<p style="text-align:justify">দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারেই। গতকাল পুঁজিবাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।</p> <p style="text-align:justify">ডিএসইতে এদিন কমেছে সব সূচকের মান।</p> <p style="text-align:justify">প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১.৬৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫৫০৬.৭৮ পয়েন্টে ও ১২০৭.৫৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক কমেছে ১৫.৭৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১৯৪২.৩৫ পয়েন্টে।</p> <p style="text-align:justify">ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও।</p> <p style="text-align:justify">এদিন লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩০২ কোটি ৯৪ লাখ টাকা।</p>