kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

সোশ্যাল সাইট ছাড়তে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা?

অনলাইন ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ১৭:০০ | পড়া যাবে ১ মিনিটেসোশ্যাল সাইট ছাড়তে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা?

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে বিভিন্ন অঙ্গনের তারকাদের। তবে এই মুহূর্তে এই সোশ্যাল সাইটই এখন তাদের বিপদের কারণ। তাই সোশ্যাল সাইট ছেড়ে দিতে তৈরি হচ্ছে ইংলিশ ক্রিকেটাররা। সম্প্রতি এই তথ্য জানিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

সোশ্যাল সাইটে একাধিকবার বর্ণবৈষম্যের শিকার হয়েছেন জোফ্রা আর্চার, মইন আলীরা। তার প্রতিবাদেই এমন কঠোর সিদ্ধান্ত নিতে পারেন ইংলিশ ক্রিকেটাররা। ব্রড বলেন, 'সোশ্যাল সাইটের অনেক সুফল আছে; কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো কমে যাচ্ছে। কোনো পদক্ষেপ নিতে হলে সেটা আমাদের ড্রেসিংরুমের নেতাদেরই নেওয়া উচিত। আমাদের নেতৃত্বে বেশ কিছু দারুণ মানুষ আছে।'

ইংল্যান্ডে শুধু ক্রিকেট নয়, ফুটবলেও বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছিল। তার প্রতিবাদে রেঞ্জার্স এবং সোয়ানসি সিটির ফুটবলার এক সপ্তাহের জন্য সোশ্যাল সাইট ছাড়ার হুমকি দিয়েছিলেন। এই দুই দলের একাধিক ফুটবলারকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল। কাউন্টি ক্রিকেটে চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটারকেও বর্ণবৈষম্যমূলক কথা বলা হয়েছিল। ইংলিশ ফুটবলেও এমনটা নিয়মিতই ঘটে।সাতদিনের সেরা