<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিয়ানমারের সেনাবাহিনীর মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। কাঠামোগত নির্যাতন, সংঘবদ্ধ ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে নির্যাতনের তথ্য উল্লেখ করে গতকাল মঙ্গলবার জাতিসংঘের তদন্ত সংস্থা ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইআইএমএম বলেছে, মিয়ানমারে সংঘাতের কারণে গত ছয় মাসে ৩০ লাখের বেশি মানুষকে তাঁদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আইআইএমএমের প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, মিয়ানমারজুড়ে ভয়ংকর বর্বরতা ও অমানবিকতার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করেছি। বেসামরিক লোকজনকে শাস্তি দেওয়া এবং সন্ত্রাসী কার্যক্রমে প্ররোচিত করার উদ্দেশ্যে অপরাধ সংঘটিত হয়েছে। গত বছরের জুলাই থেকে গত জুন মাস পর্যন্ত সময়কার প্রতিবেদনে আইআইএমএম বলেছে, এই সময়ে মিয়ানমারে উল্লেখযোগ্য হারে সংঘাত বেড়েছে। এদিকে আজ বুধবার মিয়ানমার যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরকালে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও আটক নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করবেন না তিনি। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>