<p>অন্যান্য ইভেন্টের অ্যাথলেটদের মতো প্যারিস অলিম্পিকে বাংলাদেশি সমর্থকদের হতাশা উপহার দিলেন ইমরানুর রহমানও। বাংলাদেশের দ্রুততম মানব ১০০ মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়েছেন।</p> <p>বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আর্চার সাগর ইসলামের পর ইমরানুরের উপরের ভালো কিছুর আশা করেছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু তিনিও হতাশ করলেন সকলকে।</p> <p>আজ ১০০ মিটার স্প্রিন্টে ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড় শুরু করেন ইমরানুর। শুরুটা ভালো করলেও শেষে খেই হারিয়ে ফেলেন তিনি। আর তাতে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হন তিনি। যা নিজের সেরা টাইমিং ১০.১১ থেকে বেশ বাজে। তার হিটে ১০.৩৪ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন পানামার আর্তুরো ডেলিজার। আর দ্বিতীয় হওয়া পূর্ব আফ্রিকার দেশ সেচেলোইসের ডায়লান সিকোবো সময় নিয়েছেন ১০.৫১ সেকেন্ড।</p> <p>ইমরানুরের মতো আজ প্যারিস অলিম্পিকে খেলতে নামেন সোনিয়া খাতুন। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে হিট থেকে এই নারী সাঁতারুও বাদ পড়েছেন। ৩ নম্বর হিটে নেমে ইমরানুরের মতো ষষ্ঠ হয়েছেন। ইভেন্ট শেষ করতে সময় নিয়েছেন ৩০.৫২ সেকেন্ড।</p>