কলোসিয়াম
স্কুলের বিতর্ক প্রতিযোগিতার সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন যে একসময় মানুষ কৃষিকাজ জানত না, পাহাড়ের গুহায় বাস করত, লিখতে জানত না, ফলমূলই ছিল প্রধান খাদ্য ও পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এভাবে পাথরের যুগের অবসান ঘটিয়ে কৃষির প্রবর্তন, আগুন, চাকা ও লোহার ব্যবহার করতে করতেই নবোপলীয় যুগে পদার্পণ করে নদীতীরবর্তী মানবসভ্যতার বিকাশ ঘটতে থাকে। মিসরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, গ্রিক, রোমান, পারস্য সভ্যতা উত্কৃষ্ট উদাহরণ। মানবসভ্যতার অগ্রযাত্রায় তাদের অবদান তুলনাহীন।
গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন
মিসরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয় কেন?
নবোপলীয় যুগ বলতে কী বোঝো?
সামরিক রাষ্ট্র স্পার্টার বর্ণনা দাও।
হারারেগ্লিফিকস বা চিত্র লিখন কী?
সৃজনশীল প্রশ্ন
১। রাজু খান দীর্ঘদিন ‘ক’ দেশে চাকরি করেন। সম্প্রতি দেশে এলে ছেলে দীপু জিজ্ঞেস করল, বাবা ‘ক’ দেশের জীবনযাপন প্রণালী কেমন ছিল? বাবা বললেন, সেখানকার আইনের ব্যবহার খবুই চমৎকার। সে আইনে সব মানুষ সমান। আইনে মানুষের নিরাপত্তা, জান-মাল রক্ষার ও মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। তাদের আইন-কানুন জানার জন্য তা সাইনবোর্ডে লিখে মহল্লায় ঝুলিয়ে দেওয়া হতো। আইন মান্য করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক ছিল।
ক) ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের রচয়িতা কে?
খ) সামরিক রাষ্ট্র স্পার্টার বর্ণনা দাও।
গ) ‘ক’ দেশের আইন প্রাচীন কোন সভ্যতার আইনে পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ) তুমি কি মনে করো ‘ক’ দেশের আইনের মতো প্রাচীন সভ্যতার সেই আইনের ওপর আধুনিক বিশ্ব নির্ভরশীল? মতামত দাও।
২। তারান্নুম প্রাচীন বিশ্বসভ্যতা সম্পর্কিত ম্যাগাজিন পড়তে গিয়ে তালতলা অঞ্চলের জীবনব্যবস্থা সম্পর্কে অবগত হয়। আজ থেকে কয়েক হাজার বছর আগে তালতলা অঞ্চল কৃষিতেই শুধু উন্নত ছিল না। তারা বর্ণমালা আবিষ্কার করেন এবং লেখার জন্য বিশেষ গাছ থেকে কাগজ তৈরি করেন। ভাস্কর্য ও স্থাপত্যের ক্ষেত্রেও তারা উল্লেখযোগ্য অবদান রাখেন।
ক) গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
খ) নবোপলীয় যুগ বলতে কী বোঝো?
গ) তারান্নুমের ম্যাগাজিনে পড়া তালতলা অঞ্চলের সভ্যতার সঙ্গে প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে বর্ণিত প্রাচীন সভ্যতাটি ‘ভাস্কর্য ও স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল’—উক্তিটি বিশ্লেষণ করো।
বহু নির্বাচনী অভীক্ষা
মিসরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
হারারেগ্লিফিকস বা চিত্র লিখন কী?
ক) সুমেরীয় লিপি খ) মিসরীয় লিপি গ) ব্যাবিলনীয় ঘ) অ্যাসিরীয়
সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন কোন শিল্পে বেশ পারদর্শী ছিল?
ক) কারুশিল্পে খ) কুটির শিল্পে
গ) নির্মাণশিল্পে ঘ) মৃিশল্পে
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘ক’ ও ‘খ’ দুটি নগর। নগর দুটির পরিকল্পনা, বিশেষ করে রাস্তাঘাট, ইমারত ও পানি নিষ্কাশন ব্যবস্থা একই রকম। প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন নগর দুটিতে বিদ্যমান।
উদ্দীপকে বর্ণিত নগর দুটি প্রাচীন কোন সভ্যতাকে স্মরণ করিয়ে দেয়?
ক) মিসরীয় খ) সিন্ধু গ) গ্রিক ঘ) রোমান
উক্ত সভ্যতাটি বিখ্যাত হয়েছে কেন?
ক) মমি তৈরির জন্য
খ) নগর পরিকল্পনার জন্য
গ) স্থাপত্য ও ভাস্কর্যের জন্য
ঘ) আইন প্রণয়নের জন্য
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনসাধারণের জ্ঞাতার্থে কিছু আইন-কানুন ব্যানারে লিখে বিভিন্ন স্থানে ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ আইন মেনে চলতে পারে।
কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইন-কানুন ঝুলিয়ে রেখেছিলেন?
ক) মিসরীয় খ) সিন্ধু গ) গ্রিক ঘ) রোমান
কার সময়ে এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
ক) সলোন খ) পেরিক্লিস
গ) পিসিসট্রেটাস ঘ) ক্লিসলেনিস
পেরিক্লিস যে বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন—
i. প্রশাসন ii. আইন iii. বিচার বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও
শরিফ স্যার গণিতের ক্লাসে ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলেন। দশম শ্রেণির ছাত্র সিয়ামের মনে পড়ে যায় এক বিশেষ সভ্যতার কথা। যাদের তৈরীকৃত এক স্থাপত্য শিল্পের আকৃতিও ত্রিভুজের মতো।
সিয়ামের কোন সভ্যতার কথা মনে পড়ে?
ক) মিসরীয় খ) সিন্ধু গ) গ্রিক ঘ) রোমান
উল্লিখিত সভ্যতার লোকেরা ছিল—
i. ধর্ম দ্বারা প্রভাবিত
ii. একেশ্বরবাদের ধারক
iii. প্রথম পঞ্জিকার আবিষ্কারক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii