ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭
এইচএসসি প্রস্তুতি

ভূগোল প্রথম পত্র

হাজেরা বেগম, সিনিয়র প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
হাজেরা বেগম, সিনিয়র প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
শেয়ার
ভূগোল প্রথম পত্র

সৃজনশীল প্রশ্ন

উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

রফিক কাজের সন্ধানে ঢাকা আসে। শহরের মোটরগাড়ি নির্গত গ্যাসের ফলে সে অল্প কয়েক দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে।

ক. পরিবেশদূষণ বলতে কী বোঝায়?

খ. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলাফল লেখো।

গ. উদ্দীপকে উল্লিখিত শহরের পরিবেশগত সমস্যাগুলো বর্ণনা করো।

ঘ. রফিকের অসুস্থ হওয়ার কারণটি মানব স্বাস্থ্যের ওপর কতটুকু প্রভাব ফেলবে বলে তুমি মনে করো। বিশ্লেষণ করো।

 

উত্তর :

ক. প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়াকে পরিবেশদূষণ বলে।

খ. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বায়ুর উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্র সমতলের উচ্চতা বেড়ে যাচ্ছে।

অন্যদিকে পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গ. উদ্দীপকে উল্লিখিত শহরটি হচ্ছে ঢাকা। ঢাকা শহরের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে নতুন নতুন কলকারখানা গড়ে উঠছে এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা জীবকুলের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। ওই শহরের পরিবেশগত সমস্যার মধ্যে বায়ুদূষণের প্রভাবই বেশি।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বায়ু দূষিত হচ্ছে। বর্তমানে মানুষ বায়ুদূষণ রোধে সচেতন নয়, যার কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। ঢাকা শহরে জনসংখ্যা বেশি থাকার কারণে তাদের ব্যবহৃত বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে। ফলে মৃত্তিকা ও পানিদূষণের কারণে মানব স্বাস্থ্যের বিরূপ প্রভাবসহ প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে।

ঘ. রফিকের অসুস্থ হওয়ার কারণ হলো বায়ুদূষণ।

বায়ুদূষণের ফলে মানব স্বাস্থ্য প্রভাবিত হয়। পরিবেশ দূষণকারী পদার্থকে দূষক বলে। দূষক যতক্ষণ বাতাসে থাকে, ততক্ষণই বায়ু দূষিত হয়। এ কারণে অনেক সময় কার্বন ডাই-অক্সাইড গ্যাস দেহের প্রত্যন্ত কোষে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের সঙ্গে লোহিত অস্থিপেশি কোষে অক্সিজেন সরবরাহকারী কণিকার সঙ্গে যুক্ত হয়ে কোষে অক্সিজেন পরিবহন বিঘ্নিত করে। ফলে শরীরিক শক্তি হ্রাস পায়।

দীর্ঘস্থায়ী বায়ুদূষণের ফলে দূষণজনিত রোগ অঙ্গ সংস্থানিক বিকৃতি ও জন্মগত ত্রুটি দেখা যায়। ধূমপানের কারণে উত্পন্ন সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও ওজোন গ্যাস ব্রংকাইটিস সৃষ্টি করে। বায়ুতে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতিতে ক্যান্সার, বন্ধ্যত্ব, ভ্রূণের অস্বাভাবিক বৃদ্ধি ইত্যাদি ঘটতে পারে।

 

জ্ঞানমূলক প্রশ্ন

১। পাত সঞ্চালন কী?

উত্তর : প্লেটগুলো চলাচলই হলো পাত সঞ্চালন।

২। পরিচলন স্রোত কী?

উত্তর : ভূগর্ভস্থ বিভিন্ন পদার্থের তেজস্ক্রিয়তার কারণে প্লেট সঞ্চালনই পরিচলন স্রোত।

৩। আগ্নেয় দ্বীপ কী?

উত্তর : সমুদ্র তলদেশের সাধারণ ভূমিরূপকে আগ্নেয় দ্বীপ বলে?

৪। রকি কী ধরনের পর্বত?

উত্তর : রকি ভঙ্গিল পর্বত।

৫। ওয়েভ ট্রেন কী?

উত্তর : সুনামির পানির একের পর এক উঁচু ঢেউকে ‘ওয়েভ ট্রেন বলে’।

৬। পাড় চাষ কী?

উত্তর : আড়াআড়িভাবে চাষপদ্ধতিকে পাড় চাষ বলে।

৭। নদী পর্যায় কী?

উত্তর : উৎস থেকে মোহনায় পতিত হওয়া পর্যন্ত অবস্থাকে নদী পর্যায় বলে।

৮। কর্দম ছিপি কী?

উত্তর : অশ্বক্ষুরাকৃতি হ্রদের বন্ধ মুখকে কর্দম ছিপি বলে।

৯। ক্যানিয়ন কাকে বলে?

উত্তর : গিরিখাতগুলো অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট্য হলে তাকে ক্যানিয়ন বলে।

১০। খণ্ডচাষ কী?

উত্তর : ভূমির ঢাল বেশি হলে যে প্রক্রিয়ায় চাষাবাদ করা হয় তাকে খণ্ডচাষ বলে।

১১। ভূ-প্রকৃতি কী?

উত্তর : ভূ-প্রকৃতি হচ্ছে একটি দেশের ভূমিরূপের সার্বিক অবস্থা।

১২। ইগজস্ট গ্যাস বলতে কী বোঝায়?

উত্তর : তেলজাতীয় জ্বালানিগুলো দহন ক্রিয়ার ফলে অদৃশ্যমান যে গ্যাস তৈরি হয়, তাকে ইগজস্ট গ্যাস বলে।

১৩। কোন স্তরকে পৃথিবীর সৌর পর্দা বলা হয়?

উত্তর : ওজোনোস্ফিয়ারকে পৃথিবীর সৌর পর্দা বলা হয়।

১৪। CFC কোন স্তরকে ধ্বংস করছে?

উত্তর : CFC ওজোন স্তরকে ধ্বংস করছে।

১৫। বায়ুর আর্দ্রতা কাকে বলে?

উত্তর : বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকে আর্দ্রতা বলে।

১৬। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত?

উত্তর : বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%।

১৭। কোথায় অশ্ব অক্ষাংশের অবস্থান?

উত্তর : আটলান্টিক মহাসাগরের ওপর বিস্তৃত কর্কটীয় শান্ত বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত।

১৮। সমুদস্রোত কাকে বলে?

উত্তর : সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে সমুদ্র স্রোত বলে।

১৯। তুন্দ্রা বায়োম কাকে বলে?

উত্তর : পৃথিবীর সর্ব উত্তরে বৃক্ষহীন এবং শীতলতম স্থান নিয়ে গঠিত বায়োমকে তুন্দ্রা বায়োম বলে।

২০। মহীপ্রান্ত কাকে বলে?

উত্তর : মহীসোপান ও মহীঢালকে একত্রে মহীপ্রান্ত বা Continental margin বলে।

২১। গিরিখাত কী?

উত্তর : সমুদ্র তলদেশের সবচেয়ে গভীরতম অংশকে গিরিখাত বলে।

২২। সাগর কাকে বলে?

উত্তর : মহাসাগর থেকে আংশিক বিচ্ছিন্ন জলভাগকে সাগর বলে।

২৩। আগ্নেয় মেখলা কাকে বলে?

উত্তর : উত্তর প্রশান্ত মহাসাগরের গভীর খাত অঞ্চলে সক্রিয় আগ্নেগিরি ও ভূমিকম্প অধ্যুষিত গোলাকৃতি উপকূলকে আগ্নেয় মেখলা বলে।

২৪। নিরক্ষীয় জলবায়ু কাকে বলে?

উত্তর : নিরক্ষ রেখার উভয় পাশে ৫ ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে জলবায়ু দেখা যায় তাকে নিরক্ষীয় জলবায়ু বলে।

২৫। কোন জলবায়ু অঞ্চলকে ভাসমান বরফের দেশ বলা হয়?

উত্তর : মেরুদেশীয় তুষারাবৃত্ত জলবায়ু অঞ্চলকে ভাসমান বরফের দেশ বলা হয়।

২৬. ভূমিকম্প কাকে বলে?

উত্তর : ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে।

২৭। বায়ুপ্রবাহ মাপক যন্ত্রের নাম কী?

উত্তর : বায়ুপ্রবাহ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার।

২৮। সাইমুম কী?

উত্তর : আরব মালভূমির স্থানীয় বায়ু।

২৯। পৃথিবীর কত ভাগ এলাকা মরুভূমির অন্তর্গত?

উত্তর : পৃথিবীর ১৭ শতাংশ এলাকা মরুভূমির অন্তর্গত।

৩০। পৃথিবীর কত ভাগ এলাকাজুড়ে অরণ্য রয়েছে?

উত্তর : পৃথিবীর ৪০ শতাংশ এলাকাজুড়ে অরণ্য রয়েছে।

৩১। তৃণভূমির বায়োমের প্রধান উদ্ভিদ কী?

উত্তর : তৃণভূমির বায়োমের প্রধান উদ্ভিদ ঘাসজাতীয় গাছ।

৩২। Endemic প্রাণী কাকে বলে?

উত্তর : যেসব প্রাণী একটি নির্দিষ্ট অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তাদের Endemic প্রাণী বলে।

৩৩। অস্ট্রেলিয়া কোন ধরনের ভূমি?

উত্তর : অস্ট্রেলিয়া মহাদেশীয় মালভূমি।

৩৪। পৃথিবীর আনুমানিক ব্যাসার্ধ কত?

উত্তর : পৃথিবীর আনুমানিক ব্যাসার্ধ ছয় হাজার ৪০০ কিলোমিটার।

৩৫। পরম আর্দ্রতা কাকে বলে?

উত্তর : একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে পরম আর্দ্রতা বলে?

৩৬। সাইমুম কাকে বলে?

উত্তর : সাহারা ও আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুকে সাইমুম বলে।

৩৭। বাংলাদেশে বর্ষাকালে কত ভাগ বৃষ্টিপাত হয়?

উত্তর : বাংলাদেশে বর্ষাকালে মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ হয়ে থাকে।

৩৮। জোয়ার-ভাটা কী?

উত্তর : নির্দিষ্ট সময় অন্তর সমুদ্রের পানি ফুলে ওঠা ও নেমে যাওয়াকে জোয়ার-ভাটা বলে।

৩৯। উপকূল বলতে কী বোঝায়?

উত্তর : স্থলভাগ যেখানে সমুদ্রে মিশেছে, সে সংযোগস্থলকে উপকূল বলে।

৪০। মহাসাগর কাকে বলে?

উত্তর : উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল জলরাশিকে মহাসাগর বলে।

৪১। সেন্ট মার্টিন কোন ধরনের দ্বীপ?

উত্তর : সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ।

৪২। বিচূর্ণ ভবন কাকে বলে?

উত্তর : শিলা রাশি চূর্ণবিচূর্ণ ও বিশিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণ ভবন বলে।

৪৩। নদী শাসন কী?

উত্তর : নদীর স্বাভাবিক গতিকে বিভিন্ন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণের চেষ্টাকে নদী শাসন বলে।

৪৪। জলযোজন বলতে কী বোঝায়?

উত্তর : রাসায়নিক প্রক্রিয়ায় পানি যুক্ত হয়ে খনিজের যে পরিবর্তন ঘটায়, তাকে জলযোজন বলে।

৪৫। নদীভাঙন কী?

উত্তর : পানিতাত্ত্বিক প্রক্রিয়ায় নদীপাড় নদীগর্ভে বিলীন হওয়াই নদীভাঙন।

৪৬। লালমাই পাহাড়ের আয়তন কত?

উত্তর : লালমাই পাহাড়ের আয়তন ৩৪ বর্গকিলোমিটার।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

নবম ও দশম শ্রেণি : গণিত

    ফারজানা ইয়াসমিন, প্রভাষক, ছাগলনাইয়া মহিলা কলেজ, ছাগলনাইয়া, ফেনী
শেয়ার
নবম ও দশম শ্রেণি : গণিত

পরিমিতি

বহু নির্বাচনী প্রশ্ন

১। একটি ঘনকের কতটি তল?

  ক. ৪টি   খ. ২টি

  গ. ৩টি   ঘ. ৬টি

২।        সমবৃত্তভূমিক বেলনের বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কত?

  ক. πr2      খ. 2πr2   
গ. 2πrh          ঘ. 2πr (r+h)

      ৩। সমবৃত্তভূমিক বেলনের আয়তন কত?

  ক. 2πr   খ. πr2  
গ.
πr2h   ঘ. 2πr2h

  নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ABCD একটি বর্গক্ষেত্রের দুটি কর্ণ ACBD

কর্ণ দুটির ছেদবিন্দু ঙ। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 4 একক।

৪।        বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

  ক. 2√2  খ. 4

  গ. 2√4          ঘ. 4√2

৫।

ΔOAB এর ক্ষেত্রফল কত 

  ক. 4 একক  খ. 6 একক

  গ. 8 একক  ঘ. 2 একক

৬।        একটি সমবাহু ত্রিভুজের কোন ৩টির পরিমাপ
ক. 900, 450, 450       L. 900, 300, 400

  গ. 600, 600, 600       N. 700, 600, 500

৭।        একটি ঘনক আকৃতির পাথরের এক বাহুর দৈর্ঘ্য

৫ সেন্টিমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?

  ক. 100 বর্গ সেন্টিমিটার
খ.
150 বর্গ সেন্টিমিটার

  গ. 200 বর্গ সেন্টিমিটার

  ঘ. 250 বর্গ সেন্টিমিটার

 

    উত্তর : ১. ঘ ২. খ ৩. গ
৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ।

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা

নতুন দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু নির্বাচনী প্রশ্ন

১।        নতুন দেশ কবিতার উদ্দেশ্য কী?

  ক. ইচ্ছা জাগ্রত করা
খ. পাঠে মনোযোগ বাড়ানো

  গ. শিশুদের মনোবল বাড়ানো        
ঘ. সৃজনশীলতা জাগ্রত করা

২।        রবীন্দ্রনাথের শিশুতোষ গ্রন্থ কোনটি?

  ক. খাপছাড়া খ. খেলনা

  গ. মানসী             ঘ. হ-য-ব-র-ল  

৩।        বাংলা সাহিত্যের কোন শাখা রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠা লাভ করে?

  ক. কবিতা             খ. নাটক

  গ. ছোটগল্প           ঘ. উপন্যাস

৪।

       নাইতে যখন যাই, দেখি সে-এর পরের চরণ কী?

  ক. ডুবতে পারলে দেখি কে        
খ. থাকে কেমন বেশে

  গ. জলের ঢেউয়ে নাচে             
ঘ. দাঁড়িয়ে নদীর তীরে

৫।        নতুন দেশ কবিতায় যে বিষয়গুলো ফুটে উঠেছে

i. প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা

  ii. শিশুর অভিমান

  iii. অপার বিস্ময়   

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

৬।        রবীন্দ্রনাথ ঠাকুর কী অভিধায় অভিহিত?

  ক. পল্লীকবি   খ. বিশ্বকবি

  গ. জাতীয় কবি    ঘ. বিদ্রোহী কবি  

৭।        শিশুটি প্রথম দিন কোথায় নৌকা দেখেছিল?

  ক. মাঝ নদীতে    খ. ঘাটের কাছে

  গ. খালের পাশে   ঘ. সমুদ্রে

৮।

       জলের ধারে কী দাঁড়িয়ে আছে?

  ক. শহর         খ. পাহাড়

  গ. বাঘের ছানা         ঘ. নারিকেল বন

৯।        নৌকা চলে কিসের টানে?

  ক. দাঁড়ের বলে    খ. ভাটার টানে

  গ. মাঝির শক্তিতে       ঘ. পালের টানে

১০। ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে

  i. সূর্য    ii. চন্দ্র

  iii. পৃথিবী

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগত্টাকে

১১।       উদ্দীপকের কবিতাংশের সাথে তোমার পঠিত কবিতা কোনটি?

  ক. সবার আমি ছাত্র  খ. কুলি-মজুর

  গ. নতুন দেশ      ঘ. আমার বাড়ি

১২।

       কবিতাংশে ফুটে উঠেছে

  i. শিশুসুলভ আচরণ

  ii. শিশুর মনের সাধ

  iii. নতুনকে জানার ইচ্ছা  

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

১৩।       সোনার তরী’—কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  ক. কাজী নজরুল ইসলাম      
খ. রবীন্দ্রনাথ ঠাকুর

  গ. জসীমউদ্দীন     ঘ. মহাদেব সাহা

১৪।       রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

  ক. ১৯১১             খ. ১৯১২

  গ. ১৯১৩        ঘ. ১৯১৪

১৫।       রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

  ক. বনফুল        খ. গীতাঞ্জলি

  গ. নতুন দেশ          ঘ. খাপছাড়া

১৬।       রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে?

  ক. ১৮৯৯        খ. ১৯২০ 

  গ. ১৯৪৩        ঘ. ১৯৪১

১৭।

       রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে নতুন দেশ কবিতাটি নেওয়া হয়েছে?

  ক. বলাকা    খ. ক্ষণিকা

  গ. সহজ পাঠ      ঘ. তৃণাঙ্কুর

১৮।       ভাটা শব্দের অর্থ কী?

  ক. জলের আগমন  
খ. ভাটার গান

  গ. বর্ধিত জল কমে যাওয়া   
ঘ. জলের পতন

১৯।       নাইতে যখন যাই, দেখি সে/জলের টেউয়ে নাচে’—এখানে কোন দিকটি ফুটে উঠেছে?

  ক. চেতনা   খ. সৌন্দর্য চেতনা

  গ. দৃষ্টিভঙ্গি            ঘ. শিল্পবোধ

২০।       জলের ঢেউয়ে কী নাচে?

  ক. নৌকা    খ. মাঠ

  গ. শস্য          ঘ. মাছ

 

  উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. খ
৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ
১৭. গ ১৮. গ ১৯. খ  ২০. ক।

 

 

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

    বিশ্বজিৎ দাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

বিষয়ভিত্তিক পরামর্শ

  তোমাদের অনেকের কাছে পদার্থবিজ্ঞান অনেক কঠিন লাগে। ভয়ের কিছুই নেই। এ বিষয়ে রয়েছে দুটি অংশ। ২৫ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের সিকিউ।

এমসিকিউ ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। উত্তর দিতে হবে ২৫ মিনিটে। সময় নির্দিষ্ট, তাই অপেক্ষাকৃত সহজ প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়া ভালো।
অনেক সময় জটিল অঙ্কের এমসিকিউ দেওয়া থাকে। শর্টকাট পদ্ধতি জানা না থাকলে সেই সব অঙ্কের সমাধান দ্রুত বের করা কঠিন। তাই সহজ ও জানা উত্তরগুলো আগে দেওয়া জরুরি।
এমসিকিউ অংশে সাধারণত বিভিন্ন রাশির মান, একক ও মাত্রা সম্পর্কে প্রশ্ন থাকে।
গ্রাফ সম্পর্কিত একটি বা দুটি এমসিকিউ থাকে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে সাধারণত সংজ্ঞা থেকে কুইজ টাইপ প্রশ্ন করা হয়। এসব তথ্য পদার্থবিজ্ঞানের মূল বইগুলোতেই পাবে। বিভিন্ন বোর্ডে আসা বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো সমাধান করলে এমসিকিউ অংশে ভালো করতে পারবে।

  পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভৌত জগত ও পরিমাপ, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম (আংশিক), পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বএই আটটি অধ্যায় রয়েছে।

প্রথম পত্রের সিকিউ অংশে আটটি করে প্রশ্ন থাকবে। পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি সিকিউতে চারটি অংশ থাকবে। জ্ঞানমূলক-১, অনুধাবনমূলক-২, প্রয়োগমূলক-৩ এবং উচ্চতর দক্ষতামূলক-৪, মোট ১০ নম্বর। একই প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখা ভালো। 

  পদার্থবিজ্ঞানের একটা সুবিধা হলোপ্রতিটি অধ্যায় থেকে সাধারণত একটি করে সিকিউয়ের উত্তর দিতে হয়। যেহেতু তোমাকে আটটি মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেহেতু তুমি অল্প কয়েকটি অধ্যায় ভালোমতো পড়লেই সিকিউয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে। 

  স্পষ্টভাবে উত্তর লিখবে। কাটাকাটি এড়িয়ে চলবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে সঠিকভাবে একক লিখবে। উচ্চতর দক্ষতাভিত্তিক সমাধানের ক্ষেত্রে সাধারণত তোমার কাছে একটি সিদ্ধান্ত চাওয়া হয়। সেটি লিখতে ভুলবে না। খাতা জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে।

মন্তব্য

ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। ছবি : সংগৃহীত

এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগে সামার-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদের জন্য শতকরা ২০ ভাগ বৃত্তি ও সেমিস্টারসেরাদের উপবৃত্তি দেওয়া হবে।

 

কোর্স

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালিসিস।

 

যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।

ব্যাচেলর পরীক্ষায় সর্বনিম্ন সিজিপিএ ২.৫০ (৪.০০ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে।

 

আবেদন

এরই মধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান ভবনের ১১ তলার লোক প্রশাসন বিভাগের কার্যালয় থেকে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই।

ভর্তি পরীক্ষা ২৫ জুলাই।

 

যোগাযোগ

সামাজিক বিজ্ঞান ভবন (১১ তলা)

লোক প্রশাসন বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

মোবাইল : ০১৭১১৯৮৫১৮৬, ০১৪০০৯৮৫১৮৬

 

ওয়েবসাইট
www.dupublicad.com

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ