গত সংখ্যায় ৬০টি গুরুত্বপূর্ণ বানানের পর আজ আরো ৪০টি দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ এবং ডানে দেওয়া হলো শুদ্ধ বানান
১। যখম = জখম
২। জঘণ্য = জঘন্য
৩।
গত সংখ্যায় ৬০টি গুরুত্বপূর্ণ বানানের পর আজ আরো ৪০টি দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ এবং ডানে দেওয়া হলো শুদ্ধ বানান
১। যখম = জখম
২। জঘণ্য = জঘন্য
৩।
৪। জগত = জগৎ
৫। চোত্র = চৈত্র
৬। চক্ষূরোগ = চক্ষুরোগ
৭।
৮। ছদ্দবেশ = ছদ্মবেশ
৯। ছায়ামুর্তি = ছায়ামূর্তি
১০। ক্ষুব্দ = ক্ষুব্ধ
১১।
১২। কথোক = কথক
১৩। কদাচিত = কদাচিৎ
১৪। কৃপন = কৃপণ
১৫। কার্ত্তিক = কার্তিক
১৬।
১৭। কণ্ঠ = কণ্ঠ
১৮। ক্ষুদপিপাসা = ক্ষুিপপাসা
১৯। ঋণগ্রহিতা = ঋণগ্রহীতা
২০। একাকি = একাকী
২১। ঐক্যমত = ঐকমত্য
২২। আয়ত্ব = আয়ত্ত
২৩। আমাবশ্যা = অমাবস্যা
২৪। ধারনা = ধারণা
২৫। আকষ্মিক = আকস্মিক
২৬। উতপত্তি = উৎপত্তি
২৭। উচ্চারন = উচ্চারণ
২৮। উত্যক্ত = উত্ত্যক্ত
২৯। ঐশি = ঐশী
৩০। অবিহিত = অভিহিত
৩১। আর্দ = আর্দ্র
৩২। উষর = ঊষর
৩৩। উহ্য = ঊহ্য
৩৪। আস্তা = আস্থা
৩৫। ধরণ = ধরন
৩৬। অশ্রুজল = অশ্রু
৩৭। অরন্য = অরণ্য
৩৮। অধিন = অধীন
৩৯। অঞ্জলী = অঞ্জলি
৪০। আকূল = আকুল
সংকলন : জুবায়ের আহম্মেদ
সম্পর্কিত খবর