<p>লাল কার্ড, আতলেতিকো সমর্থকদের মাঠে বোতল ছুঁড়া, কোর্তোয়ার দিকে লাইটার মারা, ম্যাচ স্থগিত, অতিরিক্ত সময়ের গোলে রিয়ালকে জয় বঞ্চিত করা- কী ছিল না মাদ্রিদ ডার্বিতে। ওয়ান্দা মেত্রোপলিতানো এমন অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই জন্ম দিয়েছে গতকাল রাতে। </p> <p>ঘটনার শুরু ৬৪ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় এডার মিলিতাওয়ের গোলের পর। গোলের পর রিয়াল গোলকিপার কোর্তোয়ার উদ্‌যাপন পছন্দ হয়নি রিয়াল গোলপোস্টের পেছনে থাকা আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের। কোর্তোয়াকে লক্ষ্য করে মাঠে উড়ে আসে লাইটার ও প্লাস্টিক বোতল। মেত্রপলিতানোয় এসে একজন সাবেক  (কোর্তোয়া ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আতলেতিকোয় ছিলেন) আতলেতিকো খেলোয়াড়ের এমন উদ্‌যাপন মেনে নিতে পারেনি আতলেতিকো সমর্থকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাকিবকে মাশরাফির পথ দেখালেন ক্রীড়া উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727667341-7d15320e864792adaef7919a4fee759a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাকিবকে মাশরাফির পথ দেখালেন ক্রীড়া উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/09/30/1430413" target="_blank"> </a></div> </div> <p>স্টেডিয়ামের লাউড স্পিকারে ঘোষণা দিয়েও থামানো যায়নি তাদের আচরণ। দর্শকদের এটা–সেটা ছুঁড়ে মারাও বন্ধ হয়নি। পরে কোর্তোয়া রেফারির কাছে অভিযোগ করলে তিনি দুই কোচ ও লা লিগা প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ম্যাচ থামিয়ে দেন। ২০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। </p> <p>পরে অবশ্যই আতলেতিকো কোচ সিমিওনে এবং অধিনায়ক কোকে ও ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজকে গোলপোস্টের পেছনের গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়।</p> <p>তবে অতিরিক্ত সময়ে আতলেতিকো মাদ্রিদের আনহেল কোরেয়ার গোলে সমতায় ফিরলে জেতা হয়নি কোনো দলের। অবশ্য কোরেয়ার গোল নিয়েও হয়েছে বিতর্ক। প্রথমে অফসাইড বলে বাতিল করা গোলটি আসে ভিএআর রিভিউর পর। এর পরও শেষ হয়নি নাটকীয়তা। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আতলেতিকোর মার্কোস লরেন্তেকে।</p> <p><img alt="লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আতলেতিকোর মার্কোস লরেন্ত" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/ডযপট্.jpg" width="1000" /></p> <p>ঘটনায় জড়িত এক ব্যক্তিকে চিহ্নিতও করা হয়েছে বলে আতলেতিকো মাদ্রিদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।</p> <p>৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল, ১৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো। বার্সেলোনা ২১ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727669550-22872df38feb592d6f15f452655901ab.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/30/1430417" target="_blank"> </a></div> </div>