বায়ুদূষণের ফলে মানব স্বাস্থ্য প্রভাবিত হয়। পরিবেশ দূষণকারী পদার্থকে দূষক বলে। দূষক যতক্ষণ বাতাসে থাকে, ততক্ষণই বায়ু দূষিত হয়। এ কারণে অনেক সময় কার্বন ডাই-অক্সাইড গ্যাস দেহের প্রত্যন্ত কোষে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের সঙ্গে লোহিত অস্থিপেশি কোষে অক্সিজেন সরবরাহকারী কণিকার সঙ্গে যুক্ত হয়ে কোষে অক্সিজেন পরিবহন বিঘ্নিত করে। ফলে শরীরিক শক্তি হ্রাস পায়।
দীর্ঘস্থায়ী বায়ুদূষণের ফলে দূষণজনিত রোগ অঙ্গ সংস্থানিক বিকৃতি ও জন্মগত ত্রুটি দেখা যায়। ধূমপানের কারণে উত্পন্ন সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও ওজোন গ্যাস ব্রংকাইটিস সৃষ্টি করে। বায়ুতে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতিতে ক্যান্সার, বন্ধ্যত্ব, ভ্রূণের অস্বাভাবিক বৃদ্ধি ইত্যাদি ঘটতে পারে।
জ্ঞানমূলক প্রশ্ন
১। পাত সঞ্চালন কী?
উত্তর : প্লেটগুলো চলাচলই হলো পাত সঞ্চালন।
২। পরিচলন স্রোত কী?
উত্তর : ভূগর্ভস্থ বিভিন্ন পদার্থের তেজস্ক্রিয়তার কারণে প্লেট সঞ্চালনই পরিচলন স্রোত।
৩। আগ্নেয় দ্বীপ কী?
উত্তর : সমুদ্র তলদেশের সাধারণ ভূমিরূপকে আগ্নেয় দ্বীপ বলে?
৪। রকি কী ধরনের পর্বত?
উত্তর : রকি ভঙ্গিল পর্বত।
৫। ওয়েভ ট্রেন কী?
উত্তর : সুনামির পানির একের পর এক উঁচু ঢেউকে ‘ওয়েভ ট্রেন বলে’।
৬। পাড় চাষ কী?
উত্তর : আড়াআড়িভাবে চাষপদ্ধতিকে পাড় চাষ বলে।
৭। নদী পর্যায় কী?
উত্তর : উৎস থেকে মোহনায় পতিত হওয়া পর্যন্ত অবস্থাকে নদী পর্যায় বলে।
৮। কর্দম ছিপি কী?
উত্তর : অশ্বক্ষুরাকৃতি হ্রদের বন্ধ মুখকে কর্দম ছিপি বলে।
৯। ক্যানিয়ন কাকে বলে?
উত্তর : গিরিখাতগুলো অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট্য হলে তাকে ক্যানিয়ন বলে।
১০। খণ্ডচাষ কী?
উত্তর : ভূমির ঢাল বেশি হলে যে প্রক্রিয়ায় চাষাবাদ করা হয় তাকে খণ্ডচাষ বলে।
১১। ভূ-প্রকৃতি কী?
উত্তর : ভূ-প্রকৃতি হচ্ছে একটি দেশের ভূমিরূপের সার্বিক অবস্থা।
১২। ইগজস্ট গ্যাস বলতে কী বোঝায়?
উত্তর : তেলজাতীয় জ্বালানিগুলো দহন ক্রিয়ার ফলে অদৃশ্যমান যে গ্যাস তৈরি হয়, তাকে ইগজস্ট গ্যাস বলে।
১৩। কোন স্তরকে পৃথিবীর সৌর পর্দা বলা হয়?
উত্তর : ওজোনোস্ফিয়ারকে পৃথিবীর সৌর পর্দা বলা হয়।
১৪। CFC কোন স্তরকে ধ্বংস করছে?
উত্তর : CFC ওজোন স্তরকে ধ্বংস করছে।
১৫। বায়ুর আর্দ্রতা কাকে বলে?
উত্তর : বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকে আর্দ্রতা বলে।
১৬। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত?
উত্তর : বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%।
১৭। কোথায় অশ্ব অক্ষাংশের অবস্থান?
উত্তর : আটলান্টিক মহাসাগরের ওপর বিস্তৃত কর্কটীয় শান্ত বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত।
১৮। সমুদস্রোত কাকে বলে?
উত্তর : সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে সমুদ্র স্রোত বলে।
১৯। তুন্দ্রা বায়োম কাকে বলে?
উত্তর : পৃথিবীর সর্ব উত্তরে বৃক্ষহীন এবং শীতলতম স্থান নিয়ে গঠিত বায়োমকে তুন্দ্রা বায়োম বলে।
২০। মহীপ্রান্ত কাকে বলে?
উত্তর : মহীসোপান ও মহীঢালকে একত্রে মহীপ্রান্ত বা Continental margin বলে।
২১। গিরিখাত কী?
উত্তর : সমুদ্র তলদেশের সবচেয়ে গভীরতম অংশকে গিরিখাত বলে।
২২। সাগর কাকে বলে?
উত্তর : মহাসাগর থেকে আংশিক বিচ্ছিন্ন জলভাগকে সাগর বলে।
২৩। আগ্নেয় মেখলা কাকে বলে?
উত্তর : উত্তর প্রশান্ত মহাসাগরের গভীর খাত অঞ্চলে সক্রিয় আগ্নেগিরি ও ভূমিকম্প অধ্যুষিত গোলাকৃতি উপকূলকে আগ্নেয় মেখলা বলে।
২৪। নিরক্ষীয় জলবায়ু কাকে বলে?
উত্তর : নিরক্ষ রেখার উভয় পাশে ৫ ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে জলবায়ু দেখা যায় তাকে নিরক্ষীয় জলবায়ু বলে।
২৫। কোন জলবায়ু অঞ্চলকে ভাসমান বরফের দেশ বলা হয়?
উত্তর : মেরুদেশীয় তুষারাবৃত্ত জলবায়ু অঞ্চলকে ভাসমান বরফের দেশ বলা হয়।
২৬. ভূমিকম্প কাকে বলে?
উত্তর : ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে।
২৭। বায়ুপ্রবাহ মাপক যন্ত্রের নাম কী?
উত্তর : বায়ুপ্রবাহ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার।
২৮। সাইমুম কী?
উত্তর : আরব মালভূমির স্থানীয় বায়ু।
২৯। পৃথিবীর কত ভাগ এলাকা মরুভূমির অন্তর্গত?
উত্তর : পৃথিবীর ১৭ শতাংশ এলাকা মরুভূমির অন্তর্গত।
৩০। পৃথিবীর কত ভাগ এলাকাজুড়ে অরণ্য রয়েছে?
উত্তর : পৃথিবীর ৪০ শতাংশ এলাকাজুড়ে অরণ্য রয়েছে।
৩১। তৃণভূমির বায়োমের প্রধান উদ্ভিদ কী?
উত্তর : তৃণভূমির বায়োমের প্রধান উদ্ভিদ ঘাসজাতীয় গাছ।
৩২। Endemic প্রাণী কাকে বলে?
উত্তর : যেসব প্রাণী একটি নির্দিষ্ট অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তাদের Endemic প্রাণী বলে।
৩৩। অস্ট্রেলিয়া কোন ধরনের ভূমি?
উত্তর : অস্ট্রেলিয়া মহাদেশীয় মালভূমি।
৩৪। পৃথিবীর আনুমানিক ব্যাসার্ধ কত?
উত্তর : পৃথিবীর আনুমানিক ব্যাসার্ধ ছয় হাজার ৪০০ কিলোমিটার।
৩৫। পরম আর্দ্রতা কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে পরম আর্দ্রতা বলে?
৩৬। সাইমুম কাকে বলে?
উত্তর : সাহারা ও আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুকে সাইমুম বলে।
৩৭। বাংলাদেশে বর্ষাকালে কত ভাগ বৃষ্টিপাত হয়?
উত্তর : বাংলাদেশে বর্ষাকালে মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ হয়ে থাকে।
৩৮। জোয়ার-ভাটা কী?
উত্তর : নির্দিষ্ট সময় অন্তর সমুদ্রের পানি ফুলে ওঠা ও নেমে যাওয়াকে জোয়ার-ভাটা বলে।
৩৯। উপকূল বলতে কী বোঝায়?
উত্তর : স্থলভাগ যেখানে সমুদ্রে মিশেছে, সে সংযোগস্থলকে উপকূল বলে।
৪০। মহাসাগর কাকে বলে?
উত্তর : উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল জলরাশিকে মহাসাগর বলে।
৪১। সেন্ট মার্টিন কোন ধরনের দ্বীপ?
উত্তর : সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ।
৪২। বিচূর্ণ ভবন কাকে বলে?
উত্তর : শিলা রাশি চূর্ণবিচূর্ণ ও বিশিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণ ভবন বলে।
৪৩। নদী শাসন কী?
উত্তর : নদীর স্বাভাবিক গতিকে বিভিন্ন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণের চেষ্টাকে নদী শাসন বলে।
৪৪। জলযোজন বলতে কী বোঝায়?
উত্তর : রাসায়নিক প্রক্রিয়ায় পানি যুক্ত হয়ে খনিজের যে পরিবর্তন ঘটায়, তাকে জলযোজন বলে।
৪৫। নদীভাঙন কী?
উত্তর : পানিতাত্ত্বিক প্রক্রিয়ায় নদীপাড় নদীগর্ভে বিলীন হওয়াই নদীভাঙন।
৪৬। লালমাই পাহাড়ের আয়তন কত?
উত্তর : লালমাই পাহাড়ের আয়তন ৩৪ বর্গকিলোমিটার।