ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

১০০ বাগধারা

অন্যান্য
অন্যান্য
শেয়ার
১০০ বাগধারা

কাঁচা সোনা = নিখাদ স্বর্ণ।

মনে ধরা = পছন্দ হওয়া।

রাবণের চিতা =চির অশান্তি।

বালির বাঁধ = অস্থায়ী বস্তু।

গোবর গণেশ =মূর্খ।

তামার বিষ = অর্থের কুপ্রভাব।

গোঁফ খেজুরে = নিতান্ত অলস।

একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়।

কেতাদুরস্ত = পরিপাটি।

আক্কেল সেলামি =নির্বুদ্ধিতার দণ্ড।

কুল কাঠের আগুন = তীব্র জ্বালা।

আড়িপাতা = আড়াল থেকে শোনা।

আমতা আমতা করা = ইতস্তত করা।

অক্ষরে অক্ষরে = সম্পূর্ণভাবে।

বক ধার্মিক =ভণ্ড সাধু।

অক্কা পাওয়া = মারা যাওয়া।

আকাশ কুসুম = অসম্ভব কল্পনা।

অমাবস্যার চাঁদ = দুর্লভ বস্তু।

ব্যাঙের সর্দি = অসম্ভব ঘটনা।

পদ্মপাতায় জল = ক্ষণস্থায়ী।

শাপে বর = অনিষ্টে ইষ্ট লাভ।

হালে পানি পাওয়া = সুবিধা করা।

বাঁ হাতের ব্যাপার = ঘুষ গ্রহণ।

অহি-নকুল = ভীষণ শত্রুতা।

আট কপালে = হতভাগ্য।

উড়নচণ্ডী = অমিতব্যয়ী।

চাঁদের হাট = আনন্দের প্রাচুর্য।

নয়ছয় = অপচয়।

শকুনি মামা =কুচক্রী লোক।

হাত গুটান =কার্যে বিরতি।

উত্তম-মধ্যম = প্রহার।

গড্ডলিকাপ্রবাহ = অন্ধ অনুকরণ।

সাক্ষী গোপাল = নিষ্ক্রিয় দর্শক।

পালের গোদা = দলপতি।

দুধের মাছি = সুসময়ের বন্ধু।

একচোখা = পক্ষপাতদুষ্ট।

কানকাটা = নির্লজ্জ।

কংস মামা = নির্মম আত্মীয়।

কাঁচা হাত = অপটু।

খয়ের খাঁ = তোষামোদকারী।

গুড়ে বালি = আশায় নিরাশ হওয়া।

ঘুঘু চরানো = সর্বনাশ করা।

ঘাটের মড়া = মৃত্যু আসন্ন যার।

চুনোপুঁটি = সামান্য ব্যক্তি।

জিলাপির প্যাঁচ = কূটবুদ্ধি।

জগাখিচুড়ি = বিশৃঙ্খল।

টনক নড়া = সচেতন হওয়া।

টাকার কুমির = অনেক টাকার মালিক।

ঠোঁটকাটা =  বেহায়া।

ডুমুরের ফুল = অদৃশ্য বস্তু।

তাসের ঘর = ক্ষণস্থায়ী।

পটল তোলা = মারা যাওয়া।

পুকুর চুরি = বড় ধরনের চুরি।

বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু।

ভূশণ্ডি কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।

ভিজা বিড়াল = সাধু বেশে অসৎ লোক।

তুষের আগুন = দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা।

ঢাকের কাঠি =  তোষামোদকারী।

যক্ষের ধন = কৃপণের ধন।

ষোলো কলা = সম্পূর্ণ।

হাল ধরা = দায়িত্ব গ্রহণ।

লেফাফা দুরস্ত = পরিপাটি।

অগাধ জলের মাছ = খুব চালাক।

এলাহি কাণ্ড = বিরাট আয়োজন।

অরণ্যে রোদন = বৃথা আবেদন।

অকালকুষ্মাণ্ড = অপদার্থ।

অন্ধের যষ্টি = একমাত্র সম্বল।

অর্ধচন্দ্র = গলাধাক্কা।

আট কপালে = হতভাগ্য।

উড়ো কথা = গুজব।

কাঁঠালের আমসত্ত্ব = অসম্ভব বস্তু।

কাঁচা-পয়সা = নগদ উপার্জন।

কেউকেটা = সামান্য।

চক্ষু চড়কগাছ =  বিস্ময়।

মাথাব্যথা = আগ্রহ।

খণ্ড প্রলয় = ভীষণ ব্যাপার।

গদাই লস্করী চাল =  অতি ধীর গতি।

অগ্নিশর্মা = অত্যন্ত রাগান্বিত হওয়া।

আগুন নিয়ে খেলা = ভয়ংকর বিপদ।

কৈ মাছের প্রাণ= যা সহজে মরে না।

গোড়ায় গলদ= শুরুতে ভুল।

গুড়ে বালি= আশায় নৈরাশ্য।

চোখের পর্দা= লজ্জা।

ননীর পুতুল= শ্রমবিমুখ।

নেই  আঁকড়া= একগুঁয়ে।

দহরম মহরম= ঘনিষ্ঠ সম্পর্ক।

পুকুর চুরি= বড় রকমের চুরি।

মণিকাঞ্চন যোগ= উপযুক্ত মিলন।

মিছরির ছুরি= মুখে মধু অন্তরে বিষ।

হাটে হাঁড়ি ভাঙা= গোপন কথা প্রকাশ করা।

শাঁখের করাত= উভয় সংকট।

গলগ্রহ= পরের বোঝা হয়ে থাকা।

গোঁয়ার গোবিন্দ= নির্বোধ অথচ  হঠকারী।

ছিনিমিনি খেলা= নষ্ট করা।

কলুর বলদ= পরিশ্রম করে কিন্তু ফল পায় না।

উনপাঁজুরে= দুর্বল।

উনিশ-বিশ= সামান্য পার্থক্য।

গা ঢাকা দেওয়া= নিজেকে লুকিয়ে রাখা।

পগার পার= পলায়ন করা।

রুই-কাতলা= বড় বড় লোক।

 

আগামী সংখ্যায় ১০০টি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ দেওয়া হবে।

            সংকলন : অনয় আহম্মেদ

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ