<p>মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার চরইমারশন বসুন্ধরা শুভসংঘ স্কুলে এ রচনা প্রতিযোগিতা ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।</p> <p>দিনটি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিদ্যালয় ও কক্ষে মহান বিজয় দিবসের ওপর রচনা প্রতিযোগিতা এবং নৃত্য পরিবেশন করা হয়। সব শেষে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।</p> <p>বিজয় দিবস সম্পর্কে শিশুদের জানতে ও জানাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। এতে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের রাঙ্গাবালী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, শুভসংঘের রাঙ্গাবালী শাখার সভাপতি ঝিলাম তাওহীদ, স্কুলশিক্ষিকা রিপা বেগম ও হাবিবা বেগম।</p>