<p align="left" class="bodycopy4" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল সরকার সাধুসন্তদের অপমান করছে বলে অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার পশ্চিমবঙ্গে তিন জায়গায় জনসমাবেশে তিনি এ বিষয়টি নিয়ে তৃণমূল সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় মুখর হন। তিনি বলেন, ইসকন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে অপমানের জবাব ভোটে পাবেন মমতা। মোদির দাবি, নিজের ভোটব্যাংককে খুশি করতেই এমন অপমানসূচক কথাবার্তা বলছেন মমতা। </span></span></span></span></span></span></p> <p align="left" class="bodycopy4" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বিষ্ণুপুর ও মেদিনিপুরে জনসভা করেন মোদি। পুরুলিয়ার জনসভায় মোদি বলেন, যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে ওরা আর সাধুসন্তদের অপমান করতে না পারে। পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে মোদি সেখানে প্রচারণা চালান। সেখানে দুর্নীতি নিয়েও সুর চড়ান মোদি। তাঁর অভিযোগ, কংগ্রেস ও তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকার স্তূপ উদ্ধার হয়েছে। তিনি বলেন, কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়ি থেকেও টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। সাধুসন্তদের বিষয়ে পুরুলিয়ার পর বিষ্ণুপুরের জনসভা থেকেও তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতাকে আরো কড়া ভাষায় আক্রমণ  করেন মোদি। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৃণমূল সাধুসন্তদের গালাগালি করছে। ইসকন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, সাধুরা এবং এই সংগঠনগুলো দেশকে নষ্ট করছে। বিষ্ণুপুরে জনসভায় মোদি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে  সমালোচনা করেন।  তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গরিব মানুষ তৃণমূলের মন্ত্রীদের ঘুষ দিয়েছিল। এখানকার যুবসমাজকে রাস্তায় বসিয়েছে তৃণমূল। আমি আইনি পরামর্শ নিচ্ছি, কিভাবে আপনাদের লুট করা টাকা আপনাদের ফেরত দিতে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষ্ণুপুরে প্রার্থী সৌমিত্রের হয়ে প্রচারণা চালান মোদি। তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, তৃণমূল হোক, কংগ্রেস হোক বা বাম হোক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই দলগুলো আলাদা বলে মনে হলেও ওদের সবার পাপ একই রকম। এ জন্য এরা সবাই মিলে জোট তৈরি করেছে। এর আগে লোকসভার নির্বাচনী প্রচারণায় গত শনিবার কামারপুকুরের জনসভা থেকে বহরমপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব সাধু সমান হন না। এই যে কার্তিক মহারাজ, যিনি বলেন, তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তাঁদের আমি সাধু বলে মানি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর পরই নাম করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন মন্দিরের রাজনীতি যোগ নিয়ে সমালোচনা করেন মমতা। সূত্র<b> : </b>আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন</span></span></span></span></span></span></p>