kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

ইস্তফা প্রত্যাহার করলেন সিধু

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইস্তফা প্রত্যাহার করলেন সিধু

দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে ভারতের পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে নিজের ইস্তফা প্রত্যাহার করে নিলেন নভজ্যোত সিং সিধু। গতকাল শনিবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে সিধু তাঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন এআইসিসিতে পাঞ্জাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত। বৈঠকের পর রাওয়াত বলেন, ‘‘সিধু বলেছেন, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বেই তিনি কাজ করবেন। তাঁরা তাঁকে যা বলবেন, তিনি মেনে চলবেন। উনি রাহুল গান্ধীকে জানিয়েছেন, ইস্তফা প্রত্যাহার করে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিজের কাজ শুরু করবেন।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।সাতদিনের সেরা