ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭
তদন্তের নিন্দা

এমপি পদ ছাড়লেন বরিস জনসন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
এমপি পদ ছাড়লেন বরিস জনসন
বরিস জনসন

ব্রিটিশ পার্লামেন্টে রক্ষণশীল দলের সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর দাবি, পার্টিগেট কেলেঙ্কারিকে কেন্দ্র করে জোরপূর্বক তাঁকে পার্লামেন্ট ছাড়তে বাধ্য করা হয়েছে।

লকডাউনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে বরিস জনসন পার্লামেন্টকে বিভ্রান্ত করেছিলেন কি না, তা খতিয়ে দেখেছে প্রিভিলেজ কমিটি। তাদের ভাষ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে দেখার সুযোগ পান জনসন।

এক বিবৃতিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এই কমিটিকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে বলেছেন, তথ্য-উপাত্ত যা-ই থাক না কেন, আমাকে দোষী সাব্যস্ত করাই ছিল এর উদ্দেশ্য।

প্রিভিলেজ কমিটি বলেছে, তদন্তের ক্ষেত্রে তারা যথাযথ প্রক্রিয়া ও নির্দেশনা অনুসরণ করেছে।

সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল এমপি নিয়ে গঠিত এই কমিটি জানিয়েছে, সোমবার তদন্ত শেষ করা হবে। শিগগির প্রতিবেদন প্রকাশ করা হবে।

বরিস জনসনের পদত্যাগের ফলে তাঁর আসন আক্সব্রিজ ও সাউথ রাইস্লিপে এখন উপনির্বাচন হবে।

পদত্যাগের ঘোষণা দিয়ে গত শুক্রবার বরিস জনসন বলেন, যে তদন্ত প্রতিবেদনটি দেখেছি, তা ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট কথায় সাজানো। এটা স্পষ্ট যে আমাকে পার্লামেন্ট থেকে বের করে দিতে সব ধরনের পদ্ধতি ব্যবহারে কমিটি বদ্ধপরিকর ছিল।

জনসন বলেন, আমি জেনেশুনে বা বেপরোয়াভাবে কমনসভাকে বিভ্রান্ত করেছি এসংক্রান্ত কোনো প্রমাণ তারা দিতে পারেনি।

তিনি জোর দিয়ে বলেন, আমি মিথ্যা বলিনি।

কমিটির চেয়ারম্যান ও লেবার পার্টির নেতা হ্যারিয়েট হারম্যানকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বরিস বলেন, তাঁকে যেভাবে জোরপূর্বক বহিষ্কার করা হচ্ছে, তাতে তিনি হতবাক।

সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

মোদির সফরে জোরদার মালদ্বীপ-ভারত সম্পর্ক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মোদির সফরে জোরদার মালদ্বীপ-ভারত সম্পর্ক

মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গত শনিবার দেশটি সফর সম্পন্ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থসংকটে থাকা ভারত মহাসাগরীয় দেশটিকে অবকাঠামোগত প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে সম্পর্ক জোরদার করেছে নয়াদিল্লি। তবে মোহাম্মদ মুইজু মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকেই ভারত উদ্বিগ্ন হয়ে পড়ে যে মালে চীনের দিকে ঝুঁকতে পারে। মুইজুর কর্মকাণ্ডে তা আরো স্পষ্ট হয়।

কিন্তু ক্রমেই ভারতবিরোধী অবস্থান থেকে সরে এসে নয়াদিল্লির দিকে ঝোঁকেন মুইজু। মোদির সঙ্গে নৈশভোজের পর মুইজু বলেন, ‘ভারত দীর্ঘদিন ধরে মালদ্বীপের সবচেয়ে কাছে এবং বিশ্বস্ত অংশীদার। আমরা ভারতের বন্ধুত্বকে গভীরভাবে মূল্য দিই এবং সময়োপযোগী সহায়তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ।’ সূত্র : এএফপি

 

মন্তব্য

ফিলিস্তিনবিরোধী অবস্থান ইতালির

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ফিলিস্তিনবিরোধী অবস্থান ইতালির

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া বুমেরাং হয়ে ফিরে আসতে পারে এবং এমন পদক্ষেপ বর্তমান সংকট সমাধানের জন্য বিপরীত প্রভাব ফেলতে পারে। গত শুক্রবার ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌আমি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, তবে সেটি প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দেওয়ার বিপক্ষে।’ তিনি আরো বলেন, যদি এমন কিছু কাগজে-কলমে স্বীকৃতি দেওয়া হয়, যা বাস্তবে এখনও নেই, তাহলে সমস্যাটি মিটে গেছে বলে ভুল বার্তা ছড়াতে পারে। সূত্র : লা রিপাবলিকা

মন্তব্য

গাজার নারীদের জন্য নেতানিয়াহুর ‘মায়াকান্না’

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজার নারীদের জন্য নেতানিয়াহুর ‘মায়াকান্না’

গাজার নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ‘ফুল সেন্ড পডকাস্টে’ হাজির হয়ে এই উদ্বেগ জানান তিনি। গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর, তাঁর এমন ‘মায়াকান্নায়’ বিস্মিত অনেকে। নেতানিয়াহু তাঁর মায়াকান্নায় বলেন, ‘গাজার নারীরা সম্পত্তি, তাঁদের কোনো মূল্য নেই, তাঁদের কোনো অধিকার নেই, তাঁরা পুরোপুরি দমন-পীড়নের শিকার।

ঈশ্বর না করুন, তাঁরা যদি কথিত কোনো অপরাধ করে বসেন, তবে তাঁদের প্রকাশ্যে হত্যা করা হয়। এটি একেবারেই অযৌক্তিক।’ এদিকে নেতানিয়াহুর এই বক্তব্য পডকাস্টে প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘নারীদের অধিকার নিয়ে কথা বলার সময় আপনি তাঁদের ঘরবাড়িতে বোমা ফেলছেন, সন্তানদের না খাইয়ে মারছেন, চিকিৎসাসেবা ও নিরাপত্তার সুযোগ কেড়ে নিচ্ছেন।
দখলদারি নারীবাদ চলে না। নারীদের মেরে মুক্তি দেওয়া যায় না।’ সূত্র : ডন

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইরানে আদালতে হামলায় নিহত ৬

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরানে আদালতে হামলায় নিহত ৬

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এই হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে অতর্কিত গুলি চালানো শুরু করে।

হামলার পর পর ঘটনাস্থলে পৌঁছে যান জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে শুরুতে বিস্তারিত জানা যায়নি। হামলাকারীদের পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষিপ্ত সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
সূত্র : ফার্স নিউজ

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ