ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
সিরিয়া সংকট

রাজধানী দামেস্কে চোখ বিদ্রোহীদের

  • * সেনা সরিয়ে নিচ্ছে ইরান * নিজ নিজ নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্দান
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রাজধানী দামেস্কে চোখ বিদ্রোহীদের

সিরিয়ায় লাগাতার আক্রমণ চালিয়ে একের পর এক শহর দখলের পর এবার রাজধানী দামেস্কে চোখ পড়েছে বিদ্রোহীদের। গতকাল শনিবার টেলিগ্রামে বিদ্রোহী যোদ্ধাদের উদ্দেশে এক বার্তায় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীগোষ্ঠীর নেতা আহমেদ আল শারা বলেছেন, দামেস্ক আপনাদের জন্য অপেক্ষা করছে। তিনি দামেস্ক দখল নিতে বিদ্রোহীদের প্রস্তুতি নিতে বলেছেন। এদিকে আরেক বিদ্রোহী কমান্ডার হাসান আবদেল গনি বলেছেন, আমাদের বাহিনী রাজধানী দামেস্ক ঘেরাওয়ের চূড়ান্ত পর্যায়ের অভিযান শুরু করেছে।

এদিকে রাজধানীর কাছাকাছি এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের খবর অস্বীকার করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা শহর দখলের দাবি করে সেখানকার বিদ্রোহীরা। বিদ্রোহী সূত্রগুলোর দাবি, তারা দারা থেকে সেনা প্রত্যাহার এবং সামরিক কর্মকর্তাদের নিরাপদে দামেস্কে যাওয়ার পথ দিতে একটি চুক্তিতে পৌঁছেছে। দারা থেকে উত্তরে মাত্র ১০০ কিলোমিটার দূরে দামেস্কের অবস্থান।

দারা অঞ্চলেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহের জন্ম। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত শুক্রবার বলেছে, বিদ্রোহীরা দারা শহরসহ একই নামের প্রদেশটির ৯০ ভাগের বেশি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। মাত্র একটি এলাকা সরকারের হাতে রয়েছে।

এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হোমস শহরের উপকণ্ঠে পৌঁছার দাবি করেছে বিদ্রোহীরা।

গত ২৭ নভেম্বর থেকে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল-শাম ও এর সহযোগী দলগুলো দেশটিতে আক্রমণ চালাচ্ছে। এই বিদ্রোহীরা এরই মধ্যে আলেপ্পো ও হামার মতো বড় দুটি শহরসহ অনেক জায়গা দখল করে নিয়েছে। বিদ্রোহীদের আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আট শতাধিক মানুষ নিহত হয়েছে।

নিজ নিজ নাগরিকদের সিরিয়া ছাড়ার পরামর্শ একাধিক দেশের : সংঘাতময় পরিস্থিতিতে নিজ নিজ নাগরিকদের সিরিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্দান। নিজেদের নাগরিকদের সিরিয়া থেকে বাণিজ্যক ফ্লাইটে যত দ্রুত সম্ভব দেশে ফেরত আসতে বলছে তারা।

সেনা সরিয়ে নিচ্ছে ইরান  : বিদ্রোহীদের অগ্রগতির মুখে সিরিয়ায় অবস্থানরত কমান্ডারসহ সেনা সদস্যদের গত শুক্রবার থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে আসাদের মিত্র দেশ ইরান। আঞ্চলিক কয়েকজন কর্মকর্তা ও অন্তত তিনজন ইরানি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানায়। কর্মকর্তারা জানান, সিরিয়া থেকে সরিয়ে নেওয়া সেনা সদস্যদের মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অধীন কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা রয়েছেন। তাদের প্রতিবেশী ইরাক ও লেবাননে সরিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের অন্যতম মিত্র হিসেবে বিবেচনা করা হয় ইরানকে। এক দশকের বেশি সময় ধরে চলা সিরীয় গৃহযুদ্ধে আসাদের পাশে দাঁড়িয়েছে তেহরান। চলমান সংকটেও তারা আসাদ সরকারকেই সমর্থন দেওয়ার দৃঢ় অঙ্গীকার করেছে। সেনা সরিয়ে নেওয়ার পদক্ষেপ সিরিয়া নিয়ে তেহরানের নীতিতে উল্লেখযোগ্য বাঁকবদলের ইঙ্গিত দিচ্ছে।

সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন আসাদ : কাতারের প্রধানমন্ত্রী  : সিরিয়ায় বিদ্রোহীরা একের পর এক আক্রমণ চালিয়ে শহর দখল করে নিচ্ছে। সেখানকার চলমান পরিস্থিতিতে এবার দেশটির প্রেসিডেন্ট আসাদকে দুষলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে যে সময়টুকু শান্ত ছিল, তখন সে সময়ের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি এই শান্ত সময়ে নিজ দেশের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ব্যর্থ হয়েছেন। তিনি সিরিয়ার শরণার্থীদের ফেরত আনার মতো ইস্যুকে গুরুত্ব দিয়ে কোনো পদক্ষেপ নেননি। গতকাল রাজনৈতিক সংলাপের জন্য দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ২০১১ সালের শুরুর দিকে আসাদ সরকার বিক্ষোভকারীদের গুঁড়িয়ে দেওয়ার পর বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল কাতার। ওই বছর থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। কাতার এখনো আসাদের কড়া সমালোচক। সূত্র : এএফপি, আরব নিউজ, আলজাজিরা

মন্তব্য

সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা

শেয়ার
ফিলিপিন্সে ভয়াবহ বন্যা
ফিলিপিন্সে ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত দুজন। বন্যায় দেশটির রাজধানী ম্যানিলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল ম্যানিলার পূর্বাঞ্চলীয় কাইন্টা শহরের একটি এলাকায়। ছবি : এএফপি
মন্তব্য

গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে পড়েছিলেন।

উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় বোমা হামলা এবং গাজার ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। সূত্র : আনাদুল অ্যাজেন্সি

 

মন্তব্য

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

আমরা ঘটনাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধানের জন্য চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।

গত সোমবার দেওয়া হয়েছে ওই বিবৃতি। গাজায় প্রায় ২১ মাস ধরে যুদ্ধ চলার পর বিবৃতি এলো। এই যুদ্ধে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিবৃতিতে বলা হয়, গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সর্বশেষ সংবাদ