মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। মৌলিক চাহিদা সম্পর্কিত—
i. সামাজিক বিকাশের সঙ্গে
ii. দেহের বিকাশের সঙ্গে
iii. দেহের বিকাশের সঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২। সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কী পূরণ করতে হয়?
ক. খাদ্যাভাব খ. সামাজিক চাহিদা
গ. শিক্ষা ঘ. বহুমুখী চাহিদা
৩। বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে, কারণ—
ক. শিল্পপ্রতিষ্ঠান বৃদ্ধি
খ. কৃষিজমি হ্রাস
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. খাদ্য চাহিদা বৃদ্ধি
৪।
সৃজনশীল কাজ ও গঠনমূলক চিন্তার খোরাক জোগায়—
i. অর্থনৈতিক লাভ
ii. চিত্তবিনোদন
iii. নির্মল আনন্দ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। নিচের কোনটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উদাহরণ?
ক. প্রবীণ ভাতা খ. পেনশন
গ. কল্যাণ ভাতা ঘ. বাড়ি ভাড়া
৬। জাতিসংঘের মতে, প্রবীণদের বয়স—
ক. ৫০ বছরের ঊর্ধ্বে
খ. ৫৫ বছরের ঊর্ধ্বে
গ. ৬০ বছরের ঊর্ধ্বে
ঘ. ৬৫ বছরের ঊর্ধ্বে
৭। বার্ধক্যের আঘাত কিরূপ?
ক. গ্রামে বেশি খ. শহরে বেশি
গ. সর্বজনীন ঘ. উন্নত দেশে বেশি
৮।
পারিবারিকভাবে প্রবীণদের নিরাপত্তা প্রদান কোন ধরনের ঐতিহ্য?
ক. রাজনৈতিক খ. সামাজিক
গ. ধর্মীয় ঘ. অর্থনৈতিক
৯। অনেক সময় প্রবীণরা কোন কারণে সমস্যার সৃষ্টি করে?
ক. কম জ্ঞানের কারণে
খ. বেশি জানার কারণে
গ. মূল্যবোধের কারণে
ঘ. বয়সের সমস্যার কারণে
১০। বিদ্যালয় সমাজকর্ম শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর বাধা দূর করার জন্য কাজ করে—
i. স্কুলসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে
ii. স্কুল কর্মকর্তার সঙ্গে
iii. শিক্ষার্থীর বন্ধুর সঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। অটিজম কী?
ক. শারীরিক সমস্যা
খ. স্নায়বিক সমস্যা
গ. নিউরনজনিত প্রতিবন্ধকতা
ঘ. মানসিক প্রতিবন্ধকতা
উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইরা শাক-সবজি ও ফলমূল খেতে পছন্দ করে না।
সে প্রতিদিন ভাত, রুটি, আলুভাজা ও ডাল খায়। ধীরে ধীরে তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে থাকে।
১২। ইরা কোন ধরনের অপুষ্টির শিকার?
ক. তাপ শক্তির অপুষ্টি
খ. জৈব রাসায়নিক অপুষ্টি
গ. শর্করাজনিত অপুষ্টি
ঘ. খাদ্য উপাদানের অভাবজনিত অপুষ্টি
১৩। ইরাকে সুস্থ রাখতে প্রয়োজন—
i. খাদ্যাভাস পরিবর্তন
ii. সুষম খাদ্য iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪।
মাদকাসক্তির মতো সামাজিক সমস্যার উৎপত্তি কোথায়?
ক. ভারতীয় উপমহাদেশে
খ. পাশ্চাত্যে
গ. প্রাচ্যে ঘ. দক্ষিণ আমেরিকায়
১৫। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কত তারিখে?
ক. ১২ জুন খ. ১৫ জুন
গ. ১৬ জুন ঘ. ২০ জুন
১৬। পরিবার গঠনের মূল ভিত্তি কী?
ক. এজেন্সি খ. সংগঠন
গ. বিবাহ ঘ. সমাজ
১৭। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি?
ক. আনুষ্ঠানিক সংগঠন
খ. পরিচালনা বোর্ড
গ. সেবা প্রদান ঘ. সর্বজনীনতা
১৮। মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি?
ক. সংঘবদ্ধতা খ. পরনির্ভরতা
গ. স্বনির্ভরতা ঘ. লোভ
১৯। সামাজিক সমস্যা নিরূপণে কাজ করে থাকে—
i. সামাজিক ফোরাম
ii. সামাজিক সংস্থা
iii. সামাজিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। সমাজ ও মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে কোনটির পরিবর্তন হয়?
ক. মৌলিক চাহিদা খ. ধর্মীয় বিধি-বিধান
গ. সামাজিক সমস্যা ঘ. সামাজিক প্রতিষ্ঠান
২১। কোন আইনটি নিরাপত্তা সেফগার্ড হিসেবে পরিচিত?
ক. কিশোর অপরাধ আইন
খ. জমি আইন
গ. মুসলিম পারিবারিক আইন
ঘ. শিশু আইন
২২। মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব—
i. সমাজের উন্নয়ন ব্যাহত হয়
ii. অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়
iii. মাদকাসক্ত ব্যক্তি সমাজের কাছে হেয় হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। ‘সতীদাহ প্রথা বিলোপ আইন’ প্রণীত হয় কত সালে?
ক. ১৯২৯ খ. ১৮২৯
গ. ১৯১৯ ঘ. ১৮১৯
২৪। বাংলাদেশে ‘যৌতুক আইন-১৯৮০’ অনুসারে প্রতিটি অপরাধ—
ক. জামিনযোগ্য খ. জামিন অযোগ্য
গ. শাস্তিযোগ্য ঘ. ফাঁসির যোগ্য
২৫। ‘মুসলিম পারিবারিক আইন’ প্রণীত হয় কত সালে?
ক. ১৮৬১ খ. ১৯৬২
গ. ১৯৬১ ঘ. ১৯৬৬
২৬। কিসের দুর্বলতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়?
ক. ধর্মীয় রীতি খ. শিক্ষাব্যবস্থা
গ. রাজনৈতিক ব্যবস্থা
ঘ. যাতায়াত সমস্যা
২৭। নির্ভরশীল জনসংখ্যাকে কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়?
ক. বয়স খ. শিক্ষাগত যোগ্যতা
গ. কর্মদক্ষতা ঘ. শারীরিক শক্তি
২৮। কিসের ভিত্তিতে একটি দেশের সামগ্রিক বিষয় প্রস্ফুটিত হয়?
ক. শিক্ষা খ. রাজনীতি
গ. মাতৃমৃত্যুর হার ঘ. সংস্কৃতি
২৯। একটি সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়—
i. বিশৃঙ্খলা
ii. অশান্তি
iii. উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. খ ২৯. ক।