kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

নাইজারে বন্দুকধারীর গুলিতে ছয় ফরাসি পর্যটক নিহত

অনলাইন ডেস্ক   

১০ আগস্ট, ২০২০ ১৩:২৪ | পড়া যাবে ১ মিনিটেনাইজারে বন্দুকধারীর গুলিতে ছয় ফরাসি পর্যটক নিহত

মোটরসাইকেলে চড়ে এসে গুলি চালিয়ে ফ্রান্সের ছয়জন পর্যটককে হত্যার ঘটনা ঘটেছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে এ ঘটনায় নাইজেরিয়ার দুজনও নিহত হয়েছেন। এ ঘটনায় মোট আটজন নিহত হয়েছেন।

জানা গেছে, গতকাল রবিবার নাইজারের ওয়াইল্ড লাইফ পার্কে ঘটনাটি ঘটেছে। নাইজারের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ওই ছয় পর্যটকের গাইড ছিলেন নাইজেরিয়ার নিহত ব্যক্তি। নাইজেরিয়ার অপর একজন ছিলেন তাঁদের গাড়ির চালক।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, নাইজারে ফ্রান্সের নাগরিকদের হত্যা করা হয়েছে। এ ব্যাপারে টেলিফোনে নাইজারের প্রেসিডেন্ট মহামাদু ইসুফুউর সঙ্গে কথা বলেছেন ফ্রান্সেন প্রেসিডেন্ট। তবে নাইজার সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে নাইজার সরকার এখনো কিছু বলেনি।  

ফ্রান্স সরকার নিজেদের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, নাইজারে বোকো হারাম এবং ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে। সে কারণে নাইজার ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র : ডেইলি মেইল।

মন্তব্যসাতদিনের সেরা