ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা টানা তৃতীয় দিনের মতো দুই লাখের বেশি পাওয়া গেছে। গতকাল শনিবার দেশটিতে নতুন করে দুই লাখ ৩৪ হাজার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় মারা গেছে এক হাজার ৩৪১ জন।
সর্বশেষ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার হিসাবে ভারতে গতকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৬ লাখের বেশি এবং মৃত্যুর সংখ্যা এক লাখ ৭৬ হাজারের বেশি।
এএফপির হিসাবে, ভারতে এখন করোনা সংক্রমণের হার যুক্তরাষ্ট্রে সংক্রমণের চেয়ে তিন গুণ বেশি, যদিও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিচারে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে শীর্ষে। ভারতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানী নয়াদিল্লিসহ সব বড় শহর কঠোর লকডাউনে রয়েছে। অন্য যেকোনো শহরের চেয়ে নয়াদিল্লিতে সংক্রমণের হার বর্তমানে সবচেয়ে বেশি।
এদিকে বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৪ কোটি সাত লাখ ৮৮ হাজার ৯১০ জন।
এর মধ্যে মারা গেছে ৩০ লাখ ১৫ হাজার ৯৪৮ জন এবং সেরে উঠেছে ১১ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৮০৫ জন।