<p>বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা ডাকা হয়েছে। আগামীকাল সকাল ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে এই সভা শুরু হবে বলে জানা গেছে।</p> <p>হঠাৎ জরুরি সভার কারণ, এই সভায় কী কী এজেন্ডা থাকবে, কতজন বোর্ড পরিচালক থাকবেন জানতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন ধরেননি তিনি। তবে এক পরিচালক বলেন, ‘বোর্ড মেম্বারদের (পরিচালক) মেইল দেওয়া হয়েছে। আমি এখনো মেইল হাতে পাইনি। আমার অফিস থেকে জানিয়েছে, এমন একটা মেইল এসেছে। সেখানে লেখা আছে আগামীকাল একটি মিটিং হবে।’</p> <p>এই সভায় বিসিবির সক্রিয় থাকা বোর্ড পরিচালকদের উপস্থিত থাকতে বলা হলেও এমন কোনো চিঠি বা মেইল পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আমি জানি না (বোর্ড সভার বিষয়ে)। আমাকে এ ধরনের কোনো চিঠি দেয়নি।’ আপনি তাহলে এই বোর্ড সভায় উপস্থিত থাকছেন না? এমন প্রশ্নের জবাবে এই পরিচালক বলেন, ‘আমি তো নোটিশ পাইনি।’ </p> <p>প্রক্রিয়া মেনে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি করতে গেলে আগে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেতে হবে। সেটি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। ফারুকের পাশাপাশি নাজমুল আবেদীন ফাহিমকে আনার জন্য এনএনসি মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমকে পদত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়। </p> <p>গতকাল ফোন পেয়ে জালাল ইউনুস পদত্যাগ করলেও এখনো শক্ত অবস্থানে সাজ্জাদুল, ‘আমি তো আমার কথা বলে দিয়েছি, আমি পদত্যাগ করব না। উনারা যা করার করুক।’ আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘গতকালের পর আমার সঙ্গে (এনএসসি) আর কোনো যোগাযোগ হয়নি।’</p> <p>রাজনৈতিক পটপরিবর্তনের পর অস্থির হয়ে পড়া মিরপুরের বিসিবি কার্যালয়ে গত দুই সপ্তাহ পা দেননি কোনো বোর্ড পরিচালক। গা ঢাকা দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অনেকে। জানা গেছে, আগামীকালের এই বোর্ড সভায় ভার্চুয়াল যোগ দেবেন নাজমুল। সেখানে তিনি সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে ধারণা করা যাচ্ছে। এদিকে জালাল ইউনুস পদত্যাগ করায় একই সভায় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদকে মনোনীত ও পরে পরিচালকদের সম্মতিক্রমে সভাপতি ঘোষণা করা হতে পারে।</p>