(আল-বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩১৫)
* হাঁটু ধরার সময় আঙুলগুলোকে ফাঁক করে রাখা। (হিদায়া-খ. ১, পৃ. ১০৬)
* পায়ের গোছাকে সোজা রাখা। (আল ফিক্হ আলাল মাজাহিবিল আরবাআ-খ. ১, পৃ. ২৫৮)
* পিঠকে বিছিয়ে দেওয়া। (বাদাইউস সানায়ে'-খ. ১, পৃ. ২০৮)
* মাথা ও নিতম্বকে বরাবর রাখা। (বাদাইউস সানায়ে'-খ. ১, পৃ. ২০৮)
* রুকুতে কমপক্ষে তিনবার 'সুবহানা রাব্বিয়াল আজিম' পড়া। (হিদায়া-খ. ১, পৃ. ১০৬)
* রুকু থেকে উঠার সময় ইমামের 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলা, মুক্তাদির 'রাব্বানা লাকাল হামদ্' বলা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩১৬)
সিজদার সুন্নাত ১২টি
* সিজদার তাকবির বলা। (আল ফিকহ আলাল মাজাহিবিল আরবাআ-খ. ১, পৃ. ২৪২)
* সিজদায় প্রথমে উভয় হাঁটু রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩১৭)
* তারপর উভয় হাত রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩১৭)
* তারপর নাক রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩১৭)
* তারপর কপাল রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩১৭)
* উভয় হাতের মাঝে সিজদা করা (আসসি'আয়াহ-খ. ২, পৃ. ১৯৫)
* সিজদায় পেটকে ঊরু থেকে পৃথক রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩২০)
* বাহুদ্বয়কে বগল থেকে পৃথক রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩২০)
* কনুইকে জমিন থেকে পৃথক রাখা। (আল ফিকহুল ইসলামী-খ. ১, পৃ. ৭০৭)
* সিজদায় কমপক্ষে তিনবার 'সুবহানা রাব্বিয়াল আ'লা' পড়া (সিআয়াত-খ. ১, পৃ. ১৯৮)
* সিজদা থেকে উঠার সময় তাকবির বলা। (বাদাইউস সানায়ে'-খ. ১, পৃ. ২১০)
* সিজদা থেকে উঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, তারপর দুই হাত, তারপর হাঁটু উঠানো এবং উভয় সিজদার মাঝে স্থিরভাবে বসা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ১১৭)
বসার সুন্নাত ১৩টি
* ডান পা খাড়া রাখা, বাঁ পা বিছিয়ে তার ওপর বসা, উভয় পায়ের আঙুলকে যথাসম্ভব কিবলামুখী রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩২৩)
* উভয় হাত ঊরুর ওপর রাখা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩২৩)
* তাশাহ্হুদের মধ্যে 'আশহাদু আল্লা ইলাহা'-এর ওপর শাহাদাত আঙুলকে ওপরের দিকে উঁচু করা এবং 'ইল্লাল্লাহু' বলার সময় ঝুঁকিয়ে দেওয়া। (রদ্দুল মুহতার-খ. ১, পৃ. ৫০৮)
* শেষ বৈঠকে দরুদ শরিফ পড়া। (বাদাইউস সানায়ে'-খ. ১, পৃ. ২১৩)
* দরুদ শরিফের পর দোয়ায়ে মাসুরা পড়া। (বাদাইউস সানায়ে'-খ. ১, পৃ. ৭১২)
* উভয় দিকে সালাম ফিরানো। (আল ফিক্বহুল ইসলামী-খ. ১, পৃ. ৭২৪)
* সালামকে ডান দিকে থেকে আরম্ভ করা। (বাদাইউস সানায়ে'-খ. ১, পৃ. ২১৪)
* ইমামের সালামে ফিরিশতা, নেককার জিন ও ডান-বামে মুক্তাদিদের নিয়ত করা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩৩২)
* মুক্তাদিদের সালামে ইমাম, ফিরিশতাগণ, নেককার জিনদের ও ডান-বামের মক্তাদিদের নিয়ত করা। (আল ফিকহ আলাল মাজাহিবিল আরবাআ-খ. ১, পৃ. ২৪৩)
* একাকী নামাজির কেবল ফিরিশতাদের নিয়ত করা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩৩৩)
* মুক্তাদিদের ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফিরানো। (বাদাইউস সানায়ে'-খ. ১, পৃ. ২২৪)
* দ্বিতীয় সালামের আওয়াজকে প্রথম সালামের তুলনায় নিচু করা। (আল বাহরুর রায়েক-খ. ১, পৃ. ৩৩২)
* মাসবুকের (যার নামাজের শুরুতে কিছু ছুটে গেছে) ইমামের ফারেগ হওয়ার অপেক্ষা করা। (আল ফিকহুল ইসলামী-খ. ১, পৃ. ৭২৬)
উল্লেখ্য, রুকুতে হাতের আঙুল ছড়িয়ে সিজদায় মিলিয়ে বাকি আরকানে স্বাভাবিক অবস্থায় থাকবে।
(দুররুল মুখতার ৩২৬/১, বাহরুর রায়েক ২৯৫/১)
লেখক : সিইও, সেন্টার ফর ইসলামিক ইকোনোমিক্স বাংলাদেশ, rahmanictg@gmail.com