<article> <p style="text-align: justify;">উচ্চ রক্তচাপে গর্ভবতী মায়েরাও ভোগেন। এতে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ</p> <p style="text-align: justify;">মা আর সন্তান দুজনের জন্যই উচ্চ রক্তচাপ ঝুঁকিপূর্ণ। গর্ভাবস্থায় ১০০ জনের মধ্যে ১০ জনের থাকতে পারে এমন ঝুঁকি। রক্তচাপের তারতম্য দেখা দিতে পারে ২০ সপ্তাহে গিয়ে। অনেক সময় রক্তচাপ বেড়ে গেলে গর্ভবতীর প্রস্রাবের সঙ্গে যেতে পারে অ্যালবুমিন।</p> </article> <article> <p style="text-align: justify;">গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ আর প্রস্রাবে অ্যালবুমিন—এ দুটি একত্রে থাকলে একে বলে প্রি-এক্লাম্পসিয়া। গর্ভধারণের আগে থেকে উচ্চ রক্তচাপ থাকলে প্রি-এক্লাম্পসিয়ার ঝুঁকি আরো বেশি বাড়ে। মা আর সন্তান উভয়ের জন্য এটি ঝুঁকিপূর্ণ অবস্থা। তাই ডাক্তারের তত্ত্বাবধানে থাকা গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে হবু মাকে হাসপাতালে ভর্তি করিয়ে পর্যবেক্ষণে রাখার প্রয়োজন হয়।</p> </article> <article> <p style="text-align: justify;"><strong>কেন বাড়তে পারে রক্তচাপ</strong>?</p> <p style="text-align: justify;">গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনের মাত্রার তারতম্য ঘটে। মানসিক চাপের কারণে রক্তচাপ বেড়ে যাওয়াও অস্বাভাবিক নয়। অনেক ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকলেও উচ্চ রক্তচাপ হওয়ার শঙ্কা বাড়ে। ডায়াবেটিস থাকলেও উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ে।</p> </article> <article> <p style="text-align: justify;">উচ্চ রক্তচাপ ধরা পড়লে ওজন নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, লবণ গ্রহণের পরিমাণ কমানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রয়োজনে রক্তচাপের ওষুধ দিতে পারেন ডাক্তার।</p> </article> <article> <p style="text-align: justify;"><strong>কখন ঝুঁকি বাড়ে?</strong></p> <p style="text-align: justify;">১৮ বছর বয়সের আগে মা হলেও উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। প্রথম সন্তান ধারণের সময় যাদের উচ্চ রক্তচাপ থাকে, তাদের দ্বিতীয় সন্তান ধারণের সময় ঝুঁকি আরো বাড়ে।</p> <p style="text-align: justify;"><strong>উচ্চ রক্তচাপের উপসর্গ</strong></p> <p style="text-align: justify;">অনেক সময় উচ্চ রক্তচাপ থাকলেও শরীর তা জানান দেয় না। তাই গর্ভাবস্থায় নিয়মিত রক্তচাপ মেপে দেখা জরুরি। এখন খুব সহজেই ঘরে বসে ডিজিটাল ডিভাইস দিয়ে রক্তচাপ মেপে দেখা যায়।</p> <p style="text-align: justify;">♦ মাথা ধরা</p> <p style="text-align: justify;">♦  মাথায় যন্ত্রণা</p> <p style="text-align: justify;">♦  দুর্বল বোধ করা</p> <p style="text-align: justify;">♦  পা ফুলে যাওয়া</p> <p style="text-align: justify;">এমন উপসর্গ থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব জরুরি।</p> <p style="text-align: justify;"><strong>করণীয়</strong></p> <p style="text-align: justify;">ডাক্তার যদি রক্তচাপ কমানোর ওষুধ দেন তবে তা নিজে থেকে বন্ধ করা উচিত না। এমন ওষুধই ডাক্তার বেছে নেবেন যা মা ও সন্তানের ক্ষতি করবে না।</p> <p style="text-align: justify;">দেশে প্রসূতির মৃত্যুর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। তাই গর্ভধারণের পরিকল্পনা করলে আগে রক্তের গ্লুকোজ, রক্তের চাপ আর প্রস্রাবে অ্যালবুমিনের মাত্রা ও ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখতে হবে। পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলে আগেভাগেই স্ত্রীরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।</p> </article>