<p>অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল ওয়েলিংটনে প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। কিন্তু এই টেস্টে খেলা হচ্ছে না দলের উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ের। অজিদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান কনওয়ে। সেই চোটই কাল হয়ে দাঁড়াল। ৮ মার্চ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে কনওয়ে ফিরবেন কি না সেটাও নিশ্চিত নয়।</p> <p>কনওয়েরের না খেলার ব্যাপারটি বুধবার নিশ্চিত করেছেন কিউই অধিনায়ক টিম সাউদি, 'ক্রিকেটে ইনজুরি একটি অংশ এবং এটা অন্যদের জন্য সুযোগ।' কনওয়ের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন হেনরি নিকলস। তবে টম লাথামের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন উইল ইয়াং। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন ইয়াং।</p> <p>গতকাল টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিউই পেসার নিল ওয়াগনার। ৬৪ টেস্টে এই বাঁহাতি পেসারের শিকার ২৬০ উইকেট। ওয়াগনারকে নিয়ে সাউদি বলেছেন, 'ড্রেসিংরুমে সে বিশেষ ব্যক্তি হিসেবে ছিলেন। যে কেউ তাঁর সঙ্গে কথা বলতে পারত এবং মাঠে সে যা করত তাতে সবাই তাঁকে ভালোবাসত।'</p> <p>প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের স্বাদ পাওয়া দ্বিতীয় টেস্টে যে একাদশ খেলেছিল সেটাই বহাল থাকছে বলে জানিয়েছেন অজি অধিনায়ক পাট কামিন্স।  </p>