এসব পদে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপরই বেশি প্রশ্ন আসে। পাশাপাশি পদসংশ্লিষ্ট তথ্য বা প্রশ্নের বিষয়ে খেয়াল রাখতে হবে। বিষয়ভিত্তিক প্রস্তুতিতে অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই পড়লেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অনুশীলন করলেই লিখিত পরীক্ষা ভালো নম্বর তোলা সহজ হবে।
গুরুত্বপূর্ণ অধ্যায়
বাংলা—বাক্য রচনা, সমাস, কারক, ভাষা, সন্ধি-বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচন, পত্র লিখন, অনুচ্ছেদ। ইংরেজি—Transformation of verbs, Phrase & idiom, Translation, Fill in the blank, Sentence making, Correction, Narration, Voice, Parts of speech, Letter writing, Paragraph।
পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি— গণিতে এই তিন অংশ থেকেই প্রশ্ন আসে। পাটিগণিত থেকে লসাগু, গসাগু, শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত। বীজগণিত—উৎপাদক, মাননির্ণয়। জ্যামিতি—কোণ, ত্রিকোণমিতি ও পরিমিতি। সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক আলোচিত বিষয়সহ বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব—সাধারণ জ্ঞানে এসবের ওপর জানাশোনা থাকতে হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও সাধারণ বিষয়গুলো জানতে হবে। প্রস্তুতির শুরুতে অবশ্যই বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বা প্রশ্নব্যাংক সংগ্রহ করবেন। বাজারে বিভিন্ন প্রকাশনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায়। সহজ প্রস্তুতিতে বইগুলো বেশ ভালো কাজে দেবে। এ ছাড়া অনলাইন থেকেও প্রশ্নব্যাংক ও প্রস্তুতি সহায়ক শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারবেন।
কোন পদে কতজন
একজন প্রার্থী একই গ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবে না। ১১তম গ্রেডভুক্ত ফার্মাসিস্ট ৯ জন, হোমিওপ্যাথ দুজন, লাইব্রেরি সহকারী তিনজন, রেফারেন্স সহকারী একজন এবং লাইনো মেশিনম্যান একজন। ১২তম গ্রেডের হোমিওপ্যাথ কম্পাউন্ডার (ইসলামিক মিশন) ১৪ জন ও লেডি ফার্মাসিস্ট আটজন। ১৩তম গ্রেডের স্টেনোগ্রাফার একজন, হিসাবরক্ষক ৩২ জন, কেয়ারটেকার দুজন, প্রশিক্ষণ সহকারী ছয়জন, অপারেটর দুজন, মেশিনম্যান পাঁচজন ও মনোকাস্টার একজন। ১৪তম গ্রেডের ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন, মুয়াজ্জিন একজন, লেদ মেকার একজন, ব্লক মেকার একজন এবং সিকিউরিটি সুপারভাইজার একজন। ১৫তম গ্রেডের স্টোর কিপার তিনজন, বিক্রয় সহকারী ১৬ জন, ড্রাইভার চারজন, কম্পোজিটর আটজন, মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর একজন, বেইজম্যান দুজন, কম্পাউন্ডার (হোমিও) একজন ও স্যানিটারি ইন্সপেক্টর একজন। ১৬তম গ্রেডের হিসাব সহকারী ১১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭৪ জন, রেকর্ড ও ডেসপাস সহকারী দুজন, এলডিএ কাম হিসাব সহকারী একজন, রেন্ট কালেক্টর একজন, প্রুফ রিডার (প্রেস) তিনজন, অ্যাপ্রেনটিস (প্রেস) চারজন, ইলেকট্রিশিয়ান দুজন এবং খাদেম আটজন। ১৮তম গ্রেডের অডিও ভিজ্যুয়াল অপারেটর পাঁচজন এবং ১৯তম গ্রেডের মেস ক্লিনার একজন। ২০তম গ্রেডের অফিস সহায়ক ৮৫ জন, নিরাপত্তা প্রহরী ৯ জন, পরিচ্ছন্নতাকর্মী ১২ জন, বাবুর্চি সাতজন এবং সহকারী বাবুর্চি ছয়জন। পদভেদে যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক। কারিগরি পদগুলোতে সংশ্লিষ্ট ডিপ্লোমা বা ট্রেড কোর্স সনদ উত্তীর্ণ এবং পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
বেতন-ভাতা
সব পদেই নিয়োগ দেওয়া হবে রাজম্ব খাতে। তবে শুরুতে নিয়োগ হবে অস্থায়ীভিত্তিতে। শিক্ষানবিশ সময় পার হওয়ার পর স্থায়ীকরণ করা হবে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত গ্রেড অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া শেষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে (https://islamicfoundation.gov.bd) নিয়োগ পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি ও নির্দেশনা দেওয়া হবে। পরীক্ষার প্রবেশপত্রও এই সাইট থেকে সংগ্রহ করতে হবে।
আবেদনের লিঙ্ক : http://ifb.teletalk.com.bd