৬০ টাকায় ৩ টাকা লাভ হলে, শতকরা লাভ কত টাকা?
ক. ৩ খ. ৫
গ. ৮ ঘ. ১০
১৪। রম্বস ও বর্গের মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান?
ক. কর্ণদ্বয় সমান
খ. কোণগুলো সমান
গ. কোণগুলো সমকোণ
ঘ. বাহুগুলো সমান
১৫। নিচের কোনটি প্রক্রিয়া প্রতীক?
ক. > খ. -
গ. ÷ ঘ. =
১৬। ১ হেক্টর = কত বর্গমিটার?
ক. ১০০ খ. ১০০০
গ. ১০০০০ ঘ. ১০০০০০
১৭। ০.১ কে বলে—
ক. শতাংশ খ. দশমাংশ
গ. একক ঘ. সহস্রাংশ
১৮। ২.১ কতটি ০.১ দ্বারা গঠিত?
ক. ২০টি খ. ২২টি
গ. ২১টি ঘ. ১৯টি
১৯। আন্তর্জাতিক রীতিতে ০টা ২৫ মিনিট হলে দেশীয় রীতিতে তা কত হবে?
ক. সকাল ৭টা ২৫ মিনিট
খ. রাত ৯টা ২৫ মিনিট
গ. রাত ১২টা ২৫ মিনিট
ঘ. রাত ১টা ২৫ মিনিট
২০। গ.সা.গু-এর পূর্ণরূপ কী?
ক. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
খ. লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
গ. লঘিষ্ঠ সাধারণ গুণিতক
ঘ. গরিষ্ঠ সাধারণ গুণিতক
২১। কম্পিউটারের মূল অংশ কোনটি?
ক. স্পিকার খ. কিবোর্ড
গ. মনিটর ঘ. মেমোরি
২২। সংখ্যা ৭-এর টালি চিহু কোনটি?

২৩। ১ গ্রাম সমান কত ডেকা গ্রাম?
ক. ০.০১ খ. ০.০২
গ. ০.১০ ঘ. ০.৫০
২৪। ব্যবহার শেষে কোন বোতাম টিপে ক্যালকুলেটর বন্ধ করতে হয়?
ক. MRC খ. ON/AC
গ. M ঘ. OFF
(ii) সংক্ষেপে উত্তর দাও : 1x10 = ১০
ক. গুণক ২৫, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত?
খ. ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৭টি ডিমের দাম কত?
গ. ৮x৩.১৪ এর মান কত?
ঘ. রম্বস এক ধরনের কী?
ঙ. তিনটি অপ্রকৃত ভগ্নাংশ লেখো।
চ. আয়তাকার ব্ল্যাকবোর্ডের চার কোনায় কোন ধরনের কোণ রয়েছে?
ছ. ‘%’ দ্বারা কী প্রকাশ করা হয়?
জ. ১ দিনকে সেকেন্ডে প্রকাশ করো।
ঝ. ১২/৫৪ = ২/... ; ফাঁকা ঘরে কী বসবে?
ঞ. ভাজ্য ভাজকের ২০ গুণ। ভাজক ২ ভাগের ১ হলে, ভাজ্য কত?
(iii) ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা, একটি কাপের মূল্য ১৪৫ টাকা। ৮
ক. ২০টি কাপের মূল্য কত?
খ. ১২টি প্লেটের মূল্য কত?
গ. ৬টি প্লেটের মূল্য কত?
ঘ. ১১৯০ টাকায় কতটি প্লেট কেনা যাবে?
অথবা, মামুন সাহেব সংসার খরচ বাবদ ৫৬০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ৩৮৫০ টাকা প্রতি মাসে ব্যয় করেন।
ক. প্রতি মাসে তিনি কত টাকা ব্যয় করেন? ২
খ. মাসিক বেতন ২০,০০০ টাকা হলে তিনি কত টাকা জমা করেন? ২
গ. ৫ মাসে তিনি কত টাকা জমা করেন? ২
ঘ. ১০ বছরে কত জমা হবে? ২
(iv) একটি রাস্তায় ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে আছে।
ক. সংখ্যা দুটির ৫টি করে গুণিতক লেখো।
খ. কত মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে?
গ. সংখ্যা দুটির গ.সা.গু কত?
ঘ. খ, গ-এর প্রাপ্ত মানের গুণনীয়কগুলো লেখো।
অথবা,
৫ম শ্রেণির গণিত ক্লাসে শিক্ষক বোর্ডে ৩২, ৪৮ ও ৮০ সংখ্যা তিনটি লিখে এদের ল.সা.গু নির্ণয় করতে বললেন।
ক. কোন সংখ্যাগুলোর গ.সা.গু ১ হবে?
খ. তুমি কিভাবে গ.সা.গু নির্ণয় করবে?
গ. সংখ্যাগুলোর ল.সা.গু কত?
ঘ. এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, যাকে ৩২, ৪৮ ও ৮০ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২৪, ৪০ ও ৭২ অবশিষ্ট থাকে।
(v) হাবিব সাহেব তাঁর সম্পত্তির ৪ ভাগের ১ অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন।
ক. হাবিব সাহেব তাঁর নিজের জন্য রাখার পর তাঁর সম্পত্তির আর কত অংশ বাকি রইল? ২
খ. প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? ৩
গ. হাবিব সাহেবের সম্পত্তির মূল্য ২,০০,০০০ টাকা হলে, প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? ৩
অথবা, একটি হোস্টেলে প্রতিদিন ৩ কুইন্টাল চাল লাগে।
ক. ৩ দিনে কত কুইন্টাল চাল লাগে? ২
খ. ৬ দিনে কত কুইন্টাল চাল লাগে? ৩
গ. ৩৩ কুইন্টাল চালে কত দিন চলবে? ৩
(vi) একটি বাক্সে ২০টি কমলার মধ্যে আমরা ৩টির ওজন মেপে পেলাম যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম ও ৩৭১ গ্রাম।
ক. গড় নির্ণয়ের সূত্রটি লেখো। ২
খ. কমলা তিনটির গড় ওজন কত? ৩
গ. গড় ওজনের ভিত্তিতে ২০টি কমলার মোট ওজন কত? ৩
অথবা, কফিল উদ্দিন আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ৭ জন ছাত্র/ছাত্রীর গণিত বিষয়ে প্রাপ্ত মোট নম্বর ৫৬০। প্রথম তিনজনের প্রাপ্ত মোট নম্বর ২১০ এবং শেষ তিনজনের প্রাপ্ত মোট নম্বর ২৪০।
ক. প্রথম তিনজনের গড় নম্বর কত?
২
খ. শেষ তিনজনের গড় নম্বর কত?
২
গ. প্রথম তিনজনের প্রাপ্ত নম্বর এবং শেষ তিনজনের প্রাপ্ত নম্বরের পার্থক্য কত? ২
ঘ. সাতজনের গড় নম্বর কত? ২
(vii) রেজার ওজন ৩৬.৫ কেজি, তার ভাই ও বাবার ওজন তার ওজনের ০.৮ গুণ ও ১.৬ গুণ। তার ভাই ও বাবার ওজন নির্ণয় করো। ৮
অথবা, পুজা কোনো ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দিল। আসল কত ছিল? ৮
(viii) জ্যামিতি : (ক) ৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁক এবং এর ব্যাস, ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত করো এবং বিবরণ লেখো। ৪
(খ) চিত্রসহ সংজ্ঞা (২টি) :
৩x২ = ৬
রম্বস, সামান্তরিক, জ্যা
(ix) একটি ত্রিভুজাকার জমির ভূমির পরিমাপ ৫৬০ মিটার এবং উচ্চতা ৩০০ মিটার।
ক. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? ২
খ. ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল কত? ২
গ. জমির ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। ২
ঘ. ভূমির পরিমাপ ৫০ মিটার কম হলে, ক্ষেত্রফল কত হবে? ২
অথবা, রাজুর উচ্চতা ১.৩৫ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসিমিটার।
ক. এক মিটারে কত মিলিমিটার? ২
খ. দুজনের উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করো। ৩
গ. দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? ৩
(x) একটি ট্রেন কোন শহর ৮.৫০টায় ত্যাগ করে ১২.২৫টায় গন্তব্যে পৌঁছায়। পৌঁছতে কতক্ষণ লাগল?
অথবা, পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী বাংলা বিষয়ে নিম্নরূপ নম্বর পেয়েছে। এ উপাত্ত থেকে স্তম্ভলেখ আঁক।
৮৫, ৭৫, ৭০, ৮০, ৬৫, ৫৫।