<p style="text-align:justify">পুলিশের গুলিতে আহত হয়েছেন টুটুল হোসেন বাদশা। গতকাল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের এই ডিফেন্ডার।</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেশের পরিস্থিতি ছিল উত্তাল। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন ছত্রভঙ্গ করতে তাই পুলিশ এলোপাতাড়ি গুলি  ছোড়ে। এ সময় নিজ বাসার সামনে অবস্থান করা বাদশার চোখের ওপরে এসে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় চোটাক্রান্তর ছবি দিয়ে বাংলাদেশি ডিফেন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আনুমানিক রাত ৯ ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছোড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের ওপরে এসে একটি গুলি লাগে।’</p> <p style="text-align:justify">খুব শিগরিই যেন সুস্থ হতে পারেন সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন টুটুল। তিনি লিখেছেন,‘ সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।’</p> <p style="text-align:justify">জাতীয় দলের হয়ে ২০১৮ সালে অভিষেক হয় টুটুলের। এখন পর্যন্ত ২৩ ম্যাচে রক্ষণভাগ সামলিয়েছেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে অভিষেক হওয়া টুটুল এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন। সব শিরোপাই ঢাকা আবাহনীর হয়ে। দলটির হয়ে ৮৪ ম্যাচ খেলেছেন। বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের দলে যোগ দেন তিনি।</p>