ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭
এসএসসি ২০২০

জীববিজ্ঞান

  • দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও বিবর্তন
অন্যান্য
অন্যান্য
শেয়ার
জীববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

ক.        জিন কী?         

খ.        ক্রমোজমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন?        

গ.         উদ্দীপকের চিত্র A-এর গঠন ব্যাখ্যা করো।

ঘ.         উদ্দীপকের চিত্র A ও চিত্র B-এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর : ক. জীবের সব অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে।

খ.        ক্রমোজম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত।

            ক্রমোজমের কাজ হলো মাতা-পিতা থেকে জিন সন্তান-সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রমোজম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ন রাখে। এ কারণে ক্রমোজমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়।

গ.         উদ্দীপকের চিত্র A হলো DNA.

            নিচে DNA-এর ভৌত গঠন ব্যাখ্যা করা হলো—

১।

       DNA সাধারণত দ্বিসূত্রবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন।

২।         একটি সূত্রের এডিনিন (A) অন্য সূত্রের থায়ামিন (T)-এর সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (A=T) থাকে এবং একটি সূত্রের গুয়ানিন (G) অন্য সূত্রের সাইটোসিনের (C)-এর সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (G≡c) থাকে।

৩।

       হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪Å দৈর্ঘ্যবিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব (ওপর থেকে নিচে) ৩৪Å।

৪।        DNA অণুর বাইরের দিকের দণ্ড দুটি (প্রধান অক্ষ) পরপর সুগার ও ফসফেট দ্বারা গঠিত এবং এদের ভেতরের দিকে N2 বেস অবস্থান করে।

৫।

       DNA ডাবল হেলিক্সের বেইস সর্বত্র 20Å।

রাসায়নিক গঠন

১।        পাঁচ কার্বনযুক্ত শর্করা : ডি-অক্সিরাইবোজ

২।         অজৈব ফসফেট

৩।        নাইট্রোজেন ঘটিত বেস (এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন)

ঘ.         উদ্দীপকের চিত্র A হলো DNA এবং চিত্র-B হলো RNA. নিচে DNA ও RNA-এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো—

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ