<p>যুক্তরাজ্যে উগ্র ডানপন্থী দাঙ্গাকারীদের দ্রুত সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, দাঙ্গাকারীরা অচিরেই ‘আইনের পূর্ণ শক্তির’ মুখে পড়বে। যুক্তরাজ্যে চলমান দাঙ্গা-হাঙ্গামা নিয়ে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন স্টারমার। যুক্তরাজ্যের বিচারমন্ত্রী হেইদি আলেকজান্ডার সহিংসতাকারীদের জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন।</p> <p>এদিকে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত সোমবার রাতে বেলফাস্ট, ডার্লিংটন ও প্লাইমাউথে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল যুক্তরাজ্য সরকার বলেছে, উগ্র ডানপন্থীদের মোকাবেলায় ছয় হাজারের বেশি পুলিশ প্রস্তুত রয়েছে। গত ৩০ জুলাই উত্তর-পশ্চিম ইংল্যান্ডের সাউথপোর্টে প্রথম এই সহিংসতা শুরু হয়েছিল।</p> <p>এতে এ পর্যন্ত প্রায় ৪০০ লোক গ্রেপ্তার হয়েছে। গত ২৯ জুলাই সাউথপোর্ট শহরে এক নাচের ক্লাসে অংশ নেওয়ার সময় ছুরি আক্রমণে তিন শিশু নিহত হয়। আরো পাঁচ শিশু গুরুতর আহত হয়। হামলাকারী সম্পর্কে অনলাইনে ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে পরদিনই দাঙ্গা শুরু হয়।</p> <p>দাঙ্গা পরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। সাউথপোর্ট হত্যাকাণ্ডে সন্দেহভাজন ১৭ বছর বয়সী অ্যাক্সেল রুদাকুবানাকে আদালতে অভিযুক্ত করা হয়েছে। তার পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। ওয়েলসের কার্ডিফে জন্মগ্রহণ করে সে। অ্যাক্সেল রুয়ান্ডা বংশোদ্ভূত এক দম্পতির সন্তান। ২০১৩ সাল থেকে তাঁরা সাউথপোর্ট এলাকায় বসবাস করছেন।</p> <p>ডেভন ও কর্নওয়াল কাউন্টি পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় প্লাইমাউথ শহরজুড়ে সহিংসতার ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় সেখানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘সহিংসতা আর সহ্য করা হবে না, ঘৃণা আর সহ্য করা হবে না।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই দাঙ্গার জন্য উগ্র ডানপন্থীদের দায়ী করেছেন। দাঙ্গাকারীদের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি সাজার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এটি কোনো বিক্ষোভ নয়। এটি সহিংসতা। মসজিদ বা আমাদের মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা সহ্য করব না আমরা।’ </p> <p>সূত্র : বিবিসি, আলজাজিরা</p>