গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত চারজন রোগীকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত শুক্রবার সকালে তিনজনকে হাসপাতালে ভর্তি হয়। পরে ভর্তি হওয়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার মো. আসাদ আলী নামে এক ডেঙ্গু রোগীকে ভর্তির পর তাঁকেও রংপুর মেডিক্যাল কলেজ হাসাপতালে রেফার্ড করা হয়।
সৈয়দপুর হাসপাতাল
পরীক্ষার সরঞ্জাম নেই বিপাকে রোগী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

এ ছাড়া গতকাল শনিবার জ্বরাক্রান্ত হয়ে আরো দুই ব্যক্তি সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কি না সে জন্য তাঁদের রক্তসহ নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে ডায়াগনস্টিক সেন্টারে তা করা হচ্ছে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আরিফুল হক সোহেল বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য সীমিত চিকিৎসা সরঞ্জাম এসেছে।
এদিকে গতকাল সৈয়দপুর পৌরসভার উদ্যোগে শহরে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্টে প্রগ্রাম ও এসকেএস ফাউন্ডেশননের সহযোগিতায় ওই শোভাযাত্রা বের করা হয়।
সম্পর্কিত খবর