<p>রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। ফুটবলে অবস্থাটা প্রকট হয়েছে প্রিমিয়ার লিগে কয়েকটি দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায়। শেখ রাসেল, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী দল গড়ছে না। পুলিশ, ওয়ান্ডারার্সের মতো কয়েকটি ক্লাব নামমাত্র পারিশ্রমিক দিতে চাইছে। ফলে ফুটবলারদের একটি বড় অংশের এ মৌসুমে মাঠে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে।</p> <p>এ অবস্থা থেকে মুক্তির দাবিতে আজ (শনিবার) এই খেলোয়াড়রা মানববন্ধন করেছেন বাফুফের সামনে এসে। তাদের দাবি, সব কটি ক্লাবের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ নিশ্চিত করা। জাতীয় দলে খেলা আশরাফুল ইসলাম, রায়হান হাসান, রেজাউল করিম, তৌহিদুল আলম, মোনায়েম খান, ওমর ফারুক, রহমত মিয়াসহ প্রায় ৪০ জন ফুটবলার এ সময় উপস্থিত ছিলেন। গোলরক্ষক আশরাফুল বলেছেন,‘আমরা এই পরিস্থিতিতে বাফুফের উদ্যোগ আশা করছি। ফেডারেশন যেন সব কটি দলকে লিগে খেলানোর ব্যাপারে আলাপ-আলোচনা করে। এত ফুটবলারের দায়িত্ব নেওয়ার কি কেউ নেই? আমরা কোথায় যাব!’ তারা দলবদল পেছানো এবং এই মৌসুমে বিদেশিহীন লিগ করারও দাবি জানিয়েছেন। </p> <p>বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন অবশ্য বলেছেন, তিন দিন বাড়িয়ে ২১ আগস্ট পর্যন্ত দলবদল করা যাবে। এর বেশি আর পেছানোর সুযোগ নেই ফেডারেশনের। ক্লাবগুলোর অংশগ্রহণের বিষয়ে লিগ কমিটি আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ফুটবলাররা আগামীকালও একই দাবিতে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন। আগামীকাল তাদের সঙ্গে সাবেক খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাব সমর্থক গোষ্ঠীরও থাকার কথা রয়েছে।</p>