kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

ষষ্ঠ শ্রেণি

নাগরিকত্ব লাভের নিয়ম

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুবায়ের আহম্মেদ   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনাগরিকত্ব লাভের নিয়ম

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে নাগরিকত্ব লাভের নিয়ম নিয়ে একটি পাঠ রয়েছে।

শুরুতেই তোমাদের কাছে প্রশ্ন, নাগরিকত্ব কী? ছোটবেলায় হয়তো শুনেছ, তোমার কোনো বন্ধুর আত্মীয় বিদেশে নাগরিকত্ব পেয়েছে। নাগরিকত্ব হলো কোনো ব্যক্তি কোনো সার্বভৌম রাষ্ট্রের সদস্য হওয়ার পদমর্যাদা বা পরিচয় লাভ করা। আর রাষ্ট্রকে কেন্দ্র করেই ব্যক্তি সেই পরিচয় লাভ করে। যেমন—বাংলাদেশের সদস্য যারা বা বাংলাদেশকে কেন্দ্র করে যাদের পরিচয়, তারা বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে। তোমরা হয়তো শুনেছ যে কেউ কেউ আবার দুটি দেশের নাগরিক। এটাকে বলা হয় দ্বি-নাগরিকত্ব। যখন কোনো ব্যক্তি দুই দেশের নাগরিকত্ব লাভ করেন, তখন তাকে দ্বি-নাগরিকত্ব বলে। বাংলাদেশের কোনো দম্পতি বা মা-বাবার সন্তান যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, তাহলে সে জন্মসূত্রে ওই দেশের নাগরিক। আবার তার মা-বাবা বাংলাদেশি হওয়ায় সে বাংলাদেশেরও নাগরিক। যখন তার প্রাপ্ত বয়স হবে, তখন সে ইচ্ছা করলে যেকোনো এক দেশ কিংবা উভয় দেশেরই নাগরিকত্ব রাখতে পারবে।

এবার আসো আলোচনা করি নাগরিকত্ব লাভের নিয়ম নিয়ে। এর প্রধান দুটি উপায় হলো—জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, আরেকটি হলো অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভ। প্রথমেই আসি জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। এ ক্ষেত্রে দুটি প্রধান বিষয় বিবেচনা করা হয়। জন্মসূত্র ও জন্মস্থান বা কোনো দেশে জন্মগ্রহণ করার মাধ্যমে নাগরিকত্ব লাভ। জন্মসূত্র অনুযায়ী কোনো মা-বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও মা-বাবার দেশের নাগরিকত্ব লাভ করবে। পৃথিবীর বেশির ভাগ দেশ এ নীতি মেনে থাকে। ইতালির কোনো দম্পতি যদি বাংলাদেশে থাকে এবং তাদের সন্তান যদি বাংলাদেশে জন্ম নেয়, তাহলেও জন্ম নেওয়া শিশুটি তার মা-বাবার দেশের নাগরিকত্ব লাভ করবে। আর জন্মস্থান নীতি মোতাবেক শিশু যে দেশে জন্মগ্রহণ করবে, সে দেশেরই নাগরিক। এ ধরনের নাগরিকত্বের উৎপত্তি ঘটেছিল ইংল্যান্ডে। ধরো, তোমার মামা-মামি আমেরিকার কোনো দেশে থাকেন। ওই দেশে জন্মস্থান নীতি অনুসরণ করা হয়। ওই দেশেই তোমার মামাতো ভাই জন্ম নিল। তাহলে সে ওই দেশের নাগরিক। আবার অন্যদিকে বাংলাদেশেরও নাগরিক। তবে বিশ্বের বেশির ভাগ রাষ্ট্রই যে দেশে জন্ম নেবে সে দেশের নাগরিক নীতিটি সমর্থন করে না।  

অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভ নিয়ে সামনের সংখ্যায় আলোচনা করব।

মন্তব্যসাতদিনের সেরা