ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

কোরআনের আমল

হাসানুল কাদির
হাসানুল কাদির
শেয়ার
কোরআনের আমল

জাদুর ক্ষতি থেকে রক্ষা মিলবে

কারো ওপর জাদুর সন্দেহ হলে নিচের আয়াতগুলো লিখে তাবিজরূপে গলায় বেঁধে রাখবে অথবা তস্তরিতে লিখে ধুয়ে খাওয়াবে। তাহলে জাদুর ক্ষতি থেকে মুক্তি মিলবে, ইনশা আল্লাহ। এটি বহু পরীক্ষিত আমল। আয়াতগুলো হলো-

'ফালাম্মা আলকাও কা-লা মূসা মা- জি'তুম বিহিস সিহরু, ইন্নাল্লাহা সায়ুবতিলুহূ, ইন্নাল্লাহা লা য়ুসলিহু আমালাল মুফসিদীন।

ওয়া য়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমা-তিহী ওয়া লাও কারিহাল মুজরিমূনা' (সুরা ইউনূস, আয়াত ৮১-৮২)।

নৌকা তথা জলযানে সফর করার দোয়া

সুরা হুদের ৪১ নম্বর আয়াত হলো- 'বিসমিল্লাহি মাজরি-হা ওয়া মুরসা-হা ইন্না রাব্বী লা গাফূরুর রাহীম।' এই আয়াতটি তিলাওয়াত করলে নৌকাসহ সব ধরনের জলযানে বিপদাপদ থেকে ইনশা আল্লাহ নিরাপত্তা মিলবে। শীতযুক্ত জ্বর হলে এ আয়াত কুলের কাঠে লিখে গলায় বেঁধে দিলে ইনশা আল্লাহ তা থেকে আরোগ্য মিলবে।

কর্মচারী বা অধীনরা অবাধ্য হলে

সুরা হুদের ৫৬ নম্বর আয়াত হলো- 'ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বী ওয়া রাব্বিকুম, ওয়া মা- মিন দা----ব্বাতিন ইল্লা হুওয়া আ-খিযুম বিনা-সিয়াতিহা, ইন্না রাব্বী আলা সিরাতিম মুসতাকীম।' কোনো কর্মচারী বা অধীন ব্যক্তি মালিকের অবাধ্য হয়ে গেলে তার মাথার সামনের চুলগুলো শক্তভাবে ধরে তিনবার এই আয়াত তিলাওয়াত করে তার ওপর ফুঁ দেবে। ইনশা আল্লাহ, সে অনুগত হবে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ