kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

ফ্রাঙ্কফুর্ট ছেড়ে জুভেন্টাসে কোস্টিক

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ২১:০৫ | পড়া যাবে ১ মিনিটেফ্রাঙ্কফুর্ট ছেড়ে জুভেন্টাসে কোস্টিক

জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে নাম লিখিয়েছেন সার্বিয়ান ফরোয়ার্ড ফিলিপ কোস্টিক। ২৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাবটি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।

সার্বিয়ার জাতীয় দলের এই ফুটবলারকে দলে ভেড়াতে সবমিলিয়ে ১২ মিলিয়নের ইউরোর মত খরচ করতে হয়েছে জুভেন্টাসকে।

বিজ্ঞাপন

চার মৌসুমে ফ্রাঙ্কফুর্টের জার্সিতে ১৭২ ম্যাচে ৩৩ গোল করেন। এ মৌসুমেও দুটি ম্যাচ খেলেছেন ফ্রাঙ্কফুর্টের জার্সিতে। এরপরই জুভেন্টাসে যোগ দিলেন। গত মৌসুমের ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন কোস্টিক।

ইতালিয়ান ক্লাবটি এর আগে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া, ফ্রেঞ্চ তারকা পল পগবা ও ব্রাজিলিয়ান গ্লেইসন ব্রেমারকে দলে ভিড়িয়েছে।সাতদিনের সেরা