<p style="text-align:justify; margin-bottom:13px">টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে ধর্ষণের দায় থেকে মুক্ত হয়ে গেলেন নেপালী লেগ স্পিনার সন্দীপ লামিচানে। গত জানুয়ারিতে ৮ বছরের জেল হয়েছিল তাঁর। কিন্তু লামিচানে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন। আজ সেই হাইকোর্টই, ‘পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাব’ উল্লেখ করে বাতিল করেছেন সেই রায়। লামিচানে এখন তাই মুক্ত। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডধারী এই বোলারকে দেখা যেতে পারে তাই যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপেও।</p> <p style="text-align:justify; margin-bottom:13px">২০২২ সালে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত বছর আটক হন তারকা এই ক্রিকেটার। সেই সময় ক্যারিবিয়ান ক্রিকেট লিগ মাতাচ্ছিলেন তিনি। কিন্তু খেলা বাদ দিয়ে তাঁকে আত্মসমর্পণ করতে হয় কাঠমান্ডু পুলিশের কাছে। এ বছরের জানুয়ারিতে কাঠমান্ডু কোর্টে তাঁর ৮ বছরের সাজা হয়। লামিচানে অবশ্য জামিনে বেরিয়ে এসেছিলেন। তবে তাঁর ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। পরে আপিলে সেটিও ওঠে যায়। এবার তো পুরো মুকই হয়ে গেলেন এই ক্রিকেটার।</p> <p style="text-align:justify; margin-bottom:13px">নেপাল বাংলাদেশের গ্রুপেই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। লামিচানে দল যোগ দিলে নিশ্চিতভাবেই সেটি মাথা ব্যাথার কারণ হবে অন্য দলগুলোর জন্য। কাঠমান্ডু পোস্ট<br />  </p>