[ডান পাশে প্রশ্নের মান দেওয়া আছে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
সময় : ৩ ঘণ্টা পূর্ণমান : ১০০
নমুনা প্রশ্ন-১
১। (ক) বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
[ডান পাশে প্রশ্নের মান দেওয়া আছে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
সময় : ৩ ঘণ্টা পূর্ণমান : ১০০
নমুনা প্রশ্ন-১
১। (ক) বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা,
(খ) নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ লেখো (যেকোনো ৫টি) :
নক্ষত্র, ধ্রুপদী, তত্ত্বাবধায়ক, ইদানিং, একাডেমি, উদ্বিগ্ন, অভিলাষ, ঐতিহ্য।
২। (ক) বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী অ-তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদারহণসহ লেখো।
অথবা,
(খ) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
৩। (ক) অর্থ অনুসারে শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।
অথবা,
(খ) নিচের শব্দগুলো কোনটি কোন পদ নির্দেশ করো (যেকোনো ৫টি) :
i) সীমার মাঝে অসীম তুমি।
ii) আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
iii) বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
iv) গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে?
v) বড়ো মার খেয়েছিলি নারে শ্রীকান্ত?
vi) তাতে আমার কী এলো গেল।
vii) আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
viii) তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে।
৪।
হাতুড়ে, শৈশব, যাচাই, সহিষ্ণু, সুলভ, প্রাচুর্য, বৈদিক, মুক্তি
অথবা,
(ক) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যেকোনো পাঁচটি) :
অনতিবৃহৎ, একরোখা, ক্রীতদাস, আমূল, জ্যোত্স্না রাত, ঘোড়ার ডিম, চতুর্ভুজ, চাঁদমুখ।
৫। (ক) একটি সার্থক বাক্য গঠনের জন্য কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণসহ আলোচনা করো।
অথবা,
(খ) বাক্য রূপান্তর করো ( যেকোনো পাঁচটি) :
i) ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব। (জটিল)
ii) শুধু তুমি গেলেই হবে। (প্রশ্নবাচক)
iii) দারিদ্র্যকে জয় করতে হলে পরিশ্রম করো। (মিশ্র)
iv) তারা যাবে না কোথাও। (অস্তিবাচক)
v) কর্মের অনুরূপ ফল। (জটিল)
vi) হিমালয় এমন পর্বত যে, তাকে অতিক্রম করা সত্যিই কঠিন। (সরল)
vii) সমাজে পেশিশক্তির চেয়ে সৌজন্যের মর্যাদা বেশি। (যৌগিক)
viii) উপায়ান্তর না থাকলে দেশান্তরে যেতে হবে। (নেতিবাচক)
৬। (ক) নিচের বানানগুলো শুদ্ধ করে লেখো (যেকোনো পাঁচটি) :
যদ্যাপি, মুষ্ঠি, অপরাহ্ন, কল্যাণীয়েসু, পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ, মহূমহূ, পক্ক, সবিনয়পূর্বক
অথবা,
(খ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো (যেকোনো পাঁচটি) :
i) মেয়েটি ভয়ানক সুন্দরী।
ii) অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
iii) বাড়ির পাশেই ভীষণ অরণ্য।
iv) যেমন বুনো কচু তেমনি বাঘা তেতুঁল।
v) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
vi) মদকাশক্তি ভাল নয়।
vii) নতুন নতুন ছেলেগুলো উত্পাত করছে।
viii) কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় শিং।
৭। (ক) পারিভাষিক শব্দ লেখো (যেকোনো ১০টি) :
Dynamic, Manuscript, Walk-out, Fiction, Penal-code, Carton, Republic, Embargo, White-paper, Civil-war, Terminology, Autocracy, Feudal, Deputation, Interpreter
অথবা,
(খ) বাংলায় অনুবাদ করো :
We should bear the courage to say the right things. We need not fear men nor for what others think of us. So long as our purpose is honest God will be on our side and with His help, we shall be able to encourage the weak. Thus we shall be able to march in life and scarch its goal.
৮। (ক) ‘সোনারগাঁও লোকশিল্প জাদুঘর’ ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা করো।
অথবা,
(খ) দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
৯। (ক) সাম্প্রতিক সময়ে পিতা হারানো বন্ধুকে সান্ত্বনা দিয়ে একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) ভিপিপি ডাকযোগে বই প্রেরণের জন্য অনুরোধ জানিয়ে পুস্তক প্রকাশকের নিকট একটি চিঠি লেখো।
১০। (ক) সারাংশ লেখো :
মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃহৃদয়ের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না—দুর্বল, অসহায় পক্ষীশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীয় পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ করো :
পথের প্রান্তে আমার তীর্থ নয়,
পথের দু’ধারে আছে মোর দেবালয়।
১১। (ক) মনে করো একটি শিশু হারিয়ে গেছে। সে পথের ধারে বসে কাঁদছে। এ নিয়ে হারানো শিশু ও পথচারীর মধ্যে একটি সংলাপ লেখো।
অথবা,
(খ) নিচের গল্প সংকেত অবলম্বনে একটি খুদে গল্প রচনা করো।
গল্পসংকেত : শৈশব স্মৃতির মধ্যে অধিকাংশ স্মৃতিই সেরা। নানা রকম ঘুড়ি ওড়ানো, চোর-পুলিশ খেলা, মার্বেল খেলা, হাডুডু, গোল্লাছুট, আরো কত কি।
১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ২০
(ক) বাংলাদেশের পোশাকশিল্প
(খ) ইন্টারনেট ও আজকের বিশ্ব
(গ) আমাদের স্বাধীনতা সংগ্রাম
(গ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
(ঘ) বাংলাদেশের পর্যটনশিল্প।
নমুনা প্রশ্ন-২
১। (ক) বাংলা ‘এ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো। ৫
অথবা,
(খ) নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ লেখো (যেকোনো পাঁচটি) :
অত্যন্ত, অধ্যক্ষ, পদ্ম, ঐতিহ্য, সংরক্ষিত, দুঃসহ, অভিজ্ঞ, কক্ষ।
২। (ক) বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদারহণসহ লেখো। ৫
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো :
দৈন্যতা, শুধুমাত্র, ক্ষনজীবি, মনোকষ্ট, ষ্টেশন, পারিবারবর্গ, মুমুর্সু, আকাংখা।
৩। (ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিন্যাস আলোচনা করো। ৫
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য নির্বাচন করো :
কয়েক দিন জ্বরে ভুগে রিমি নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছে। ওর কষ্ট দেখে মায়ের মন মানে না। সে মাকে সন্তুষ্ট করার জন্য খুব কষ্টে খেতে চেষ্টা করে।
৪। (ক) ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে’ উক্তিটি বিশ্লেষণ করো। ৫
অথবা,
(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো
(যেকোনো পাঁচটি) :
অনাচার, সিংহাসন, রাজপথ, দম্পতি, বহুব্রীহি, জলজ, তেমাথা, হেডপণ্ডিত।
৫। (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণাবলি উদাহরণসহ আলোচনা করো। ৫
অথবা,
(খ) বাক্য রূপান্তর করো (যেকোনো পাঁচটি) :
i) ধনীরা প্রায় কৃপণ হয়। (জটিল)
ii) দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞা)
iii) তারা কী পাষাণ? (নেতিবাচক)
iv) দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
v) সকলের কল্যাণ কামনা করছি। (প্রার্থনাসূচক)
vi) ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
vii) পরিশ্রম কর তবে ফল পাবে। (মিশ্র)
viii) লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল)
৬। (ক) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো (যেকোনো পাঁচটি) : ৫
i) পুন্যবানরা সম্মানীত।
ii) সভায় অনেক ছাত্ররা এসেছিলো।
iii) সে-ই এই মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।
iv) তিনি আরোগ্য হলেন।
v) এ কথা প্রমাণ হয়েছে।
vi) পরবর্তীতে আপনি আসবেন।
vii) শাহজাহানপুরে বিরাট গরু ছাগলের হাট বসেছে।
viii) সব পাখিরা ঘর বাঁধে না।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো :
আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধতম করে লিখার ব্যাপারে তাহারা সচেষ্টিত নহেই, বরং অবস্থা দৃষ্টিতে মনে হয় তাহারা যেন ভুল করিবার প্রতিযোগীতায় অবতির্ন হইয়াছে।
৭। (ক) পারিভাষিক শব্দ লেখো (যেকোনো ১০টি) : ১০
Assembly, Bureaucracy, Calendar, Dividend, Follow-up, Gratuity, Idiom, Up-to-date, Pay order, Zone, Biodata, Fiction, Green-house, Walk-out, Agenda.
অথবা,
(খ) বাংলায় অনুবাদ করো :
There is no greater misfortune in life than blindness. A blind person cannot see the beauties of nature. He cannot see the lovely hues of the butterfly.
He cannot discover the treasure of human thought lying in books. He
cannot write to express his thought.
৮। (ক) তোমার কলেজ থেকে যাওয়া শিক্ষা সফরের ওপরে এক দিনের একটি দিনলিপি প্রস্তুত করো। ১০
অথবা,
(খ) সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকারের সুপারিশসহ একটি প্রতিবেদন
রচনা করো।
৯। (ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি ই-মেইল তৈরি করো। ১০
অথবা,
(খ) যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।
১০। (ক) সারমর্ম লেখো : ১০
দৈন্য যদি আসে আসুক,
লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পাণে যদি না চাহে ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ করো :
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
১১। (ক) ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা করো। ১০
অথবা,
প্রদত্ত উদ্দীপকের আলোকে ‘বন্ধুত্ব’ বিষয়ে একটি খুদে গল্প রচনা করো :
হোস্টেলের বিছানায় একা কাতরাতে থাকে শিমুল...
১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ২০
(ক) ইন্টারনেট ও আজকের বিশ্ব
(খ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
(গ) আমাদের স্বাধীনতা সংগ্রাম
(ঘ) জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন
(ঙ) কর্মমুখী শিক্ষা।
সম্পর্কিত খবর
পরিমিতি
বহু নির্বাচনী প্রশ্ন
১। একটি ঘনকের কতটি তল?
ক. ৪টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৬টি
২। সমবৃত্তভূমিক বেলনের বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কত?
ক. πr2 খ. 2πr2
গ. 2πrh ঘ. 2πr (r+h)
৩। সমবৃত্তভূমিক বেলনের আয়তন কত?
ক. 2πr খ. πr2
গ. πr2h ঘ. 2πr2h
নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ABCD একটি বর্গক্ষেত্রের দুটি কর্ণ AC ও BD।
৪। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
ক. 2√2 খ. 4
গ. 2√4 ঘ. 4√2
৫।
ক. 4 একক খ. 6 একক
গ. 8 একক ঘ. 2 একক
৬। একটি সমবাহু ত্রিভুজের কোন ৩টির পরিমাপ—
ক. 900, 450, 450 L. 900, 300, 400
গ. 600, 600, 600 N. 700, 600, 500
৭। একটি ঘনক আকৃতির পাথরের এক বাহুর দৈর্ঘ্য
৫ সেন্টিমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?
ক. 100 বর্গ সেন্টিমিটার
খ. 150 বর্গ সেন্টিমিটার
গ. 200 বর্গ সেন্টিমিটার
ঘ. 250 বর্গ সেন্টিমিটার
উত্তর : ১. ঘ ২. খ ৩. গ
৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ।
কবিতা
নতুন দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘নতুন দেশ’ কবিতার উদ্দেশ্য কী?
ক. ইচ্ছা জাগ্রত করা
খ. পাঠে মনোযোগ বাড়ানো
গ. শিশুদের মনোবল বাড়ানো
ঘ. সৃজনশীলতা জাগ্রত করা
২। রবীন্দ্রনাথের শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. খাপছাড়া খ. খেলনা
গ. মানসী ঘ. হ-য-ব-র-ল
৩। বাংলা সাহিত্যের কোন শাখা রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠা লাভ করে?
ক. কবিতা খ. নাটক
গ. ছোটগল্প ঘ. উপন্যাস
৪।
ক. ডুবতে পারলে দেখি কে
খ. থাকে কেমন বেশে
গ. জলের ঢেউয়ে নাচে
ঘ. দাঁড়িয়ে নদীর তীরে
৫। ‘নতুন দেশ’ কবিতায় যে বিষয়গুলো ফুটে উঠেছে—
i. প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা
ii. শিশুর অভিমান
iii. অপার বিস্ময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কী অভিধায় অভিহিত?
ক. পল্লীকবি খ. বিশ্বকবি
গ. জাতীয় কবি ঘ. বিদ্রোহী কবি
৭। শিশুটি প্রথম দিন কোথায় নৌকা দেখেছিল?
ক. মাঝ নদীতে খ. ঘাটের কাছে
গ. খালের পাশে ঘ. সমুদ্রে
৮।
ক. শহর খ. পাহাড়
গ. বাঘের ছানা ঘ. নারিকেল বন
৯। নৌকা চলে কিসের টানে?
ক. দাঁড়ের বলে খ. ভাটার টানে
গ. মাঝির শক্তিতে ঘ. পালের টানে
১০। ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে—
i. সূর্য ii. চন্দ্র
iii. পৃথিবী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগত্টাকে’
১১। উদ্দীপকের কবিতাংশের সাথে তোমার পঠিত কবিতা কোনটি?
ক. সবার আমি ছাত্র খ. কুলি-মজুর
গ. নতুন দেশ ঘ. আমার বাড়ি
১২।
i. শিশুসুলভ আচরণ
ii. শিশুর মনের সাধ
iii. নতুনকে জানার ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ‘সোনার তরী’—কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন ঘ. মহাদেব সাহা
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ খ. ১৯১২
গ. ১৯১৩ ঘ. ১৯১৪
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. বনফুল খ. গীতাঞ্জলি
গ. নতুন দেশ ঘ. খাপছাড়া
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে?
ক. ১৮৯৯ খ. ১৯২০
গ. ১৯৪৩ ঘ. ১৯৪১
১৭।
ক. বলাকা খ. ক্ষণিকা
গ. সহজ পাঠ ঘ. তৃণাঙ্কুর
১৮। ‘ভাটা’ শব্দের অর্থ কী?
ক. জলের আগমন
খ. ভাটার গান
গ. বর্ধিত জল কমে যাওয়া
ঘ. জলের পতন
১৯। ‘নাইতে যখন যাই, দেখি সে/জলের টেউয়ে নাচে’—এখানে কোন দিকটি ফুটে উঠেছে?
ক. চেতনা খ. সৌন্দর্য চেতনা
গ. দৃষ্টিভঙ্গি ঘ. শিল্পবোধ
২০। জলের ঢেউয়ে কী নাচে?
ক. নৌকা খ. মাঠ
গ. শস্য ঘ. মাছ
উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. খ
৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ
১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক।
বিষয়ভিত্তিক পরামর্শ
তোমাদের অনেকের কাছে পদার্থবিজ্ঞান অনেক কঠিন লাগে। ভয়ের কিছুই নেই। এ বিষয়ে রয়েছে দুটি অংশ। ২৫ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের সিকিউ।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভৌত জগত ও পরিমাপ, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম (আংশিক), পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব—এই আটটি অধ্যায় রয়েছে।
পদার্থবিজ্ঞানের একটা সুবিধা হলো—প্রতিটি অধ্যায় থেকে সাধারণত একটি করে সিকিউয়ের উত্তর দিতে হয়। যেহেতু তোমাকে আটটি মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেহেতু তুমি অল্প কয়েকটি অধ্যায় ভালোমতো পড়লেই সিকিউয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে।
স্পষ্টভাবে উত্তর লিখবে। কাটাকাটি এড়িয়ে চলবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে সঠিকভাবে একক লিখবে। উচ্চতর দক্ষতাভিত্তিক সমাধানের ক্ষেত্রে সাধারণত তোমার কাছে একটি সিদ্ধান্ত চাওয়া হয়। সেটি লিখতে ভুলবে না। খাতা জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে।
এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগে সামার-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদের জন্য শতকরা ২০ ভাগ বৃত্তি ও সেমিস্টারসেরাদের উপবৃত্তি দেওয়া হবে।
কোর্স
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালিসিস।
যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।
আবেদন
এরই মধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান ভবনের ১১ তলার লোক প্রশাসন বিভাগের কার্যালয় থেকে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই।
যোগাযোগ
সামাজিক বিজ্ঞান ভবন (১১ তলা)
লোক প্রশাসন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
মোবাইল : ০১৭১১৯৮৫১৮৬, ০১৪০০৯৮৫১৮৬
ওয়েবসাইট
www.dupublicad.com