেরেনকাইমা (ঘ) অ্যারেনকাইমা
৭। কোনটি উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ?
(ক) প্যারেনকাইমা (খ) কোলেনকাইমা
(গ) স্ক্লোরেনকাইমা (ঘ) অ্যারেনকাইমা
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৮।
উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য হলো—
(ক) গাছের সব অংশে পাওয়া যায় (খ) কোষের প্রান্তগুলো চতুর্ভুজাকার
(গ) কোষগুলোর প্রাচীর শক্ত (ঘ) কোষগুলো মৃত
৯। উদ্দীপকের টিস্যুটি একটি উদ্ভিদে কী করে?
i. খাদ্য সঞ্চয় করে
ii. যান্ত্রিক কাজে সহায়তা করে
iii. পরিবহনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১০। কোনটি পাতার পানি ও খনিজ লবণ পরিবহন করে?
(ক) সরল টিস্যু (খ) জাইলেম
(গ) ভাজক টিস্যু (ঘ) ফ্লোয়েম
১১। প্রাথমিক অবস্থায় জাইলেমকে কী বলে?
(ক) মেটাজাইলেম (খ) প্রোটোজাইলেম
(গ) গৌণজাইলেম (ঘ) প্রাথমিক জাইলেম
১২।
পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা কোনটিতে পাওয়া যায়?
(ক) প্রাইমারি জাইলেম (খ) সেকেন্ডারি জাইলেম
(গ) ট্রাকিড (ঘ) ভেসেল
১৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে?
(ক) ঝাউ (খ) দেবদারু
(গ) পানি (ঘ) নিটাম
১৪। কোনটি গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়?
(ক) ট্রাকিড (খ) ভেসেল
(গ) সিভনল (ঘ) সঙ্গীকোষ
১৫। কোষরসের আরোহণ কিসের মাধ্যমে হয়?
(ক) ভেসেল (খ) ট্রাকিড
(গ) সিভনল (ঘ) ফ্লোয়েম ফাইবার
চিত্রটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৬। চিত্রের কোষটির নাম কী?
(ক) জাইলেম (খ) ফ্লোয়েম
(গ) ক্ষরণকারী কলা (ঘ) মেসোফিল কলা
১৭।
ফ্লোয়েম—
i. সিভনল সঙ্গীকোষ ও প্যারেনকাইমা কোষ উপস্থিত
ii. সিভনল সিভপ্লেটযুক্ত ও নিউক্লিয়াসবিহীন
iii. পুরু কোষ প্রাচীরবিশিষ্ট বাস্ট ফাইবার বর্তমান থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। পরিণত সিভকোষে কী থাকে না?
(ক) নিউক্লিয়াস (খ) সাইটোপ্লাজম
(গ) কোষগহ্বর (ঘ) প্লাস্টিড
১৯। সিভকোষ কোন ধরনের কোষ দ্বারা গঠিত?
(ক) প্যারেনকাইমা (খ) কোলেনকাইমা
(গ) স্ক্লেরেনকাইমা (ঘ) ক্লোরেনকাইমা
২০। উদ্ভিদ অঙ্গের গৌণবৃদ্ধির সময় কোনটি উত্পন্ন হয়?
(ক) সিভকোষ (খ) সঙ্গীকোষ
(গ) বাস্ট ফাইবার (ঘ) ফ্লোয়েম প্যারেনকাইমা
২১। জাইলেম ফাইবারের অরেক নাম কী?
(ক) নিটাম (খ) সিভকোষ
(গ) উড ফাইবার (ঘ) সঙ্গীকোষ
২২। কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়?
(ক) ট্রাকিড (খ) ভেসেল
(গ) জাইলেম প্যারেনকাইমা (ঘ) জাইলেম ফাইবার
২৩। প্রাথমিক জাইলেম কত ধরনের?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
চিত্রগুলো লক্ষ করো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২৪। উদ্দীপকের B চিত্রটির নাম কী?
(ক) ভেসেল (খ) ট্রাকিড
(গ) জাইলেম তন্তু (ঘ) ফ্লোয়েম
২৫। উদ্দীপকের A B C চিত্রের কোষগুলো—
i. উদ্ভিদের পরিবহন টিস্যু জাইলেমের উপাদান
ii. পানি ও খনিজ লবণ মাটি থেকে পাতায় পরিবহন করে
iii. কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১. গ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ক।