ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান মডেল প্রশ্ন

  • বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাবলির ওপর তৈরি এই এমসিকিউ মডেল টেস্ট প্রস্তুত করেছেন মহাদেব কর্মকার
অন্যান্য
অন্যান্য
শেয়ার
সাধারণ জ্ঞান মডেল প্রশ্ন

১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে সম্প্রতি ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিবস কত তারিখ?

(ক) ১০ জানুয়ারি          (খ) ২৩ ফেব্রুয়ারি

(গ) ৭ই মার্চ      (ঘ) ১০ এপ্রিল

২। সদ্যঃপ্রয়াত মাহবুবে আলম দেশের কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন?

(ক) ১৩তম (খ) ১৪তম (গ) ১৫তম (ঘ) ১৬তম

৩।

সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার ইউনিসেফের শুভেচ্ছা দূত হন?

(ক) মাশরাফি বিন মর্তুজা (খ) তামিম ইকবাল

(গ) মুশফিকুর রহিম  (ঘ) সাকিব আল হাসান

৪। সম্প্রতি ১৯০তম দেশে হিসেবে IMF-এর সদস্য পদ লাভ করে—

(ক) কসোভো (খ) দক্ষিণ সুদান (গ) হাইতি (ঘ) অ্যান্ডোরা

৫। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?

(ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)    

(খ) বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)

(গ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)              

(ঘ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)

৬। আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক—

(ক) এনামুর রহমান                  (খ) কাজী দীন মোহাম্মদ

(গ) ড. তাহমিদ আহমেদ          (ঘ) এ বি এম আব্দুল্লাহ

৭।

বেলজিয়ামভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিআরইডি’ ও জাতিসংঘের প্রতিষ্ঠান ‘ইউএনডিআরআর’-এর যৌথ প্রতিবেদন অনুযায়ী দুর্যোগে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—

(ক) সপ্তম         (খ) অষ্টম (গ) নবম (ঘ) দশম

৮। সম্প্রতি IMF বাংলাদেশের ২০২০ সালের প্রবৃদ্ধি কত শতাংশ হবে বলে জানিয়েছে?

(ক) ২%            (খ) ২.৮% (গ) ৩.৮% (ঘ) ৪.১%

৯। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান কে?

(ক) অ্যামি কোনি ব্যারেট (খ) কমলা হ্যারিস (গ) চার্লস শুমার (ঘ) ক্রিস কুনস

১০। ভারত প্রদত্ত মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কী?

(ক) আইএনএস সিন্ধুরাজ         (খ) আইএনএস সিন্ধুবীর

(গ) আইএনএস সিন্ধুরত্ন           (ঘ) আইএনএস সিন্ধুবিজয়

১১।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের বিশ্ব ক্ষুধাসূচকে বাংলাদেশের অবস্থান কত?

(ক) ৬৮তম (খ) ৭৫তম (গ) ৮৮তম (ঘ) ৯৫তম

১২। অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণ কোন প্রতিষ্ঠান প্রকাশ করে?

(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়   (খ) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

(গ) প্রধানমন্ত্রীর কার্যালয়      (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়

১৩। ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে—

(ক) রাফায়েল নাদাল ও ইগা শিয়া ওতেক                     

(খ) রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস

(গ) নোভাক জোকোভিচ ও ভেনাস উইলিয়ামস           

(ঘ) অ্যান্ডি মারে ও মারিয়া শারাপোভা

১৪। সম্প্রতি সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কী?

(ক) মৃত্যুদণ্ড         (খ) আমৃত্যু কারাদণ্ড

(গ) ১২ বছর সশ্রম কারাদণ্ড (ঘ) ১৪ বছর সশ্রম কারাদণ্ড

১৫। কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কী?

(ক) সাদির জাপারভ     (খ) সুরোনবাই জেনবেকোভ

(গ) আসকার আকায়েভ (ঘ) আলমাজবেক আতমবায়েভ

উত্তর  : . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫.

মন্তব্য

সম্পর্কিত খবর

ভাইভা অভিজ্ঞতা

ফেসবুক ব্যবহারে আপনার পরামর্শ কী?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রকিস ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) পড়াশোনা করেছেন ইকবাল হোসেন সোহান। তিনি ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ভাইভা হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন আব্দুন নুর নাহিদ
শেয়ার
ফেসবুক ব্যবহারে আপনার পরামর্শ কী?
ইকবাল হোসেন সোহান

এক্সটার্নাল-১ : আচ্ছা আপনাকে একটু রোগবালাই নিয়ে জিজ্ঞাসা করি। ডেঙ্গু সম্পর্কে ধারণা আছে আপনার?

—জি স্যার।

ডেঙ্গু কিভাবে হয়?

— স্ত্রী এডিস মশার কামড়ে হয়, স্যার।

এই রোগ কিভাবে ছড়ায়?

—সাধারণত এডিস মশার কামড়েই ছড়ায়।

এ ছাড়া কারো ডেঙ্গু হলে সেই রোগীকে কামড় দেওয়া কোনো মশা যদি অন্য কোনো সুস্থ রোগীকে কামড় দেয়, তাহলে তারও ডেঙ্গু হওয়ার আশঙ্কা থাকে।

এই মশার উপদ্রব কমানোর উপায় কী?

—সংশ্লিষ্ট অঞ্চলের ময়লা-আবর্জনার সঠিক নিষ্কাশন, জনসচেতনতা ইত্যাদি।

এই মশা কোথায় এবং কখন বেশি জন্মায়?

—পরিষ্কার পানিতে এবং সাধারণত বর্ষাকালে বেশি জন্মায়, যেহেতু তখন বিভিন্ন জায়গায় পানি জমে থাকে।

তাহলে ময়লা-আবর্জনা পরিষ্কার করে আমার কী লাভ?

—দুঃখিত স্যার।

সব ধরনের মশার উপদ্রব থেকে বাঁচার জন্য ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সতর্ক থাকতে হবে।

এই মশা দিনের কোন সময় বেশি কামড়ায়?

—দুঃখিত স্যার। আমার জানা নেই।

আচ্ছা, চিকুনগুনিয়া রোগের লক্ষণ কী?

—প্রচণ্ড জ্বর থাকে, শরীরে ব্যথা থাকে। মাঝেমধ্যে শুষ্ক কাশিও দেখা যায়।

(স্যার, মনে হচ্ছিল সবগুলো লক্ষণ গ্রহণ করছে না! তখন বললাম স্যার, আমারও হয়েছিল একবার। তখন স্যার কিছুটা ইতিবাচক হলো!)

আচ্ছা, বর্তমানে ফেসবুক ব্যবহারের বেশ কিছু ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। এ ক্ষেত্রে তরুণসমাজ এবং অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ কী হবে?

—স্যার, আমি মনে করি প্রতিটা বিষয়েরই ভালো-মন্দ দুই দিকই থাকে।

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহারেও শৃঙ্খলার বিষয়টি মাথায় রাখতে হয়। ফেসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে পুরো বিশ্বের মানুষ যেমন একে অন্যের সঙ্গে যুক্ত হতে পেরেছে, একই সঙ্গে এর বেপরোয়া ব্যবহারে প্রতারণা, হয়রানি, সাইবার বুলিংয়ের মতো ঘটনাও ঘটছে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের ফেসবুক ব্যবহারের সঠিক দিকনির্দেশনা দেওয়া। তাদের ব্যবহার মনিটর করা এবং এর খারাপ দিকগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বোঝানো। তাহলেই ফেসবুক ব্যবহার থেকে সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব।

এক্সটার্নাল-২ : আচ্ছা, আপনি তো দেখছি এখন বিটিসিএল-এ কর্মরত। বলুন তো, বাংলাদেশ ও ভারতের ইন্টারনেট প্যাকেজের দাম এত পার্থক্য কেন?

—বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় টেলিকমিউনিকেশনস সার্ভিসের ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে খরচ বেশি হয়। এ ছাড়া জায়গাভেদে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একেক রকম। কোনো জায়গায় ব্যবহারকারী কম হলেও সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সম্পর্কিত যন্ত্রপাতি স্থাপনে খরচ কিন্তু একই! তাই ইন্টারনেট প্যাকেজের দাম এত বেশি। তা ছাড়া মোবাইল অপারেটরদের সেবার ওপর পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবও দাম বাড়ার অন্যতম কারণ! এটি নিয়ন্ত্রণ করা দরকার। 

 

চেয়ারম্যান : বিশ্ববিদ্যালয়ে তোমার গবেষণাপত্রের (থিসিস) বিষয়বস্তু কী ছিল?

—ইন্টিগ্রেশন অব সোলার অ্যান্ড উইন্ড এনার্জি।

খুবই ভালো। ইন্টিগ্রেশনের সুবিধা কী হবে বলে মনে হয় তোমার?

—সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহারের মাধ্যমে যথাযথভাবে বিদুৎ উৎপাদন করা হলে দিন-রাত ২৪ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারলে পরিবেশের ক্ষতিও কমে যাবে।

আচ্ছা বলো তো, স্মার্ট গ্রিড কী?

—স্মার্ট গ্রিড হচ্ছে মূলত জাতীয় গ্রিডে সংযুক্ত থাকা বিদ্যুতের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিনির্ভর সিস্টেম।

(এই উত্তর স্যার পুরোপুরি গ্রহণ করেননি। তিনি বলেন, সব ধরনের উৎস থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়াই হচ্ছে স্মার্ট গ্রিড।)

শেষ প্রশ্ন, বায়ু বিদ্যুৎকল কোথায় বসানো উচিত? এর ফলে পরিবেশের ওপর কোনো প্রভাব পড়বে?

—স্যার, বাতাসের বেগ যেখানে দিনের বেশির ভাগ সময় ভালো থাকে, এটি সেখানে স্থাপন করা উচিত। এটি নবায়নযোগ্য শক্তি হলেও এর নেতিবাচক কিছু প্রভাব রয়েছে। যেখানে উইন্ড টারবাইন বসানো হয়, এর আশপাশে সাধারণত পাখিরা আসে না। ফলে সংশ্লিষ্ট এলাকার পাখিদের বাস্তুসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

তোমার কাগজপত্র নিয়ে যাও।

(আমি কাগজপত্র নিয়ে বের হওয়ার সময় স্যার জিজ্ঞেস করেন, ‘তুমি তো ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মনে হচ্ছে! যোগ দেবে? আমি বলালম, জি স্যার, তথ্য ক্যাডারে। দোয়া করবেন স্যার।)

 

 

মন্তব্য

বস্ত্র অধিদপ্তরে চাকরি পাবেন ১৯০ জন

    ১৮ ধরনের পদে মোট ১৯০ জন নিয়োগ দেবে বস্ত্র অধিদপ্তর। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫। নিয়োগ পরীক্ষার ধরন ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত লিখেছেন সাজিদ মাহমুদ
শেয়ার
বস্ত্র অধিদপ্তরে চাকরি পাবেন ১৯০ জন
ছবি: এআই দিয়ে তৈরি

নিয়োগ পরীক্ষা যেভাবে

লিখিত, মৌখিক ও ব্যাবহারিক (প্রযোজ্য হলে) পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অন্য পদগুলোতে শুধু লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। কম্পিউটার অপারেটর পদের বাছাই পরীক্ষা ও নিয়োগে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসরণ করা হবে।

উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদের ক্ষেত্রে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তরের নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসরণ করা হবে। অন্যান্য পদের ক্ষেত্রে বস্ত্র পরিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৪ অনুসরণ করা হবে। 

 

প্রশ্নপত্র বিশ্লেষণ

বস্ত্র অধিদপ্তরের বিগত তৃতীয় ও চতুর্থ শ্রেণি বা সমপর্যায়ের গ্রেডের নিয়োগ পরীক্ষা বিশ্লেষণ করে দেখা গেছে, ৭০ নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছে দেড় ঘণ্টায়। রচনামূলক পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত (বীজগণিত ও পাটিগণিত) এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন এসেছে।

বিষয়ভিত্তিক গড় নম্বর ছিল ১৫-২০। তবে অফিস সহায়কসহ চতুর্থ শ্রেণির বেশ কিছু পদে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা (সংক্ষিপ্ত) নেওয়া হয়েছে। বিগত পরীক্ষাগুলোর মতো এবারও তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু পদের লিখিত পরীক্ষা রচনামূলক পদ্ধতিতে এবং চতুর্থ শ্রেণির পদগুলোতে সংক্ষিপ্ত পদ্ধতিতে নেওয়া হতে পারে।

 

পরীক্ষার প্রস্তুতি

পদভেদে চাওয়া শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের মান নির্ধারণ করা হবে।

লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়। স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রি চাওয়া পদগুলোর লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে নবম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই থেকে। তবে গণিতের প্রশ্নগুলো সাধারণত অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই থেকেই আসে। সাধারণ জ্ঞানের প্রশ্নে কম্পিউটার ও বিজ্ঞানসংশ্লিষ্ট প্রশ্ন থাকতে পারে। এসএসসি, এইচএসসি বা সমমানের যোগ্যতা চাওয়া পদগুলোতে সাধারণত নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকেই প্রশ্ন থাকে।
জেএসসি বা অষ্টম শ্রেণি পাস যোগ্যতা চাওয়া পদগুলোর ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। ভালো প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ, সাহিত্য, গদ্য ও পদ্য, ইংরেজি গ্রামার ও গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় ভালোভাবে অনুশীলন করতে হবে। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য সমসাময়িক বিষয়, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ প্রসঙ্গ ও আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে জানাশোনা থাকতে হবে। সহায়ক বই বা বিগত প্রশ্নপত্র সংগ্রহ করে প্রস্তুতি ও বাসায় নমুনা পরীক্ষা দিতে পারলে সবচেয়ে ভালো হয়।

 

কোন পদে কতজন

কম্পিউটার অপারেটর ছয়জন, টেইলর মাস্টার ছয়জন, উচ্চমান সহকারী ৯, আর্টিস্ট ডিজাইনার তিন, প্যাটার্ন ডিজাইনার পাঁচজন। এই পদগুলোতে আবেদনের যোগ্যতা স্নাতক থেকে ডিপ্লোমা।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১৭, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০ জন, ম্যাকানিকস ১৭, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার দুই, আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এক, বয়লার অপারেটর পাঁচ, ইলেকট্রিশিয়ান চার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ১৫ এবং অফিস সহায়ক ৬৭ জন। যোগ্যতা এইচএসসি-এসএসসি এবং সংশ্লিষ্ট কাজে দক্ষতা। নিরাপত্তা প্রহরী পাঁচ, মালি এক এবং বাবুর্চি দুজন। যোগ্যতা জেএসসি বা সমমান। পদগুলো ১৩তম থেকে ২০তম গ্রেডের।

 

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা

জাতীয় বেতন স্কেলে (২০১৫) বেতন ও সুযোগ-সুবিধা পাবেন নিয়োগপ্রাপ্তরা।

 

আবেদনের লিংক : dotr.teletalk.com.bd

মন্তব্য

৪৮তম বিশেষ বিসিএসের ভাইভা প্রস্তুতি

    ৪৮তম বিশেষ বিসিএসের (স্বাস্থ্য) ভাইভা শুরু হবে ৬ আগস্ট থেকে। চলবে ১০ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। ভাইভা পরীক্ষায় শুধু প্রার্থীর জ্ঞান, ব্যক্তিত্ব, আচরণ, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং সমস্যা সমাধানের সক্ষমতাও যাচাই করা হয়। ভাইভায় ভালো করার পরামর্শ দিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেন রনি
শেয়ার
৪৮তম বিশেষ বিসিএসের ভাইভা প্রস্তুতি
ডা. মো. আরমান হোসেন রনি

প্রার্থীর বৃত্তান্ত

ভাইভা বোর্ডে অধিকাংশ সময় প্রশ্নোত্তর পর্বের শুরুতেই প্রার্থীর জীবনবৃত্তান্তের ওপর প্রশ্ন করা হয়। প্রার্থীর একাডেমিক জীবন, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, পছন্দের বিষয়, পছন্দের ক্যাডার, কেন পছন্দ, অবসর সময়ের কাজ ইত্যাদি নিয়ে প্রশ্ন করতে পারেন। যেমন—আপনি কোন মেডিক্যাল কলেজ থেকে পাস করেছেন? ইন্টার্নশিপের সময় কোনো চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হয়েছে কি? 

 

পেশাগত জ্ঞান 

ভাইভায় পেশাগত অর্থাৎ মেডিক্যাল সম্পর্কিত জ্ঞান যাচাই করা হয় বাস্তবভিত্তিক প্রশ্নের মাধ্যমে। যেমন—একজন হাইপোগ্লাইসেমিয়ার রোগী এলে কী করবেন? একটি ইউনিয়ন সাব-সেন্টারে কিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন? আইএমসিআই প্রোটোকল বা সেফ মাদারহুড সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে।

তাই মেডিসিন, পাবলিক হেলথ, গাইনি-অবস, শিশুস্বাস্থ্য, ইমারজেন্সি কেয়ার, টিকাদান কর্মসূচি ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে।

 

স্বাস্থ্য খাত ও প্রশাসনিক বিষয় 

স্বাস্থ্য ক্যাডার হলে আপনাকে চিকিৎসা ও প্রশাসন কার্যক্রম উভয় ক্ষেত্রেই দায়িত্ব পালন করতে হবে। তাই দেশের স্বাস্থ্য খাতের অবস্থা, স্বাস্থ্য বাজেট, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, ডিজিটাল হেলথ সার্ভিস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) স্বাস্থ্যসংশ্লিষ্ট লক্ষ্যমাত্রা, বিশ্ব স্বাস্থ্যসংস্থার সাম্প্রতিক স্বাস্থ্য সুপারিশ—এসবের ওপর খুঁটিনাটি তথ্য জানতে হবে। ভাইভা বোর্ডে প্রশ্ন করা হতে পারে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কত? পরিবার পরিকল্পনায় কোন পদ্ধতিগুলো বেশি কার্যকর? আপনি যদি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হন, তাহলে আপনার করণীয় কী?

 

আচরণ ও উপস্থিত বুদ্ধি 

ভাইভায় প্রার্থীর আত্মবিশ্বাস, ভদ্রতা, বিনয়, উপস্থিত বুদ্ধির মূল্যায়ন করা হয়।

ভাইভা রুমে প্রবেশের সময় নম্রভাবে সালাম বা অভিবাদন দিন। প্রশ্ন পুরোপুরি শুনে উত্তর দিন। প্রশ্ন না বুঝলে বা না শুনলে ‘দুঃখিত’ বলে ভদ্রতার সঙ্গে পুনরায় জিজ্ঞাসা করুন। ‘এই প্রশ্নের উত্তর আমার জানা নেই’ বলা দুর্বলতা নয়; বরং কোনো কোনো ক্ষেত্রে আত্মবিশ্বাসের পরিচয়! ভাইভা বোর্ডে ধীরস্থিরভাবে কথা বলুন।
চোখে চোখ রেখে জবাব দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত অঙ্গভঙ্গি করা উচিত না।

 

বাংলা ও ইংরেজির প্রস্তুতি 

ভাইভায় ইংরেজিতে প্রশ্ন করলে উত্তরও ইংরেজিতে দেওয়া উচিত। তাই ইংরেজিতে কথোপকথন বা উত্তর দেওয়ার প্রস্তুতি থাকতে হবে। ইংরেজিতে নিজের পরিচয়, পেশাগত দায়িত্ব ব্যাখ্যা, স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর বাসায় অনুশীলন করতে পারেন।

যেমন: Tell us about yourself. Why do you want to join the health cadre? What are the major health challenges in rural Bangladesh?

 

নমুনা ভাইভা ও আত্মমূল্যায়ন 

বন্ধুদের সঙ্গে বা অভিজ্ঞ কারো কাছে নমুনা ভাইভা দিন। প্রশ্নোত্তরের সময় অডিও বা ভিডিও রেকর্ড করে পরবর্তী সময়ে নিজের ভুল খুঁজে বের করুন। এতে নিজের কথা বলার ধরন, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাস মূল্যায়ন করা সহজ হবে।

 

আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ

ভাইভা বোর্ডে কমন সমস্যা প্রার্থীদের মানসিক চাপ। মনে রাখবেন, ভাইভা বোর্ডের সদস্যরা আপনার প্রতিদ্বন্দ্বী নন। তাই আত্মবিশ্বাস ধরে রাখার পাশাপাশি ইতিবাচক মনোভাব রাখুন। স্বাভাবিক থাকুক, আত্মবিশ্বাসের সঙ্গে হাসিমুখে উত্তর দিন। যাঁরা স্বাস্থ্য ক্যাডার হবেন, চিকিৎসক হিসেবে তাঁদের দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। তাই এই বিষয়গুলো মূল্যায়ন করা হতে পারে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে।

 

মন্তব্য

৩৬৩ কর্মী নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

    ৪৩ ধরনের পদে মোট ৩৬৩ জন নিয়োগ দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন। অনলাইনে আবেদন করতে হবে ২৬ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে। নিয়োগ পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্রস্তুতি ও অন্যান্য দরকারি তথ্য জানাচ্ছেন সাজিদ মাহমুদ
শেয়ার
৩৬৩ কর্মী নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন
ছবি: এআই দিয়ে তৈরি

নিয়োগ পরীক্ষা যেভাবে

প্রার্থী বাছাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। কোনো কোনো পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে হবে মৌখিক পরীক্ষা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিরীক্ষা করে দেখা গেছে, লিখিত পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে।

তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের নিয়োগ পরীক্ষা এমসিকিউ প্রশ্নপত্রে নেবে নাকি সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে নেবে, তা পরীক্ষার আগে নির্ধারণ করবে। বিগত পরীক্ষাগুলোতে তৃতীয় শ্রেণির বেশির ভাগ পদে ৯০ নম্বরের রচনামূলক লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। সময় ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রশ্ন এসেছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয়ে।
বিষয়ভিত্তিক গড় নম্বর ছিল ২০-২৫। তবে অফিস সহায়কসহ চতুর্থ শ্রেণি বা সমপর্যায়ের গ্রেডের পদগুলোর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত-রচনামূলক পদ্ধতিতে, ৪০ নম্বরে। প্রশ্ন এসেছে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। প্রতি বিষয়ে নম্বর ছিল ১০, সময় ১ ঘণ্টা।
সার্বিক বিশ্লেষণ করে বলা যায়, লিখিত পরীক্ষা রচনামূলক পদ্ধতিতে হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বিগত পরীক্ষার প্রশ্নপত্রের ধরন দেখে প্রস্তুতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। বিষয়ভিত্তিক প্রস্তুতির সময় রচনামূলক পদ্ধতির ওপর জোর দিতে হবে। তবে প্রস্তুতি এমনভাবে নিতে হবে, যাতে যেভাবেই প্রশ্ন আসুক ঠিকঠাক উত্তর দেওয়া যায়।

 

বিষয়ভিত্তিক প্রস্তুতি

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদগুলো তৃতীয় ও চর্তুথ শ্রেণির।

এসব পদে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপরই বেশি প্রশ্ন আসে। পাশাপাশি পদসংশ্লিষ্ট তথ্য বা প্রশ্নের বিষয়ে খেয়াল রাখতে হবে। বিষয়ভিত্তিক প্রস্তুতিতে অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই পড়লেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অনুশীলন করলেই লিখিত পরীক্ষা ভালো নম্বর তোলা সহজ হবে।

গুরুত্বপূর্ণ অধ্যায়

বাংলা—বাক্য রচনা, সমাস, কারক, ভাষা, সন্ধি-বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচন, পত্র লিখন, অনুচ্ছেদ। ইংরেজি—Transformation of verbs, Phrase & idiom, Translation, Fill in the blank, Sentence making, Correction, Narration, Voice, Parts of speech, Letter writing, Paragraph।

পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি— গণিতে এই তিন অংশ থেকেই প্রশ্ন আসে। পাটিগণিত থেকে লসাগু, গসাগু, শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত। বীজগণিত—উৎপাদক, মাননির্ণয়। জ্যামিতি—কোণ, ত্রিকোণমিতি ও পরিমিতি। সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক আলোচিত বিষয়সহ বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব—সাধারণ জ্ঞানে এসবের ওপর জানাশোনা থাকতে হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও সাধারণ বিষয়গুলো জানতে হবে। প্রস্তুতির শুরুতে অবশ্যই বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বা প্রশ্নব্যাংক সংগ্রহ করবেন। বাজারে বিভিন্ন প্রকাশনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায়। সহজ প্রস্তুতিতে বইগুলো বেশ ভালো কাজে দেবে। এ ছাড়া অনলাইন থেকেও প্রশ্নব্যাংক ও প্রস্তুতি সহায়ক শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারবেন।

 

কোন পদে কতজন 

একজন প্রার্থী একই গ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবে না। ১১তম গ্রেডভুক্ত ফার্মাসিস্ট ৯ জন, হোমিওপ্যাথ দুজন, লাইব্রেরি সহকারী তিনজন, রেফারেন্স সহকারী একজন এবং লাইনো মেশিনম্যান একজন। ১২তম গ্রেডের হোমিওপ্যাথ কম্পাউন্ডার (ইসলামিক মিশন) ১৪ জন ও লেডি ফার্মাসিস্ট আটজন। ১৩তম গ্রেডের স্টেনোগ্রাফার একজন, হিসাবরক্ষক ৩২ জন, কেয়ারটেকার দুজন, প্রশিক্ষণ সহকারী ছয়জন, অপারেটর দুজন, মেশিনম্যান পাঁচজন ও মনোকাস্টার একজন। ১৪তম গ্রেডের ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন, মুয়াজ্জিন একজন, লেদ মেকার একজন, ব্লক মেকার একজন এবং সিকিউরিটি সুপারভাইজার একজন। ১৫তম গ্রেডের স্টোর কিপার তিনজন, বিক্রয় সহকারী ১৬ জন, ড্রাইভার চারজন, কম্পোজিটর আটজন,  মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর একজন, বেইজম্যান দুজন, কম্পাউন্ডার (হোমিও) একজন ও স্যানিটারি ইন্সপেক্টর একজন। ১৬তম গ্রেডের হিসাব সহকারী ১১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭৪ জন, রেকর্ড ও ডেসপাস সহকারী দুজন, এলডিএ কাম হিসাব সহকারী একজন, রেন্ট কালেক্টর একজন, প্রুফ রিডার (প্রেস) তিনজন, অ্যাপ্রেনটিস (প্রেস) চারজন, ইলেকট্রিশিয়ান দুজন এবং খাদেম আটজন। ১৮তম গ্রেডের অডিও ভিজ্যুয়াল অপারেটর পাঁচজন এবং ১৯তম গ্রেডের মেস ক্লিনার একজন। ২০তম গ্রেডের অফিস সহায়ক ৮৫ জন, নিরাপত্তা প্রহরী ৯ জন, পরিচ্ছন্নতাকর্মী ১২ জন, বাবুর্চি সাতজন এবং সহকারী বাবুর্চি ছয়জন। পদভেদে যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক। কারিগরি পদগুলোতে সংশ্লিষ্ট ডিপ্লোমা বা ট্রেড কোর্স সনদ উত্তীর্ণ এবং পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

 

বেতন-ভাতা

সব পদেই নিয়োগ দেওয়া হবে রাজম্ব খাতে। তবে শুরুতে নিয়োগ হবে অস্থায়ীভিত্তিতে। শিক্ষানবিশ সময় পার হওয়ার পর স্থায়ীকরণ করা হবে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত গ্রেড অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

 

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া শেষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে (https://islamicfoundation.gov.bd) নিয়োগ পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি ও নির্দেশনা দেওয়া হবে। পরীক্ষার প্রবেশপত্রও এই সাইট থেকে সংগ্রহ করতে হবে।

 

আবেদনের লিঙ্ক : http://ifb.teletalk.com.bd

মন্তব্য

সর্বশেষ সংবাদ