সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০০টি গুরুত্বপূর্ণ বানান দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ ও ডানে দেওয়া হলো শুদ্ধ বানান
১। বাঙ্গালী = বাঙালি।
২।
সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০০টি গুরুত্বপূর্ণ বানান দেওয়া হলো। বাঁয়ে অশুদ্ধ ও ডানে দেওয়া হলো শুদ্ধ বানান
১। বাঙ্গালী = বাঙালি।
২।
৩। ব্যার্থ = ব্যর্থ।
৪।
৫। গ্রামীন = গ্রামীণ।
৬।
৭। স্থায়ীত্ত = স্থায়িত্ব।
৮। বাণিজ্য = বাণিজ্য।
৯। ঘুরাঘুরি = ঘোরাঘুরি।
১০। উচ্ছাস = উচ্ছ্বাস।
১১। আগমনি = আগমনী।
১২। আত্বস্ত = আত্মস্থ।
১৩। সচিত্রির = সচিত্র।
১৪। সখ্যতা = সখ্য।
১৫। বীরম্বনা = বিড়ম্বনা।
১৬। মুহূর্মুহূ = মুহুর্মুহু।
১৭। মহিষী = মহিষী।
১৮। নুন্যতম = ন্যূনতম।
১৯। কৃতিবাস = কৃত্তিবাস।
২০। সহযোগীতা = সহযোগিতা।
২১। রামায়ন = রামায়ণ।
২২। শ্বাশুড়ি = শাশুড়ি।
২৩। বাল্মিকী = বাল্মীকি।
২৪। দুঃস্ত = দুস্থ।
২৫। ননদী = ননদি।
২৬। প্রনয়িনী = প্রণয়িনী।
২৭। পানিনি = পাণিনি।
২৮। গৌন = গৌণ।
২৯। পিপিলীকা = পিপীলিকা।
৩০। অনুসূয়া = অনসূয়া।
৩১। সর্বশান্ত = সর্বস্বান্ত।
৩২। এসিস্টেন্ট = অ্যাসিস্ট্যান্ট।
৩৩। মনিজাল = মণিজাল।
৩৪। দূরাদৃস্ট = দুরাদৃষ্ট।
৩৫। পঁচা = পচা।
৩৬। নিরব = নীরব।
৩৭। ঋন = ঋণ।
৩৮। পুরান = পুরাণ।
৩৯। স্বরস্বতী = সরস্বতী।
৪০। অহোরাত্রি = অহোরাত্র।
৪১। কৌতুহল = কৌতূহল।
৪২। নির্ভিক = নির্ভীক।
৪৩। পাটনী = পাটুনি।
৪৪। প্রলোয় = প্রলয়।
৪৫। নির্ঘাদ = নির্ঘাত।
৪৬। প্রদিপ = প্রদীপ।
৪৭। পরিপক্য = পরিপক্ক।
৪৮। পরজিবি = পরজীবী।
৪৯। প্রসান্ত = প্রশান্ত।
৫০। পিচাশ = পিশাচ।
৫১। ধণুক = ধনুক।
৫২। ধুলি = ধূলি।
৫৩। দুভাষী = দোভাষী।
৫৪। পংকজ = পঙ্কজ।
৫৫। ডাইনী = ডাইনি।
৫৬। দুস্কর = দুষ্কর।
৫৭। জ্যোতিষি = জ্যোতিষী।
৫৮। জরুরি = জরুরি।
৫৯। জলন্ত = জ্বলন্ত।
৬০। ততক্ষণাৎ = তত্ক্ষণাৎ।
সম্পর্কিত খবর